You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | প্রত্যাগত শরণার্থীদের জন্য অভ্যর্থনা শিবির খোলা সংক্রান্ত কয়েকটি চিঠি | বাংলাদেশ সরকার, দক্ষিণ-পূর্ব জোন-১ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
প্রত্যাগত শরণার্থীদের জন্য অভ্যর্থনা শিবির খোলা সংক্রান্ত কয়েকটি চিঠি বাংলাদেশ সরকার, দক্ষিণ-পূর্ব জোন-১ ১৭ ডিসেম্বর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপ-বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, ফেনী

মেমো নং ২৩/সি, তারিখ ফেনী, ১৭ ডিসেম্বর, ১৯৭১
বরাবর
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা,
১নং এস.ই. অঞ্চল,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
শান্তির বাজার।

বিষয়ঃ অভ্যর্থনা শিবির উদ্বোধন।
যে সমস্ত বাস্তহারা লোকজন এখন ভারত থেকে ফিরে যাচ্ছে, তাদের গ্রহণ করা ও দেখভালের জন্য প্রত্যেক থানা সদরে একটি করে মোট চারটি অভ্যর্থনা শিবির খোলা হয়েছে। এই ব্যাপারে সকল ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে কাজ বাধাগ্রস্থ হচ্ছে।
ফেনীর রাজনৈতিক নেতা জনাব খাজা আহমেদ, এমএনএ এর কাছ থেকে আমি ৫০০০.০০ রুপি অগ্রিম গ্রহণ করেছি। এই সল্প পরিমান অর্থ দিয়ে যতটা সম্ভব আমি কাজ শুরু করে দিয়েছি।
শরণার্থীদের পরিবহণ এখন খুব তীব্র সমস্যা, কারণ সব যানবাহন এখন সামরিক ব্যক্তিদের কাজে ব্যাবহার হচ্ছে। যাইহোক, রাজনৈতিক নেতা জনাব খাজা আহমেদের সাহায্যে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
খুব দ্রুতই পর্যাপ্ত পরিমাণ অর্থের বন্দোবস্ত করা জরুরি।
উদ্বাস্তুদের পুনর্বাসনের বিষয়টাও এখন অনেক বড় প্রশ্ন। তাদের উপশম ও পুনর্বাসনের ব্যাপারে একটি পরিকল্পনা আমি শান্তির বাজারে আপনার কাছে জমা দিয়েছি। অনুগ্রহ করে এই পরিকল্পনা বাস্তবায়নের, বা আপনার কাছে যেটি উপজুক্ত মনে হবে সেই মতে কাজ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রয়োজনীয় কাগজপত্র এই চিঠির (মোহাম্মদ ইশতিয়াক)
সাথে সংযুক্ত করা হয়েছে। উপ-বিভাগীয় কর্মকর্তা, ফেনী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
উপ-বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, ফেনী

রসিদ নং ……… তারিখঃ ১৫/১২/৭১

প্রতি,
C.O(Rev), ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফেনী ফেনী শরণার্থী শিবির
C.O(Dev), ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরশুরাম পরশুরাম
C.O(Dev), ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফেনী মুতিগঞ্জ(সোনাগাজী)
C.O(Dev), ভারপ্রাপ্ত কর্মকর্তা, ছাগলনাইয়া ছাগলনাইয়া

আপনাদেরকে ………… শরণার্থী শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রেরণ করা হল। শিবিরের কাজের জন্য আপনার প্রয়োজন মত ………… এ নিয়োজিত যে কারও সেবা গ্রহণ করার অনুমোদন দেয়া হল।
ফেরত আসা লোকজনকে গ্রহণ করার জন্য শিবির প্রস্তুত করতে আপনাকে এখনি সেখানে চলে যেতে বলা হল।
Sd/মোহাম্মদ ইশতিয়াক
উপ-বিভাগীয় কর্মকর্তা, ফেনী
১৫/১২/৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপ-বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, ফেনী

