You dont have javascript enabled! Please enable it! 1971.12.04 | জোনের প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুসারে শিবিরের দায়িত্ব গণপরিষদ সদস্য কর্তৃক সহকারী প্রধানের হাতে ন্যস্ত করার আদেশ | দক্ষিণ পূর্ব জোন ২ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
জোনের প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুসারে শিবিরের দায়িত্ব গণপরিষদ সদস্য কর্তৃক সহকারী প্রধানের হাতে ন্যস্ত করার আদেশ দক্ষিণ পূর্ব জোন ২ ৪ ডিসেম্বর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দক্ষিণ – পূর্ব জোন 2

১৪ নভেম্বর ১৯৭১ সালে অনুষ্ঠিত , জোনাল কমিটির মিটিং এ নেয়া সিদ্ধান্ত অনুযায়ি , যেসব MNA ও MPA ক্যাম্পের দায়িত্তে ছিল তাদের ডেপুটি চীফ এর কাছে সব কিছু বুঝিয়ে দেয়ার কথা ছিল। কোনো সরকারি প্রতিনিধির ই ক্যাম্পের দায়িত্ব বুঝে নিতে দেরি করা উচিত নয়।
তৎকালীন ডেপুটি চীফ কেই MPA ও MNA গুলোর কাছ থেকে সব কিছু বুঝে নিতে বলা হয়েছিল কেননা কমিটি কোনো রকম সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত ডেপুটি চীফ ই এখন ক্যাম্পের প্রধানের দায়িত্বে থাকবেন।

আহমেদ আলী
চেয়ারম্যান,
জোনাল উপদেষ্টা কমিটি
যুব শিবির
দক্ষিণ – পূর্ব জোন -2

মেমো নং – 6/ZAC/Y/C তাং- ৪ঠা ডিসেম্ম্বর, ১৯৭১

অনুলিপি জনাব আফজাল খানের প্রতি তথ্য ও যথাযথ ব্যবস্থা নেবার জন্য।

আহমেদ আলী
চেয়ারম্যান,
জোনাল উপদেষ্টা কমিটি
যুব শিবির
দক্ষিণ – পূর্ব জোন -2