You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
পশ্চিম জোন-২ এর আওতাধীন মুক্ত এলাকার প্রশাসনিক কাঠামো বাংলাদেশ সরকার, পশ্চিম জোন-২ ২৪ নভেম্বর, ১৯৭১

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জোনাল প্রশাসনিক কাউন্সিলরের অফিস
পশ্চিম অঞ্চল-২

আদেশ

পশ্চিম অঞ্চল-২ এর মুক্ত এলাকার প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য নিম্নলিখিত কর্মকর্তাদের নিযুক্ত করা হল। প্রশাসনিক কর্মকর্তাগণঃ-
১) জনাব আব্দুল মতিন সরকার,সহকারী ম্যাজিস্ট্রেট ও সহকারী সংগ্রাহক, দিনাজপুর। হারিসচন্দ্রপুর ত্রাণ ক্যাম্প কর্মকর্তাকে প্রশাসনিক কাজে সহায়তা করবেন। কর্মকর্তাকে শীঘ্রই তার বর্তমান অবস্থান হতে কর্মস্থলে বদলি করা হবে।

২) জি এম আফলাতুন,সাবেক সহকারী, এস.ডি.ও কার্যালয়, নবাবগঞ্জ। তিনি অফিস সহকারী কাম টাইপিস্ট হিসাবে কাজ করবেন। সরকার শীঘ্রই তার নিয়োগপত্র অনুমোদন করবে।

৩) প্রশাসনিক কর্মকর্তাদের পিয়ন হিসাবে পূর্ববতী বাংলাদের সরকার এর স্থানচ্যুত কর্মচারীদের নিয়োগ দেয়া হবে।

৪) শেখ জামিরুদ্দিন আহমেদ, সি.ও (রাজস্ব),সিলেট। এখন গাজল আরজেসি উক্ত এলাকার আর.ও (R/0) হিসাবে কাজ করবেন। তাকে সহায়তা করার জন্য দুইজন টোল সংগ্রাহক এবং দুইজন সহকারী রাজস্ব সংগ্রাহক থাকবে। উপরোক্ত কর্মকর্তাদের পূর্ব স্থানচ্যুত বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের মধ্য হতে চেয়ারম্যান জেড.এস.সি এর অনুমোদনের মাধ্যমে নির্বাচিত করা হবে।

৫) পূর্ব স্থানচ্যুত বাংলাদেশ সরকারের কর্মচারীদের মধ্য হতে একজন ক্লার্ক ও একজন পিয়ন ভোলাহাটে রাজস্ব কর্মকর্তার জন্য কর্মকর্তা নিজে বাছাই করে নিবেন এবং চেয়ারম্যান জেড.এস.সি তা অনুমোদন করে দিবেন।

৬) ম্যাজিস্ট্রেট এর জন্য একজন পিয়ন ম্যাজিস্ট্রেট নিজেই বাছাই করে নিবেন এবং চেয়ারম্যান জেড.এস.সি তা অনুমোদন করে দিবেন।

৭) জনাব এম এ ওয়াদুদ, হেড ক্লার্ক, পি.এস রেলওয়ে, পাবনা। বর্তমানে ত্রাণ কর্মকর্তা। তিনি এখন থেকে নিমতলা রিলিফ ক্যাম্পের ম্যাজিস্ট্রেট এর অধীনে পেশাদার হিসাবে কাজ করবে।

৮) দুইজন মেডিকেল অফিসার উক্ত এলাকার জন্য প্রয়োজন। যদি সম্ভব হয় তবে জেড.এইচ.ও মন্ত্রণালয় এর সুপারিশ ক্রমে পুর্ব স্থানচ্যুত বাংলাদেশ সরকার এর কর্মকর্তাদের মধ্যহতে নিয়োগ দেয়া হবে

৯) দুইজন কম্পাউন্ডার ও দুইজন ড্রেসার কাম পিয়ন এবং একজন সুইপার ও জেড.এইচ.ও এর মাধ্যমে নির্বাচিত হবে।

বিচার

ভোলাহাট এর সকল প্রতিষ্ঠান অবিলম্বে চালু হবে।এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহন করবে জে.এইচ.ও।

