You dont have javascript enabled! Please enable it! 1971.10.03 | দক্ষিন-পশ্চিম জোন   প্রশাসনিক কাউন্সিলের   গঠনতন্ত্র রচনার জন্য এমএনএ ও এমপিদের সভার কার্যবিবরণী | বাংলাদেশ সরকার, দক্ষিণ-পশ্চিম জোন-১ - সংগ্রামের নোটবুক
           শিরোনাম               সূত্র               তারিখ
দক্ষিন-পশ্চিম জোন   প্রশাসনিক কাউন্সিলের   গঠনতন্ত্র রচনার জন্য এমএনএ ও এমপিদের সভার কার্যবিবরণী বাংলাদেশ সরকার, দক্ষিণ-পশ্চিম জোন-১ ৩ অক্টোবর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়
দক্ষিণ-পশ্চিম জোন-১

স্মারক নাম্বার. ৮-৭/৭১/৩০৪ প্রদত্ত তারিখ ৩.১০.৭১.
হতেঃ জনাব এম.শামসুল হক,
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা,
দক্ষিণ-পশ্চিম জোন-১।
প্রতি
জনাব এইচ টি ইমাম
মন্ত্রীপরিষদ সচিব,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার.
রেফারেন্সঃ স্মারক নং. গ/১৩৭৮(১০০) প্রদত্ত তারিখ ১৮.৯.৭১ এবং এই কার্যালয়ের স্মারক নং ৮-৭/৭১/২৯০ প্রদত্ত তারিখ ২৬.৯.৭১.
দক্ষিন-পশ্চিম জোন-১ এর প্রশাসনিক কাউন্সিল ও এর সাব-কমিটিগুলোর গঠনতন্ত্র রচনার জন্য এমএনএ ও এমপিদের সভা ১৯৭১ সালের ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে এবং এর সাথে এই সভার কার্যবিবরণীর একটি অনুলিপি মন্ত্রীপরিষদের অবগতির জন্য পাঠানো হল।
এর মধ্যে যা রয়েছে(এনক্লোজ):
১)দক্ষিন-পশ্চিমজোন-১ এর প্রশাসনিক কাউন্সিলের সভার কার্যবিবরণীর-১টি অনুলিপি।
২) অর্থ সংক্রান্ত সাব-কমিটির সভার কার্যবিবরণীর -১টি অনুলিপি।
৩) রিলিফ সংক্রান্ত সাব-কমিটির সভার কার্যবিবরণীর -১টি অনুলিপি।
৪) স্বাস্থ্য সংক্রান্ত সাব-কমিটির সভার কার্যবিবরণীর -১টি অনুলিপি।
৫) প্রচার সংক্রান্ত সাব-কমিটির সভার কার্যবিবরণীর -১টি অনুলিপি।
৬) শিক্ষা সংক্রান্ত সাব-কমিটির সভার কার্যবিবরণীর -১টি অনুলিপি।

(এম.শামসুল হক)
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
দক্ষিণ-পশ্চিম জোন-১।

দক্ষিন-পশ্চিম জোন-১ এর প্রশাসনিক কাউন্সিলের গঠনতন্ত্র রচনার জন্য এমএনএ ও এমপিএদের সভার কার্যক্রম আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার অফিসে ৩.১০.৭১ তারিখে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সদস্যবৃন্দঃ
১. জনাব আজিজুর রহমান আক্কাস,এমএনএ,কুস্টিয়া।
২. ’’ সাহিউদ্দিন, এমএনএ।
৩. ’’ নুরুল হক, এমপিএ,কুস্টিয়া।
৪. ’’ আহসানুল্লাহ, এমপিএ,কুস্টিয়া।
৫. ’’ জহুরুল হক রেজা, এমপিএ,কুস্টিয়া।
৬. ’’ ইউনুস আলী,এমপিএ,কুস্টিয়া।
৭. ’’ গোলাম কিবরিয়া, এমপিএ,কুস্টিয়া।
৮. ’’ আব্দুর রউফ চৌধুরী, এমপিএ,কুস্টিয়া।
৯. ’’ আব্দুর রব (বগা মিয়া), এমপিএ,পাবনা।
১০. ’’ গোলাম হাসনাইন, এমপিএ,পাবনা।
১১. ’’ তফিজুদ্দিন আহমেদ, এমপিএ।
১২. ’’ আব্দুর রাহমান, এমপিএ।
১. সকাল ১১টায় জনাব গোলাম কিবরিয়া,এমপিএ এর সভাপতিত্বে স্থগিত হওয়া সভা পুনরায় শুরু হয়।
২.সর্বসম্মতিক্রমে জনাব আব্দুর রউফ চৌধুরী,এমপিএ আঞ্চলিক প্রশাসনিক কাউন্সিল,দক্ষিন পশ্চিম জোন-১ এর চেয়ারম্যান মনোনীত হন।
৩.সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে নিম্নলিখিত সাব-কমিটিগুলো,এদের বিপরীতে উল্লেখিত সদস্যদেরদ্বারা গঠিত হবে।

