You dont have javascript enabled! Please enable it! 1971.11.30 | প্রশিক্ষণপ্রাপ্ত সেবাকারীদেরকে (নার্সিং বয়) কর্মস্থলে নিয়োগের জন্য যুব শিবির পরিচালকের একটি চিঠি | দক্ষিন-পুর্ব জোন-২, যুব প্রশিক্ষন পরিচালনা বোর্ড - সংগ্রামের নোটবুক
            শিরোনাম                   সুত্র               তারিখ
প্রশিক্ষণপ্রাপ্ত সেবাকারীদেরকে (নার্সিং বয়) কর্মস্থলে নিয়োগের জন্য যুব শিবির পরিচালকের একটি চিঠি দক্ষিন-পুর্ব জোন-২, যুব প্রশিক্ষন পরিচালনা বোর্ড      ৩০ নভেম্বর, ১৯৭১

 

যুব পরিচালকের (প্রশিক্ষণ) অফিস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দক্ষিন পুর্ব জোন-২

মেমো নং YTC/360 তারিখ ৩০ নভেম্বর, ৭১

দায়িত্বপ্রাপ্ত অফিসার, মেলাঘর,

বিষয় –নার্সিং প্রশিক্ষিত ছেলেদের পরিচয়

জনাব,
যে ছেলেরা গোকুলনগর ক্যাম্পে নার্সিং সহকারী হিসেবে প্রশিক্ষন নিয়েছে তারা তাদের হাজিরার জন্য গোকুলনগর এবং চারিলাম ক্যাম্পে অপেক্ষা করছে।

সেক্টর ৩এর ছেলেদের ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। আপনাকে অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব আপনার সেক্টরের ছেলেদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হল।

ধন্যবাদান্তে।

আপনার একান্ত অনুগত
(আবু ইউসুফ)
পরিচালক,
প্রশিক্ষন।