পুলিশ
যেসব পুলিশ সদস্যকে নিযুক্ত করা হয়েছে তাদের অবশ্যই অতিসত্বর নিজস্ব পদে যোগদান করতে হবে।
যেসব পুলিশ শিবগঞ্জ পি.এস (মুক্ত এলাকায়) কাজ করছিলো তারা এই মূহুর্তে ভোলাহাট পি.এস এ কাজ করবে।

শিবগঞ্জ এর জন্য কর্মকর্তা নিম্নরুপঃ-
(১) ও.সি-১ জন
ভোলাহাট পুলিশ এর জন্য বিবরণী নিম্নরূপঃ
১। ইন্সপেকটর -১ জন
২। দারোগা -১ জন
৩। সাব-ইন্সপেক্টর-২ জন
৪। এ এস আই-২ জন
৫। কন্সটেবল- ১৫ জন

প্রচার এবং কল্যাণ
চেয়ারম্যান জেড.এ.সি. অনুমোদন এর মাধ্যমে জনাব আসাদুজ্জামান, উপ-বিভাগীয় অ্যাডজুট্যান্ট, এখন সুজানগর ত্রাণ সংযুক্ত ক্যাম্প এলাকায় সমাজকল্যাণ ও প্রচার কর্মকর্তা হিসেবে কাজ করবে। সাথে থাকবে একজন সহকারী এবং তিনজন পিওন।

চেয়ারম্যান
আঞ্চলিক প্রশাসনিক পরিষদ
পশ্চিম অঞ্চল-২
স্বাক্ষরঃ
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
পশ্চিমাঞ্চল – ২

অনুলিপি নং- পশ্চিমাঞ্চল -২ ১৯২(১৫)
তারিখঃ ২৩.১১.৭১

যাদেরকে অনুলিপি দেয়া হয়েছে-

(১) জন প্রশাসন সচিব
(২) অর্থসচিব,
(৩) স্বরাষ্ট্র সচিব
(৪) বাংলাদেশ মিশন প্রধান – কলকাতা
(৫) পুলিশের মহাপরিদর্শক
(৬) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা সচিব
(৭) জনাব এ এইচ খান, কর্মকর্তা, মুক্ত এলাকা।
(৮) জনাব.মতিন সরকার, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি সংগ্রাহক,দিনাজপু্র‌,বর্তমানে হরিসচন্দ্রপুর রিলিফ ক্যাম্পের সাথে সংযুক্ত . মুক্তি শিবির
(৯) এস কে.জামির উদ্দিন আহমেদ , সি.ও সিলেট রাজস্ব, বর্তমানে গাজল রিলিফ ক্যাম্পের সাথে সংযুক্ত
(১০) জোনাল স্বাস্থ্য কর্মকর্তা , পশ্চিম জোন – ২
(১১) জোনাল পুলিশ অফিসার, পশ্চিম জোন – ২
(১২) জোনাল শিক্ষা অফিসার, পশ্চিম জোন – ২
(১৩) জনাব. আসাদুজ্জামান, সাব- বিভাগীয় সহকারী, বর্তমানে সুজননগর রিলিফ ক্যাম্পের সাথে সংযুক্ত
(১৪) বি. ডি. এফ অধিনায়ক (সেক্টর কমান্ডার) , সেক্টর নং ৭ ।

এস ডি/
জোনাল প্রশাসনিক কর্মকর্তা,
পশ্চিম জোন- ২
২৪.১১.৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, দক্ষিণ পশ্চিমাঞ্চল
স্মারকলিপি নম্বরঃ VII-৭/৭১-২৫৫ তারিখ – ৫.৯.৭১

প্রেরক
জনাব এম শামসুল হক
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
দক্ষিণ পশ্চিমাঞ্চল

বরাবর
জনাব এইচ টি ইমাম
মন্ত্রিপরিষদ সচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সূত্র স্মারকলিপি নম্বর ঃ GA/১১৪(৯) তারিখঃ ২৩.৮.৭১

দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঞ্চলিক প্রশাসনিক পরিষদের সংবিধান এর জন্য ৫ই সেপ্টেম্বর,১৯৭১ আরিখের MNAs এবং MPAs এর সভার কার্যবিবরণী এক কপি মন্ত্রীসভার তথ্য অনুগ্রহে পাঠানো হয়।

জনাব শামসুল হক
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
দক্ষিণ পশ্চিমাঞ্চল

