শিরোনাম |
সূত্র | তারিখ |
উত্তর পূর্ব জোন এমএনএ ও এমপিএ -দের তালিকা: তাদের এলাকা ও ভারতস্থ ডাক ঠিকানা। | বাংলাদেশ সরকার, উত্তর জোন | …………, ১৯৭১ |
এমএনএ/এমপিএ দের এলাকা এবং ভারতস্থ ডাক ঠিকানার তালিকা
ক্রমিক নং/এমএনএ ও এমপিএদের নাম | এলাকা পিএস | ভারতস্থ ডাক ঠিকানা |
১.জনাব আবদুর হোসেন,এমপিএ | ১) ফুলবাড়ি পিএস,
২) লালমনিরহাট পিএস, ৩)পারি;কালিগঞ্জ পিএস (দূর্গাপুর ইউসি) |
প্রযত্নে-জনাব আজিজুর রাহমান প্রধান,গ্রাম:ওকরাবাড়ি,ডাক বক্স:বালাকান্দি,জেলা:কুচবিহার। |
২.জনাব মোজাহার হোসেন চৌধুরী,এমএনএ | ১) ভুরুঙ্গামারী পিএস,
২) নাগেশ্বরী পিএস, ৩) ফুলবাড়ি পিএস |
প্রযত্নে-জনাব জাফর আলামুল হক,ডাকবক্স-শাহাবগঞ্জ,জেলা-কুচবিহার। |
৩. জনাব লুৎফর রহমান,এমএনএ
|
১) গাইবান্ধা পিএস,
২) সাঘাটা পিএস, ৩) ফুলছড়ি পিএস |
বাংলাদেশ অফিস, ধুবড়ি,আসাম। |
৪.জনাব শাহ আবদুল হামিদ,এমএনএ | ১) গোবিন্দগঞ্জ পিএস,
২) পলাশবাড়ি পিএস |
বাংলাদেশ কার্যালয়। |
৫.জনাব শাহ আবদুর রাজ্জাক,এমপিএ | ১) কাউনিয়া পিএস,
২) পীরগাছা পিএস |
ডাক বক্স-গোলাকগঞ্জ,গোয়ালপাড়া,জেলা-কুচবিহার। |
৬.জনাব শামসুল চৌধুরী,এমপিএ | ১) ভুরুঙ্গামারী পিএস,
২) নাগেশ্বরী পিএস (অংশবিশেষ) |
প্রযত্নে-ডা:কালিপদ দাস,ডাকবক্স-সিতাই,জেলা-কুচবিহার |
৭.জনাব মো: আবদুল আউয়াল,এমএনএ | ১) কাউনিয়া পিএস,
২) গঙ্গাছড়া পিএস, ৩) পীরগাছা পিএস |
গ্রাম ও ডাক:সাহেবগঞ্জ,জেলা:কুচবিহার। |
৮.জনাব আবদুল হাকিম,এমপিএ | ১) সমগ্র কুড়িগ্রাম পিএস,
২) নাগেশ্বরী পিএস ও ফুলবাড়ি পিএস (আংশিক) |
গ্রাম: ফতেহ মাহমুদ,ডাক বক্স:ঐ,ভায়া-হলদিবাড়ি,জেলা-কুচবিহার। |
৯.জনাব আফসার আলি আহমেদ,এমএনএ | নীলফামারী, সৈয়দপুর, এবং
কিশোরীগঞ্জ |
ভায়া হলদিবাড়ি,জেলা-কুচবিহার। |
১০.জনাব আযহারুল ইসলাম,এমপিএ | জলঢাকা কাম কিশোরীগঞ্জ পিএস, P.E-3
রংপুর-III |
ক্যাম্প ইনচার্জ,ডাক বক্স:হলদিবাড়ি,জেলা:কুচবিহার |
১১.জনাব ওয়ালিউর রহমান, এমপিএ | ১) গাইবান্ধা পিএস | বাংলাদেশ কার্যালয়,কুচবিহার। |
১২.জনাব মফিজুর রহমান,এমপিএ | ১)সাঘাটা পিএস,
২) পলাশবাড়ি পিএস, ৩) ফুলছড়ি পিএস |
মাইঙ্কারছড়া,গোয়ালপাড়া |
১৩. জনাব সিদ্দিকুর হোসাইন MPA | ১.কোতোয়াল P. S
রংপুর ২. গঙ্গাছাড়া P. S |
পোস্ট অফিস – মাকলিগঞ্জ
জেলা – চকবিহার |
১৪. জনাব মতিউর রহমান MNA | ১. পীরগঞ্জP. S
২. মিঠাপুকুরP. S |
চকবিহার
বর্তমানে লোয়ার সার্কুলার রোড কোলকাতা |
১৫. জনাব রিয়াজউদ্দিন আহমেদ MNA | ১. কুড়িগ্রামP. S
২. লালমনিরহাট |
প্রযত্নে
জসিম উদ্দিন আহমেদ ডি. কে. রোড পোস্ট অফিস – ডুবরী গোয়ালপাড়া |
১৬. জনাব সাদাকত হোসাইন MNA | ১. রৌমারি
২. চিলমারি ৩. উলিপুর |
মানকারচর, গোয়ালপাড়া
আসাম |
১৭. জনাব আব্দুর রউফ MNA | ১.ডিমলাP.S
২. ডুমারP. S ৩.জলঢাকাP.S |
নেতাজি পাড়া
পোস্ট অফিস – ও জেলা- জলপাইগুড়ি |
১৮. জনাব আব্দুর রহমান চৌধুরী MPA | ১. ডিমলাP. S
২. ডুমারP. S |
পোস্ট অফিস দেওয়ানগঞ্জ
জেলা চকবকার |
১৯. জনাব মো:আমিনMPA | ১. জলঢাকা P. S | প্রধাননগর
পোস্ট অফিস-শিলিগুড়ী জেলা – দার্জিলিং |
২০.জনাব করিম উদ্দিন মিয়া MNA | ১. কালিগঞ্জ | পোস্ট অফিস – সিতাই
চকবকর |
২১. জনাব আবেদ আলী MPA | ১. হাতিবান্দা
২. পাটগ্রাম |
পোস্ট অফিস – চেংরাবান্দা
জেলা – চকবিহার |