(ক) অর্থ সংক্রান্ত সাব-কমিটিঃ

    ১.জনাব আব্দুর রউফ চৌধুরী,এমপিএ                            পদাধিকারবলে সদস্য।

    ২.  ’’    নুরুল হক,এমপিএ,পাবনা                                                 সদস্য।

    ৩.  ’’   আব্দুর রহমান,এমপিএ,পাবনা                                               ’’

    ৪.  ’’  তফিজুদ্দিন আহ্মেদ,এমপিএ,পাবনা                                           ’’

    ৫.  ’’  শামসুল হক                                       আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা,

                                                                          পদাধিকারবলে সদস্য।

(খ) রিলিফ সংক্রান্ত সাব-কমিটিঃ

    ১. জনাব তফিজুদ্দিন আহমেদ,এমপিএ,পাবনা                               সদস্য  

    ২.   ’’    সাহিউদ্দিন,এমএনএ,কুস্টিয়া                                         ’’

    ৩.   ’’    ইউনুস আলী,এমপিএ,কুস্টিয়া                                       ’’

    ৪.   ’’    জহুরুল হক রেজা,এমপিএ,কুস্টিয়া                                  ’’            

    ৫.   ’’   গোলাম হাসনাইন,এমপিএ,পাবনা                                     ’’

    ৬.   ’’   আব্দুর রব,এমপিএ,পাবনা                                             ’’           

    ৭.   ’’  গোলাম কিবরিয়া,এমপিএ,কুস্টিয়া                                      ’’         

(গ) স্বাস্থ্য সংক্রান্ত সাব-কমিটিঃ

  ১. জনাব গোলাম হাসনাইন,এমপিএ,পাবনা

  ২.   ’’    আহসানুল্লাহ,এমপিএ,কুস্টিয়া

  ৩.   ’’    সাহিউদ্দিন,এমপিএ,কুস্টিয়া

  ৪.   ’’     তফিজুদ্দিন,এমপিএ,পাবনা

(ঘ) পাবলিসিটি সংক্রান্ত সাব-কমিটিঃ

  ১. জনাব আব্দুর রাহমান,এমপিএ,পাবনা

  ২.   ’’    তফিজুদ্দিন,এমপিএ,পাবনা

  ৩.   ’’    জহুরুল হক,এমএনএ,কুস্টিয়া

  ৪.   ’’     ইউনুস আলী,এমপিএ,কুস্টিয়া

  ৫.   ’’     আহসানুল্লাহ,এমপিএ,কুস্টিয়া

(ঙ) শিক্ষা সংক্রান্ত সাব-কমিটিঃ

  ১. জনাব ইউনুস আলী,এমপিএ,কুস্টিয়া

  ২.   ’’    আব্দুর রাহমান,এমপিএ,পাবনা

  ৩.   ’’    তফিজুদ্দিন,এমপিএ,পাবনা

  ৪.   ’’     নুরুল হক,এমপিএ,কুস্টিয়া

 

৪.সাব কমিটিগুলো বৈঠকের মাধ্যমে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের নিজ নিজ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেঃ-

 (ক) অর্থ সংক্রান্ত সাব-কমিটি                  জনাব নুরুল হক,এমপিএ,কুস্টিয়া।

 (খ) রিলিফ সংক্রান্ত সাব-কমিটি                  ’’  তফিজুদ্দিন আহমেদ,এমপিএ,পাবনা।

 (গ) স্বাস্থ্য সংক্রান্ত সাব-কমিটি                    ’’   গোলাম হাসনাইন,এমপিএ,পাবনা।

 (ঘ) পাবলিসিটি সংক্রান্ত বিষয়ক সাব-কমিটি     ’’   আব্দুর রাহমান,এমপিএ,পাবনা।

 (ঙ) শিক্ষা সংক্রান্ত সাব-কমিটি                    ’’   ইউনুস আলী,এমপিএ,কুস্টিয়া।

 

৫. সদস্যদের আলোচনার পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে,যে কোন গেরিলা দলের ভবিষ্যৎ সকল অভিযানের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার এমপিএ/এমএনএ অবশ্যই দলকে পরামর্শ দেবার ক্ষেত্রে এবং দল ও অভিযানের এলাকা নির্ধারনসহ কাম্য অন্যান্য সকল কাজের সাথে সংযুক্ত  থাকবেন।

 ৬. অভ্যর্থনা ক্যাম্পগুলোতে বর্তমানে ছেলেদের যে সমস্যাগুলোয় পড়তে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহণ করা হয় যে সরকার কে অবশ্যই ক্যাম্পগুলোর বর্তমানের শোচনীয় অবস্থার উন্নতির জন্য পদক্ষেপ নিতে হবে।

৭.সভাপতি ও সদ্য মনোনীত আঞ্চলিক কাউন্সিলের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ হয়।

                                                                        (গোলাম কিবরিয়া) এমপিএ,

                                                                                   সভাপতি