আঞ্চলিক প্রশাসনিক পরিষদের সংবিধানের জন্য MNAs এবং MPAs এর সভার কার্যবিবরণী ৫ই সেপ্টেম্বর, ১৯৭১ বেলা ১১ টায় কৃষ্ণনগরের নদিয়া জেলা পরিষদের হলে অনুষ্ঠিত হয়।

উপস্থিত সদস্যগণঃ
১.জনাব আজিজুর রহমান আক্কাস, MNA,কুষ্টিয়া
২. জনাব শাহিউদ্দীন,MNA,কুষ্টিয়া
৩. জনাব নুরুল হক,MPA,কুষ্টিয়া
৪.জনাব আহসানুল্লাহ, MPA,কুষ্টিয়া
৫.জনাব ইউনূস আলী,MPA, কুষ্টিয়া
৬.জনাব গোলাম কিবরিয়া, MPA, কুষ্টিয়া
৭.জনাব আব্দুর রউফ চৌধুরী, MPA, কুষ্টিয়া
৮.জনাব আব্দুর রব (বগা মিয়া), MPA,পাবনা
৯.ডাঃ কে.বি.এম. আবু হেনা, MPA,পাবনা
১০.জনাব গোলাম হাসনায়েন, MPA,পাবনা
১১.জনাব তাফিজুদ্দিন আহমেদ, MPA,পাবনা
১২.জনাব আব্দুর রহমান, MPA,পাবনা
১৩.জনাব রওশন আলি,MNA,যশোর
১৪.জনাব খন্দকার এ.হাফিজ,MNA,যশোর
১৫.জনাব সোহরাব হোসেন,MNA,যশোর
১৬.জনাব ইকবাল আনোয়ারুল ইসলাম,MNA,যশোর
১৭.জনাব নুরুল ইসলাম, MNA,যশোর
১৮.জনাব সৈয়দ আতার আলি , MPA,যশোর
১৯.ল্যাফটেনেন্ট মতিউর রহমান,MPA,যশোর
২০.জনাব শাহ হাদিউজ্জামান MPA,যশোর
২১. জনাব মোঃ আবুল ইসলাম, MPA, যশোর
২২.জনাব তাবিবুর রহমান সরদার,MPA,যশোর
২৩.জনাব গোলাম মজিদ,MPA,যশোর
২৪.জনাব জে.কে.এম.এ. আজিজ,MPA,যশোর
২৫.জনাব আসাদুজ্জামান, MPA,যশোর
২৬.জনাব কে.আই.এম. সালেহউদ্দীন,MNA,ফরিদপুর
২৭. জনাব গৌড় চন্দ্র বালা, MPA,ফরিদপুর
২৮.জনাব ফনি ভূষণ মজুমদার, MPA,ফরিদপুর
২৯.জনাব কাজী হেদায়েত হোসেন,MPA,ফরিদপুর
৩০.জনাব এ.ই. আমিনুদ্দীন আহমেদ,MPA,ফরিদপুর
৩১. জনাব সতীশ চন্দ্র হায়দার,MPA,ফরিদপুর
৩২.ডাঃ আফতাবুদ্দীন মোল্লা,MPA,ফরিদপুর
৩৩.জনাব ইমামুদ্দীন আহমেদ,MPA,ফরিদপুর
৩৪.জনাব জামাল উদ্দীন চৌধুরী,MPA,ঢাকা
৩৫.জনাব মোঃ সিদ্দিকুর রহমান,MPA,ঢাকা
৩৬.জনাব মো: আলাউদ্দিন, MPA,ঢাকা।
১.জনাব সোহরাব হোসেন,MNA সভায় সভাপতিত্ব করার জন্য নির্বাচন করা হয়েছিল।
২.বিভিন্ন সদস্যদের দ্বারা একটি বিস্তারিত আলোচনার পর তা নিম্নরূপে স্থির করা হয়েছে-

