You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস্ সংশ্লিষ্ট দলিলাদি প্রেরণ সম্পর্কে নর্থ জোন প্রশাসক কর্তৃক কেবিনেট সচিবের কাছে লিখিত চিঠি | বাংলাদেশ সরকার উত্তর জোন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস্ সংশ্লিষ্ট দলিলাদি প্রেরণ সম্পর্কে নর্থ জোন প্রশাসক কর্তৃক কেবিনেট সচিবের কাছে লিখিত চিঠি। বাংলাদেশ সরকার উত্তর জোন ২৫ নভেম্বর,১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক প্রশাসক,
নর্থ জোন,কুচবিহার

মেমো নং:১২৪৮ তারিখ:২৫/১১/১৯৭১
প্রেরকঃ এফ আহমেদ,
আঞ্চলিক প্রশাসক,
নর্থ জোন,কুচবিহার।

প্রাপকঃ জনাব এইচ টি ইমাম,
মন্ত্রিপরিষদ সচিব,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
৮,থিয়েটার রোড,কোলকাতা-১৭।

বিষয়: ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস্ সংশ্লিষ্ট দলিলাদি (রেকর্ডকৃত সাক্ষ্য ও অন্যান্য বিষয়াদি) প্রেরণ প্রসঙ্গে।

রেফারেন্স–অফিস মেমো নং-৭৭৮ তাং -১৩/১০/৭১;৭৭৯ তাং-১৩/১০/৭১;৮২১ তাং-১৯/১০/৭১;৮৬১ তাং-২২/১০/৭১;৮৯৬ তাং-২৫/১০/৭১;১০১৬ তাং- ৩/১১/৭১।

জনাব অখিলেশ্বর বর্মন,এ্যাডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত প্রতিটি পাঁচ কপি করে তিন সেট দলিল (সাক্ষ্য ও অন্যান্য) ৬৮তম থেকে ৭০তম কিস্তিতে পূর্বের দলিলাদির ধারাবাহিকতায় আপনার নিকট পাঠানো হলো।

সংযুক্তি: প্রতিটি পাঁচ কপি করে তিন সেট দলিল।
Sd/-
আঞ্চলিক প্রশাসক,
নর্থ জোন, কুচবিহার।
……………………………….