স্মারক নং ২০(৪)/সি, তারিখঃ১৫/১২/৭১
প্রতি,
ভারপ্রাপ্ত কর্মকর্তা,
অভ্যর্থনা শিবির, মুতিগঞ্জ/ফেনী/ছাগলনাইয়া/পরশুরাম
যারা ফেরত আসছে, ভারত সরকার যদি তাদেরকে কোনও টোকেন দিয়ে থাকে তবে সেই অনুসারে আপনার শিবিরের মাধ্যমে আগতদের নিবন্ধন করার জন্য অনুরোধ করা হল। নিবন্ধনে ফেরত আসা মানুষের নাম, ঠিকানা, পরিবারের সদস্য এবং অন্যান্য তথ্যাদি সংযুক্ত করতে হবে।
Sd/-
উপ-বিভাগীয় কর্মকর্তা, ফেনী
১৫/১২/৭১

রসিদ নং ২০(৪)/১(২)/সি, তারিখঃ ১৫.১.৭১
অনুলিপি প্রেরণ করা হলঃ
১। জনাব খাজা আহমেদ, এমএনএ ও সভাপতি, ফেনী উপ-কমিটি, অঞ্চল-১, ফেনী।
২। সহকারী কমিশনার, তথ্যের জন্য নোয়াখালী, উপ-বিভাগীয় কার্যালয়, ফেনী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
উপ-বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, ফেনী

রসিদ নং ২১(৪)/সি তারিখ ১৬.১২.৭১
প্রতি,
ভারপ্রাপ্ত কর্মকর্তাঃ ১। ছাগলনাইয়া অভ্যর্থনা শিবির
২। মুতিগঞ্জ(সোনাগাজী) অভ্যর্থনা শিবির
৩। পরশুরাম অভ্যর্থনা শিবির
৪। ফেনী অভ্যর্থনা শিবির
এই সঙ্গে মনে রাখবেন, ভারত থেকে যারা নিজেদের বাড়িতে ফিরে আসছে তাদেরকে একটা প্রত্যয়নপত্র দিতে হবে। এই প্রত্যয়ন পত্র ফেরত আসা মানুষদের সাথে রাখার জন্য বলা হচ্ছে কারণ ত্রাণ কার্যক্রমের সময় সেটা প্রয়োজন হবে।
এই অফিস আদেশে(রসিদ নং ২১(৪)/সি তারিখ ১৬.১২.৭১) যেমন বলা হয়েছে, তেমনি আপনার শিবিরের মাধ্যমে যারা বাড়ি ফিরছে তাদের লিখিত বিবরণ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই সম্পর্কে আমি আপনাকে বলতে চাই, বিভিন্ন চেক পোস্ট দিয়ে যে সমস্ত মানুষ ভারত থেকে বাংলাদেশে আসবে তাদের গ্রহণ করার জন্য ভারতীয় সীমান্তে কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী প্রেরণ করুন। কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদেরকে প্রত্যাবর্তনকারীদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং সবিনয়ে ক্যাম্পে তাদেরকে পথ প্রদর্শন করার নির্দেশ দিন।

Sd/- মোহাম্মদ ইশতিয়াক
উপ-বিভাগীয় কর্মকর্তা, ফেনী

স্মারক নং ২১(৪)/১(৩)/সি তারিখ ১৬.১২.৭১
অনুলিপি প্রেরণ করা হলঃ
১। জনাব খাজা আহমেদ, এমএনএ, রাজনৈতিক প্রধান, ফেনী
২। প্রশাসনিক কর্মকর্তা, এস ই ১নং অঞ্চল
৩। সহকারী কমিশনার, নোয়াখালী
তথ্যের জন্য
(মোহাম্মদ ইশতিয়াক)
উপ-বিভাগীয় কর্মকর্তা, ফেনী।

বরাবর,
ক্যাম্প সুপারভাইজার,
——————-ক্যাম্প,
স্যার,
বাংলাদেশী উদ্বাস্তুদের আশ্রয় প্রদানের জন্য আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। এখন যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্থায়ীভাবে বাংলাদেশে ফিরতে চাই।

আপনার বিশ্বস্ত
পরিবর প্রধানের স্বাক্ষর
পুলিশ পরিচয় পত্র নং…………
১। ক্যাম্পের নাম ……………………………….
২। পরিবার প্রধানের নাম এবং বয়স…………….
৩। পরিবারের সদস্যদের নাম এবং বয়স……….
৪। পুলিশ পরিচয় পত্র নং……………………….
৫। ব্লক এবং তাঁবু নং…………………………..
৬। ক্যাম্পে প্রবেশের তারিখ……………………
৭। বাংলাদেশে ফেরার তারিখ………………….

………………………………
ক্যাম্প সুপারভাইজারের স্বাক্ষর