You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জানিয়ে জোনের রাজনৈতিক বিষয় প্রধানের চিঠি বাংলাদেশ সরকার, দক্ষিণ-পূর্ব জোন-১ ১২ ডিসেম্বর, ১৯৭১

 

প্রেরকঃ খাজা আহমেদ,
রাজনৈতিক নেতা, ফেনী
প্রাপকঃ উপ-বিভাগীয় কর্মকর্তা, ফেনী

মেমো নংঃ ক-১/ সিপিআরবি ১৯, তারিখ ১২ ডিসেম্বর ‘৭১

নিম্ন বর্নিত যে রাজনৈতিক সংস্থাগুলো গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্বারা নিষিদ্ধ ঘোষীত হয়েছে। সংস্থার প্রধানদের জরুরী ভিত্তিতে হেফাজতে নিতে হবে এবং অনতিবিলম্বে অফিস গুলো ভাল ভাবে খুজে দেখে সিল করে দিতে হবে।

নিম্নে বর্নিত লোকজন এই সংস্থার প্রধান ।
দয়া করে জরুরী ভিত্তিতে বিষয়টি দেখার আবেদন রইল ।
১. সামশুদ্দিন আহমেদ চৌধুরী
এস/ও সালামাত উল্লা চৌধুরী, বিরিঞ্চি প্রেসিডেন্ট,কনভেনশন মুসলিম লীগ পি.এস. ফেনী

২. কাজী আহমেদ সম্পাদক, কনভেনশন মুসলিম লীগ
এস/ও ফজলুর রহমান ভুঁইয়া
গ্রামঃ বারাহিপুর, পিএস. ফেনী

৩. নুর আহমেদ, চৌধুরী এস/ও. জি…. প্রেসিডেন্ট, কাউন্সিল মুসলিম লীগ
গোডাউন কোয়ার্টার, পিএস. ফেনী

৪. গোলাম মহিউদ্দিন খন্দকার সম্পাদক, কাউন্সিল মুসলিম লীগ
এস/ও. মোঃ ইব্রাহিম
গ্রামঃ নীঝপানুয়া, পি/এসঃ ছাগলনাইয়া

৫. মকবুল আহমেদ, বিএ নাজিম-ই-জামাত-ই-ইসলামী
এস/ও নাদেরউজ্জামান
গ্রামঃ পূর্ব চাঁদপুর, পিএসঃ ফেনী

৬. ফজলুর রহমান কন্ট্রাক্টর, আমির-ই-জামাত-ইসলামী
এস/ও ওমার, ডাক্তারপাড়া, পিএসঃ ফেনী

৭. আব্দুল জব্বার খদ্দার, আহ্বায়ক, পিডিএ
এস/ও আব্দুল হাকিম চৌকিদার, গ্রামঃ গৌনাক
পিএসঃ সোনাগাজী

৮. মৌলানা ইব্রাহিম, প্রেসিডেন্ট, নাজিম-ই-ইসলামী
এস/ও. হাজী রেজাউদ্দিন
গ্রামঃ বিহারীপুর পিএস. ফেনী
৯. নুর ইসলাম চৌধুরী সম্পাদক, নাজিম-ই-ইসলামী
এস/ও আব্দুর রহমান,গোডাউন কোয়ার্টার
পিএস. ফেনী

এসডি/- খাজা আহমেদ
১২.১২.৭১
রাজনৈতিক প্রধান,ফেনী
চেয়ারম্যান, ফাইনেন্স সাব কমিটি
জোন-১
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মেমো নং. ৬(২)/সি, তারিখ.১২.১২.৭১

অনুলিপি পাঠানো হয়েছেঃ- ১) মিস্টার এম. হুসেইন, ম্যাজিস্ট্রেট ১ম শ্রেনী কে অনুসন্ধান করতে বলা হয়েছে অফিস এবং সকল রেকর্ডস আর আর্টিকেল জব্দ করতে বলা হয়েছে যা ওখানে পাওয়া যাবে এবং তা পাঠাতে হবে অফিসে পুলিশ এর সাহায্য নিয়ে যারা নিয়োজিত আছে ও/সি দ্বারা, ফেনী পি.এস ।
২) ওসি ফেনী কে উপর এ উল্লেখিত সকল ব্যক্তিকে হেফাজতে নিতে বলা হল ।
(মোহাম্মদ ইশতিয়াক)
উপ-বিভাগীয় কর্মকর্তা, ফেনী।
১২/১২/৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!