You dont have javascript enabled! Please enable it! 1971.06.06 | নিউইয়র্কে বাংলাদেশ লীগ অব আমেরিকার সাধারণ সভার বিজ্ঞপ্তি | বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রচারপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
নিউইয়র্কে বাংলাদেশ লীগ অব আমেরিকার সাধারণ সভার বিজ্ঞপ্তি বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রচারপত্র ৬ জুন, ১৯৭১

প্রিয় বন্ধু,
পূর্ব-পাকিস্তানের আমেরিকান লীগের সভাপতির নিকট থেকে আমাদের প্রাপ্ত চিঠিগুলো সংগ্রহে রাখুন। জুন ২৬, ১৯৭১ এ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক সাধারণ বৈঠকে যদি আপনি অংশগ্রহণ করতে চান, অনুগ্রহপূর্বক জনাব মাহবুব আলীর সাথে যোগাযোগ করুন (টেলি. ৭৬৫৪৪৬৯, সন্ধ্যা ৬টার পরে), যিনি সদয়ভাবে একটি গাড়ি বহরের বন্দোবস্ত করার দায়িত্ব নিয়েছেন।

জুন ৬, ১৯৭১

এনায়েতুর রহিম সভাপতি,
বাংলাদেশ লীগ অব আমেরিকা
ওয়াশিংটন ডি সি সভা