You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
দক্ষিন-পশ্চিম জোন প্রশাসনিক কাউন্সিলের পাবলিসিটি সাব-কমিটির সভার কার্যবিবরণী বাংলাদেশ সরকার, দক্ষিণ-পশ্চিম জোন-১ ৩ অক্টোবর, ১৯৭১

আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল,দক্ষিণ-পশ্চিম জোন-১ এর পাবলিসিটি সাব-কমিটির সভা  ৩/১০/৭১ তারিখের  দুপুর ১টায় আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার অফিসে অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত সদস্যগনঃ

১. জনাব আব্দুর রাহমান,এমপিএ,পাবনা                                          সদস্য

২.   ’’    তফিজুদ্দিন,এমপিএ,পাবনা                                                 ’’

৩.   ’’    জহুরুল হক,এমপিএ,                                                      ’’

৪.   ’’    ইউনুস আলি,এমপিএ,কুস্টিয়া                                            ’’

৫.   ’’    আহসানউল্লাহ,এমপিএ                                                    ’’

১.সভায় সভিপতিত্ব করার জন্য মনোনীত হন জনাব তফিজুদ্দিন আহমেদ, এমপিএ, পাবনা।

২.সভায় সর্বসম্মতিক্রমে আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল,দক্ষিণ-পশ্চিম জোন-১ এর পাবলিসিটি সাব-কমিটির চেয়ারম্যান হিসেবে জনাব আব্দুর রাহমান,এমপিএ, পাবনা,মনোনীত হয়েছেন।

(তফিজুদ্দিন আহমেদ)

এমপিএ,সভাপতি

৩/১০/৭১

০৩/১০/৭১ এ অনুষ্ঠিত দক্ষিন-পশ্চিম জোন-১ এর জোনাল প্রশাসনিক কাউন্সিলের ফিন্যান্স উপ-কমিটির সভার কার্য-বিবরনী বেলা ১ টায় জোনাল প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে আরাম্ভ করা হল ।

উপস্থিত সদস্যবৃন্দঃ

১। জনাব আঃ রউফ চৌধুরী , এমপিএ, চেয়ারম্যান ,                         প্রাক্তন সহকারী সদস্য

জোনাল প্রশাসনিক কাউন্সিল ,দক্ষিন-পশ্চিম জোন-১

২। জনাব নুরুল হক, এমপিএ ,কুষ্টিয়া                                                        ”

৩।জনাব আঃ রহমান , এমপিএ , পাবনা                                                    ”

৪।জনাব তাফিজ উদ্দীন আহমেদ , এমপিএ , পাবনা                                     ”

৫।জনাব শামসুল হক                                                                    প্রাক্তন সহকারী

জোনাল প্রশাসনিক কর্মকর্তা

১।সভায় জনাব নুরুল হক , এমপিএ , কুষ্টিয়া কে সভাপতি হিসাবে মনোনীত করা হল ।

২।সর্বস্মমতিক্রমে দক্ষিন-পশ্চিম জোন-১ এর জোনাল প্রশাসনিক কাউন্সিলের ফিন্যান্স উপ-কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব নুরুল হক ,এমপিএ,কুষ্টিয়া কে মনোনীত করা হল

নুরুল হক

সভাপতি

০৩/১০/৭১

০৩/১০/৭১ এ অনুষ্ঠিত দক্ষিন-পশ্চিম জোন-১ এর জোনাল প্রশাসনিক কাউন্সিলের স্বাস্থ্য উপ-কমিটির সভার কার্য-বিবরনী বেলা ১ টায় জোনাল প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে আরম্ভ করা হল ।

উপস্থিত সদস্যবৃন্দঃ

১। জনাব গোলাম হাসনায়েন , এমপিএ, পাবনা  ,                                সদস্য

২। জনাব আহসানউল্লাহ, এমপিএ ,কুষ্টিয়া                                           ”

৩।জনাব শাহিউদ্দীন এমএনএ , কুষ্টিয়া                                               ”

৪।জনাব তাফিজ উদ্দীন আহমেদ , এমপিএ , পাবনা                              ”

১।সভায় জনাব আহসানউল্লাহ, এমপিএ ,কুষ্টিয়া কে সভাপতি হিসাবে মনোনীত করা হল ।

২।সর্বস্মমতিক্রমে দক্ষিন-পশ্চিম জোন-১ এর জোনাল প্রশাসনিক কাউন্সিলের স্বাস্থ্য উপ-কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব গোলাম হাসনায়েন , এমপিএ, পাবনা  কে মনোনীত করা হল ।

