You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
ইস্ট পাকিস্তান লীগ অফ আমেরিকার বার্ষিক সাধারন সভার বিজ্ঞপ্তি সংস্থার দলিলপত্র ২৯ মে,১৯৭১

দ্য ইষ্ট পাকিস্তান লীগ অফ আমেরিকা,ইনকর্পোরেটেড।
২৬৬৭ ব্রডওয়ে,নিউ ইয়র্ক,এন. ওয়াই. ১০০২৫
২৯ মে,১৯৭১
প্রিয় বন্ধু,

আমার পূর্বের চিঠিতে উল্লেখিত বার্ষিক সাধারন সভা ২৬জুন,১৯৭১শনিবারে সকাল ১০টায় নিউইয়র্কের ৭৬তম স্ট্রিটের পশ্চিম সেন্ট্রাল পার্কের দ্য ইউনিভার্সালিস্ট চার্চ অফ নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

সভার জন্য আয়োজিত অনুষ্ঠানটি নিম্নরূপ হবে:-
১।ব্যক্তিগত পরিচয়।
২।সভাপতির স্বাগত ভাষণ।
৩।সেক্রেটারি কর্তৃক বার্ষিক প্রতিবেদন।
৪।কোষাধ্যক্ষ কর্তৃক বার্ষিক প্রতিবেদন।
৫।পূর্বের কর্মকাণ্ড এবং লীগ কর্তৃক বিগত কয়েক মাসের অনুসৃত মূলনীতির বিশদ বিবরণ।
৬।পর্বের প্রতিনিধি কর্তৃক প্রতিবেদন ও পরামর্শ।

-বিরতি-

৭।সভাপতিত্ব সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন।
৮।সভার আলোচ্য বিষয়সূচি:-
ক)একটি জাতীয় সমন্বয়সাধন পরিষদ বা প্রাদেশিক পরিষদ ইত্যাদি গঠন।
খ)নিউইয়র্ক এবং ওয়াশিংটনে বাংলাদেশ মিশন। জনাব এ.এইচ. মাহমুদ আলী কর্তৃক উক্ত বিষয়ের উপর বিশদ বিররণ প্রদান করা হবে।
৯।নির্বাচন:
i) মনোনীত পরিষদ কর্তৃক প্রতিবেদন।
ii) নির্বাচন পরিচালনা করার জন্য একটি নির্বাচন সংঘ নিয়োগ।
১০।বিবিধ।

কনভেনশনে প্রত্যেক পর্ব থেকে কমপক্ষে একজন প্রতিনিধির উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এটি নিয়মানুযায়ী এবং কার্যকর পদ্ধতিতে কাজ করার জন্য একটি জাতীয় সমন্বয়ক পরিষদ গঠনে সাহায্য করবে। পর্ব প্রতিনিধিদের তাদের সম্মানিত সদস্যদের সাথে যেকোন সমস্যা নিয়ে আলোচনা করা উচিত। সভায় উপস্থিত হওয়ার পূর্বে পর্বমণ্ডলী থেকে বা স্বতন্ত্র উৎস থকে আগত পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

আমি কনভেনশনে আপনার সাথে সাক্ষাৎকারে প্রবল আগ্রহী।

শুক্রবার রাতে পৌঁছানো অতিথিদের সহযোগীতার জন্য ৮৬৬-৭৪৭৪ ও ৮৬৫-৩৪৭৪ মিঃ কাজী এস আহমেদ এবং ২৯৪-৫৮৫১ এ মিঃ ফয়জুর রহমান এর সাথে যোগাযোগ করতে হবে।

জয় বাংলা
আপনার অনুগত
এসডি/-
ফয়জুর রহমান
সেক্রে.ই.পি.এল.এ.
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!