পূর্ণসমর্থন এবং মন্ত্রীসভা ও আঞ্চলিক কাউন্সিল গঠনের জন্য তার সিদ্ধান্তের কারণের জন্য আস্থা যখন এই গৃহ খুলনা , পাবনা,ফরিদপুর ও যশোর জেলায় অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলের গঠিত এলাকা বিভিন্ন মতামতের কারণে বাতিল হবে এবং দি ধরনের মন্ত্রীসভা বিভিন্ন অঞ্চলের মধ্যে তার দ্বিখন্ডনের জন্য এবং যে উদ্দেশ্যে পৃথক জেলার MNAs, MPAs মন্ত্রীসভার মতামত নির্ণীত হত তার জন্য পূণর্বিবেচনা অনুরোধ করা এবং বাড়ির সুপারিশ পূণর্বিবেচনায় অপেক্ষমান এবং ঐ কাউন্সিলের বৈঠক মূলতবী করা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়
দক্ষিণ পশ্চিমাঞ্চল-১
স্মারকলিপি নম্বরঃVII-৭১/২৯০
তারিখ – ২৬.৯.৭১
প্রেরক
জনাব এম শামসুক হক
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
দক্ষিণ পশ্চিমাঞ্চল-১
বরাবর
জনাব এইচ টি ইমাম
মন্ত্রিপরিষদ সচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সূত্র স্মারকলিপি নম্বর ঃ GA/১৩৭৮(১০০)
তারিখ ঃ ১৮.৯.৭১
দক্ষিণ পশ্চিমাঞ্চল-১ এর আঞ্চলিক প্রশাসনিক পরিষদের সংবিধান এর জন্য MNAs এবং MPAs এর সাক্ষাতের বিচারকার্যের এক কপি ২৬ সেপ্টেম্বর,১৯৭১ এতদ্বারা মন্ত্রিসভা তথ্য অনুগ্রহ পাঠানো হয়।
জনাব শামসুল হক
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা
দক্ষিণ পশ্চিমাঞ্চল-১
আঞ্চলিক প্রশাসনিক পরিষদের অবদানের জন্য MNAs এবং MPAs এর সভার কার্যবিবরণী ২৬ সেপ্টেম্বর,১৯৭১ বেলা ১১ টায় আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যগণঃ
১.জনাব আজিজুর রহমান আক্কাস, MNA,কুষ্টিয়া
২. জনাব বেরিস্টার আমিরুল ইসলাম, MNA,কুষ্টিয়া
৩. জনাব সাহিউদ্দীন,MNA,কুষ্টিয়া
৪.জনাব নুরুল হক,MPA,কুষ্টিয়া
৫.জনাব আহসানুল্লাহ, MNA, কুষ্টিয়া
৬.জনাব জহুরুল হক রেজা, MNA, কুষ্টিয়া
৭.জনাব ইউনূস আলী, MNA, কুষ্টিয়া
৮.জনাব গোলাম কিবরিয়া, MNA, কুষ্টিয়া
৯.জনাব আব্দুর রৌফ চৌধুরী, MPA
১০. “আব্দুর রব(বগা মিয়া), এমপিএ,পাবনা
১১. গোলাম হাসনায়েন,এমপিএ,পাবনা
১২. তাফিজুদ্দিন আহমেদ, এমপিএ, পাবনা
১. জনাব গোলাম কিবরিয়া, এমপিএ, সভায় সভাপতিত্ব করার জন্য নির্বাচন করা হয়। ২. সভা বিকাল ৩ টা পর্যন্ত মূলতবী করা হয়।
৩. সভা বিকাল ৩ টায় পুনরায় শুরু হয়।
৪. যেহেতু পাবনা জেলার সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ বিজ্ঞপ্তি না পাবার কারণে সভায় উপস্থিত হতে পারে নি,তাই সর্বসম্মতিক্রমে স্থির করা হয়েছে যে, একটি সুযোগ দেয়া হোক যাতে আঞ্চলিক সংবিধানে চেয়ারম্যান নির্বাচন এবং উপ-কমিটি নির্বাচন সকল সদস্যের সম্মতিক্রমে হয়।বৈঠকটি তাই আবার মূলতবি করা হয় ৩ অক্টোবর, ১৯৭১(রবিবার) সকাল ১১:৩০ ঘটিকায় আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তার অফিসে,দক্ষিণ পশ্চিমাঞ্চল ১,কৃষ্ণনগর।
৫. অনুপস্থিত সদস্যদের টেলিগ্রাম দ্বারা অবহিত করা হয়।

গোলাম কিবরিয়া, এমপিএ
রাষ্ট্রপতি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!