আহসানউল্লাহ, এমপিএ

সভাপতি

০৩/১০/৭১

০৩/১০/৭১ এ অনুষ্ঠিত দক্ষিন-পশ্চিম জোন-১ এর জোনাল প্রশাসনিক কাউন্সিলের শিক্ষা উপ-কমিটির সভার কার্য-বিবরনী বেলা ১ টায় জোনাল প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে আরাম্ভ করা হল ।

উপস্থিত সদস্যবৃন্দঃ

১। জনাব ইউনুছ আলী , এমপিএ, কুষ্টিয়া                                    সদস্য

২। জনাব আঃ রহমান , এমপিএ ,পাবনা                                      ”

৩।জনাব তাফিজ উদ্দীন আহমেদ , এমপিএ ,পাবনা                      ”

৪।জনাব নুরুল হক, এমপিএ , কুষ্টিয়া                                         ”

১।সভায় জনাব আঃ রহমান , এমপিএ ,পাবনা কে সভাপতি হিসাবে মনোনীত করা হল ।

২।সর্বস্মমতিক্রমে দক্ষিন-পশ্চিম জোন-১ এর জোনাল প্রশাসনিক কাউন্সিলের শিক্ষা উপ-কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব ইউনুছ আলী , এমপিএ, কুষ্টিয়া  কে মনোনীত করা হল ।

আঃ রহমান, এমপিএ

সভাপতি

০৩/১০/৭১

৩০/০৯/১৯৭১ পর্যন্ত পাক্ষিক প্রতিবেদনের প্রতিলিপি গ্রহন করা হল দক্ষিন-পশ্চিম জোন-১ (কৃষ্ণনগর ) হতে ।

১। রিফিউজিদের অনুপ্রবেশ যথেষ্ট পরিমানে বেড়ে যাচ্ছে । যুবকদের একটা বড় অংশ মুক্তি-ফৌজে যোগদান করতে ইচ্ছুক ।
২। মুক্তি-ফৌজদের পর্যাপ্ত পদক্ষেপ গ্রহন করা সত্ত্বেও রাজাকার ও শান্তি-কমিটির সদস্যরা বিভিন্ন উপায়ে এলাকাবসীদের হয়রানি করে যাচ্ছে ।
৩। আইন শৃঙ্খলা পরিস্থিতি কম বেশি স্বাভাবিক কিন্তু ক্যাম্পে ত্রান সামগ্রী কম পরিমানে বিতরনের গুরুতর অভিযোগ রয়েছে । রিফিউজিদের কোন অভিযোগ বা অসন্তোষ গুরুতর অপরাধ বলে গন্য হবে সেক্ষেত্রে অভিযোগকৃত রিফিউজিদের কার্ড বাতিলের হুমকি দিতে বিব্রতবোধ করবে না ক্যাম্প কর্মকর্তারা ।
৪। সাম্প্রদায়িক অস্থিরতা নেই তবে স্থানীয় জনগন ও রিফিউজিদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে ।
৫। ক্যাম্পে ওষুধ সরবরাহের ঘাটতি রয়েছে ।পেটের পীড়া ছাড়াও ভালুকা ত্রান ক্যাম্পে চিকেন পক্সের প্রাদুর্ভাব দেখা গেছে ।
৬। যুবকেরা আগ্রহের সহিত অপেক্ষা করছে মুক্তি-ফৌজে যোগ দিতে ,একই সাথে প্রশিক্ষনে যোগ দিতেও প্রস্তুত ।

সুপারিডেন্ট
উপ-সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনুলিপিঃ
১। ব্যক্তিগত সচিব , সভাপতি
২। ব্যক্তিগত সচিব , প্রধানমন্ত্রী
৩। ব্যক্তিগত সচিব , স্বরাষ্ট্রমন্ত্রী
৪।সৌজন্য কপি এডিসি থেকে সি-ইন-সি

উপ-সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক দপ্তর , দক্ষিন-পশ্চিম জোন-১
মেমো নং VII/৭/৭১/৪০৭ (৩) তারিখঃ ২৬/১০/৭১

প্রাপক ,
১।সচিব , মন্ত্রীপরিষদ
২। সচিব , সাধারণ প্রশাসন অধিদপ্তর
৩। সচিব , অর্থমন্ত্রনালয়

