শিরোনাম | সূত্র | তারিখ |
পূর্ব জোন কাউন্সিল অধিবেশনে গৃহীত প্রস্তাবাবলীর অংশ | বাংলাদেশ সরকার পূর্ব জোন ও প্রতিরক্ষমন্ত্রনালয় | ৫ সেপ্টেম্বর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সাধারণ প্রশাসন দপ্তর
স্বারক লিপি নং সা.প্র/১৭৬১ তারিখ ২৭/১০/১৯৭১
বরাবর
সম্পাদক,
প্রতিরক্ষা দপ্তর।
অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ০৫/০৯/১৯৭১ ইং তারিখে অনুষ্ঠিত পূর্ব জোনের, জোনাল কাউন্সিল সভায় গৃহীত প্রস্তাব ১ এর কপি নিম্ন স্বাক্ষরকারীকে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
(ওয়ালিওল ইসলাম)
উপসচিব ( সি.এস )
সা.প্র দপ্তর
উপরোক্ত আলোচনা
প্রস্তাব নং ১
১। ০৫/০৯/১৯৭১ ইং তারিখে সদস্যদের সর্বসম্মতিক্রমে মুক্তিবাহিনীর সাথে সংযোগ রক্ষার জন্য সরকারের আরও এক বা একাধিক অফিসার নিয়োগ দেওয়া উচিত।
……………………………
প্রস্তাব নং ৫,১২ ও ১৪
৫। বাংলাদেশ সরকার কাউন্সিল সদস্য ও জোনের অফিসারদের বিভিন্ন শরণার্থী, যুব ও ট্রান্জিট ক্যাম্পে নিয়মিত পরিদর্শনের জন্য বাহনের ব্যবস্থা গ্রহন করবে। পাহাড়ি অঞ্চলে যাতায়াত ও যোগাযোগ নিশ্চিত করার জন্য কয়েক ধরনের যানবাহন অত্যন্ত প্রয়োজন। কিন্তু দূর্ভাগ্যবসত তুরা সহ দূরবর্তী অঞ্চলে অবস্থিত বিভিন্ন যুব, মুক্তিযোদ্ধা ও প্রশিক্ষন শিবিরের সাথে সংযোগ করা সড়কগুলোতে এবং শহরেও কোন যানবাহন পাওয়া যায় না, এমন কি ভাড়াতেও না। কিছু কিছু ক্ষেত্রে আহত মুক্তিযোদ্ধা, যাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রয়োজন তাদেরকে দ্রুত নিকটবর্তী ডাক্তারের কাছে নেওয়া যায় না অথবা দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া যায় না।