শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ ও স্বাধীনতা সংগ্রামকে সমর্থন দানের জন্য আবেদন | বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রচারপত্র |
মে, ১৯৭১ |
নীরবতা যখন লজ্জার হয়ে উঠে
একজনকে অবশ্যই মুখ খুলতে হয়!
বাংলাদেশে গণহত্যা
আপনার রাষ্ট্র থেকে প্রদানকৃত অস্ত্র দ্বারা পাকিস্তানি সামরিক বাহিনী অকারণে বর্বরোচিতভাবে প্রায় ২০০০০০ অসহায় মানুষকে হত্যা করেছিলো।
অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, ছাত্রদেরকে তাঁদের নিজ গৃহে হত্যা করা হয়েছিলো।
ইউ এস হতে সরবরাহকৃত ট্যাঙ্ক দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিলো।
নগর এবং শহরগুলোতে বোমা বিস্ফোরণ করা হয়েছিলো; গ্রামগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিলো।
– দয়া করে বাংলাদেশে সংঘটিত সামরিক নৃশংসতার নিন্দা জানান। – দয়া করে পাকিস্তানি একনায়কতান্রিক সরকারকে ইউ.এস. হতে সহযোগিতা প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আওয়াজ তুলুন।
-দয়াকরে আমাদের সাহায্য করুন। আপনার দান এখানে পাঠানঃ-
আমেরিকান লীগ অব বাংলাদেশ ৪১৬ সিঙ্কলেয়ার এভিনিউ গ্লেন্ডেল। সিএ. ৯১২০৬
-আপনার সাহায্য দুর্ভোগে ভুক্তভোগীদের কাছে পাঠানো হবে ।