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিষয়ঃ ২২/১০/৭১ এ অনুষ্ঠিত সভায় দক্ষিন-পশ্চিম জোনের জোনাল প্রশাসনিক কাউন্সিলের কার্যবিবরনী প্রসঙ্গে

২২/১০/৭১ এ অনুষ্ঠিত জোনাল কাউন্সিলের সভার কার্যবিবরনীর অনুলিপি জানার সুবিধার্তে পাঠানো হইলো ।

এম. শামসুল হক
সদস্য-সচিব

জোনাল প্রশাসনিক কর্মকর্তা
দক্ষিন-পশ্চিম জোন-১
……………………………………………

দক্ষিণ-পশ্চিম জোন-১ এর জোনাল প্রশাসনিক কাউন্সিলের সভার কার্যবিবরনী ২২/১০/৭১ বেলা ১১ ঘটিকায় জোনাল প্রশাসনিক কর্মকর্তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

উপস্থিত সদস্যবৃন্দঃ
১। জনাব আঃ রউফ চৌধূরী , এমপিএ কুষ্টিয়া
২। জনাব সাহিউদ্দিন ,এমএনএ , কুষ্টিয়া
৩। জনাব নুরুল হক ,এমপিএ , কুষ্টিয়া
৪। জনাব আহসানউল্লাহ , এমপিএ , কুষ্টিয়া
৫। জনাব ইউনুছ এ ইউ ,এমপিএ , কুষ্টিয়া
৬। জনাব গোলাম কিবরিয়া , এমপিএ , কুষ্টিয়া
৭। জনাব তাফিজউদ্দিন আহমেদ ,এমপিএ ,পাবনা
৮। জনাব আঃ রহমান , এমপিএ ,পাবনা ।

১. সদস্য সচিব (জোনাল প্রশাসনিক কর্মকর্তা) কাউন্সিলকে বলেছেন যে, ৫ দিনের মধ্যে বাজেট উপস্থাপনের জন্য, দক্ষিন পশ্চিম অঞ্চল-১ এর জোনাল প্রশাসনিক কর্মকর্তাকে সম্বোধন করা, ১-১০-৭১ তারিখের FIN/5/71/221(40) বেয়ারিং নাম্বার এর একটি চিঠি গ্রহন করা হয়েছিল। তাই বাজেট প্রস্তুত করা হয়েছিল এবং ১৪-১০-৭১ তারিখে জমা দাওয়া হয়েছিল। জ়োনাল প্রশাসনিক কর্মকর্তাকে বাজেট উপস্থাপন করতে বলায় এবং সেই সুত্রে জ়োনাল কাউন্সিলকে উপেক্ষা করে তাকে তার অধিকার অ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করায় সদস্যরা গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।

২. জোনাল প্রশাসনিক কাউন্সিলের কার্যাবলী সাধারন প্রশাসন ডিপার্টমেন্টের ২৭-৭-৭১ তারিখের অনুচ্ছেদ ৩ এর ৮১০ নং অর্ডার অনুযায়ী বিবেচিত হয়েছিল এবং এটা অনুভূত হচ্ছিল যে, জ়োনাল কাউন্সিলের ক্ষমতা/কার্যাবলী অত্যধিক খর্ব করা হয়েছে।

তাই এটা সর্বসম্মতিক্রমে স্থির করা হল যে, অবস্থান পরীক্ষা করার জন্য মন্ত্রীপরিষদকে সরানো হোক এবং কাউন্সিলকে সম্পূর্ণ স্বাধীন করার জন্য আদেশে যথোপযুক্ত পরিবর্তন করা হোক।

৩. জ়োনাল কাউন্সিলের অফিসার এবং কর্মচারীদের নিয়োগের প্রশ্ন আলোচিত হয় এবং এটা স্থির করা হলো যে, সকল বিভাগের অফিসারদের নিয়োগ দাওয়ার ক্ষমতা জ়োনাল কাউন্সিলের থাকবে, শুধুমাত্র প্রথম শ্রেনির অফিসারদের ক্ষেত্রে কাউন্সিলের মতামত নেওয়া হবে।

(আব্দুর রউফ চৌধুরী)
এমপিএ,
চেয়ারম্যান,
জ়োনাল প্রশাসনিক কাউন্সিল
দক্ষিন পশ্চিম অঞ্চল-১।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!