You dont have javascript enabled! Please enable it! 1971.12.04 | যুব অভ্যর্থনা শিবিরের খাদ্য ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি | দক্ষিণ পূর্ব জোন ২ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
যুব অভ্যর্থনা শিবিরের খাদ্য ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি দক্ষিণ পূর্ব জোন ২ ৪ ডিসেম্বর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দক্ষিণ – পূর্ব জোন 2

মেমো নং – 7/ZAC/Y/C তাং ৪ ডিসেম্বর, ১৯৭১

প্রেরক- আহমেদ আলী
চেয়ারম্যান,
জোনাল উপদেষ্টা কমিটি
যুব অভ্যর্থনা শিবির

প্রাপকঃ ক্যাম্প প্রধান
হাতিমারা

জনাব,

এতদ্বারা আপনাকে জানানো যাচ্ছে ইউথ রিসিপশান ক্যাম্প, জোনাল উপদেষ্টা কমিটির মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, খাদ্যে ভর্তুকি বাবদ যে অর্থ ২৫ পয়সা থেকে ৪০ পয়সায় উন্নীত করা হয়েছে তা নিম্নলিখিত উপায়ে সমন্বয় করা হবে-

১- সকল বন্দী দের টিফিন বাবদ প্রতিদিন ৩০ পয়সা ব্যয় করা হবে।
২- প্রতি বন্দী কে প্রতিদিন নগদ ১০ পয়সা দেয়া হবে। এটি টাকা পাওয়ার পর সাপ্তাহিক বা পাক্ষিক ভাবে দেয়া হবে।

১ ডিসেম্বর , ১৯৭১ থেকে আপনাকে এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

আপনার অনুগত
আহমেদ আলী
চেয়ারম্যান,
জোনাল উপদেষ্টা কমিটী