You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
যুব শিবিরের খরচের হিসাব অডিট করার আদেশ দক্ষিণ-পূর্ব জোন ২ ৩০ নবেম্বর, ১৯৭১

 

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নিরীক্ষা ও পরিদর্শন উপ-কমিটি

দক্ষিণ পশ্চিম জোন-২

নং…… তাং ৩০/১১/৭১

প্রতি

ক্যাম্প প্রধান/উপ-ক্যাম্প প্রধান
চেয়ারম্যান, দক্ষিণ পূর্ব জোন- দ্বিতীয় অধীন উপ কমিটি
জোনাল কাউন্সিলের অধীনে অফিস; সাউথ ইস্ট জোন -২।

মাননীয় মহাশয়

সাউথ ইস্ট জোন-২ এর সকল অফিস এবং যুব রিসেপশন ক্যাম্প জোনাল অডিট টিম দ্বারা নিরীক্ষিত হবে। তাই আপনাকে অবহিত করা হচ্ছে যে, আপনার অফিস যেকোন উপযুক্ত দিনে নিরীক্ষিত হবে এবং এই পরিদর্শনের জন্য আপনাকে সব হিসাব বই হালনাগাদ করতে বলা হচ্ছে যাতে নিরীক্ষা কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়। অনুগ্রহ পূর্বক নিরীক্ষার উদ্দেশ্যে প্রাক বিজ্ঞপ্তি হিসাবে এই চিঠিটিকে বিবেচনা করবেন। আমি এক্ষেত্রে আপনার সহযোগিতা এবং সহায়তার আমন্ত্রণ জানাচ্ছি যা অত্যন্ত প্রশংসিত হবে।

ধন্যবাদান্তে,
আপনার একান্ত
(এস. জোহা, এম এন এ)
চেয়ারম্যান
নিরীক্ষা ও পরিদর্শন সাব-কমিটি
সাউথ ইস্ট জোন -২

চেয়ারম্যান, জোনাল কাউন্সিল, সাউথ ইস্ট জোন-২
চেয়ারম্যান, যুব রিসেপশন ক্যাম্প উপদেষ্টা কমিটি.