You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সুত্র তারিখ
বাংলাদেশ সরকারের প্রকাশিতব্য ডাক টিকিটের হার জানিয়ে বিদেশে লিখিত একটি চিঠি বাংলাদেশ সরকার, ডাক বিভাগ ৭ জুলাই, ১৯৭১

 

Ri. Hon. J. STONHOUSE, M.P
হাউস অব কমন্স
লন্ডন S.W.I
যুক্তরাজ্য বাংলাদেশ পোস্টাল প্রশাসন
কাশীপুর, যশোর সেক্টর,
বাংলাদেশ।
৭ জুলাই, ১৯৭১

জনাব,
আমি এই প্রশাসন কর্তৃক ধার্যকৃত পোস্টাল রেট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য লিখছি। সেগুলো নিম্নরুপঃ
অভ্যন্তরীনঃ
চিঠিপত্র ১ম ১৫ গ্রামের জন্য ২০ পয়সা
প্রত্যেক অতিরিক্ত ১৫ গ্রামের জন্য ১০ পয়সা
পোস্টকার্ড ১০ পয়সা
অন্তর্দেশীয় লেটার কার্ড ১৫ পয়সা
পার্সেল অন্তর্দেশীয় ৪০০ গ্রাম ১ টাকা
অতিরিক্ত ৪০০ গ্রামথবা অংশ ৮০ পয়সা
বহির্দেশীয় (সাধারন) চিঠি ২য় শ্রেণির মেইল ৮০ পয়সা
২০ গ্রাম পর্যন্ত
প্রত্যেক অতিরিক্ত ২০গ্রাম পর্যন্ত ৫০ পয়সা
বহির্দেশীয় (আকাশপথ) ১০ গ্রাম পর্যন্ত চিঠি
বার্মা, ভারত, পাকিস্তান, মালয়শিয়া,
সিলন! ১ টাকা ৮০ পয়সা
প্রত্যেক অতিরিক্ত ১০ গ্রামের জন্য ৮০ পয়সা ৬০ পয়সা
ইউরোপ ১ টাকা ৮০ পয়সা
প্রত্যেক অতিরিক্ত ১০ গ্রাম ১ টাকা ১০ পয়সা
আমেরিকা, কানাডা ২ টাকা ২০ পয়স
প্রত্যেক অতিরিক্ত ১০ গ্রাম ১ টাকা ৮০ পয়সা

পার্সেল রেট ১ টাকা
অভ্যন্তরীন ৪০০ গ্রাম ১ টাকা

অতিরিক্ত ৪০০ গ্রাম বা অংশ
বহির্দেশীয় পার্সেল ১ কেজি ৩ কেজি
রেট ৫ টাকা ১০ পয়সা
ভারত, পাকিস্তান ১৫ টাকা
বার্মা ২০ টাকা থেকে ৩০ টাকা
ইউরোপ ২৭ টাকা থেকে ৩৮ টাকা
আমেরিকা

পার্সেল রেট (আকাশপথ) ২৫০ গ্রাম
ইউরোপ ১৫.২০ ৫.৫০
আমেরিকা ২৫০ গ্রাম ১৬.৫০ ১০.৫০

পরিচালক, বহিঃপ্রচার বিভাগ
বাংলাদেশ

বাংলাদেশ ডাক প্রশাসন
যশোর বিভাগ
ব্যক্তিগত

১১ই জুলাই, ১৯৭১
মাননীয় মহোদয়,
আমি ধারণা করছি,আপনি হয়তো বাংলাদেশের ডাকব্যবস্থার বিষয়ে জানতে আগ্রহী।আমাদের আয়ত্তাধীন ডাককার্যালয়ের মাধ্যমে আমরা বিমুক্ত এলাকায় সর্বজনীন ও সরকারী ডাকব্যবস্থা সরবরাহ করছি।অধিকন্তু,সেনাবাহিনীর জন্য বেশকিছু সংখ্যক মাঠপর্যায়ের ডাককার্যালয় ব্যবস্থার পত্তন করেছে মুক্তিবাহিনী,যা সৈন্যদের অন্যান্য বিমুক্ত এলাকায় বা ভারতে অবস্থিত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে।আমরা জানতে পেরেছি যে,আমাদের জনতার জন্য এই ডাকব্যবস্থা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করতে সক্ষম হয়েছে।
আপাতত,যতদিন পর্যন্ত আমাদের নিজস্ব ডাকটিকেট সহজলভ্য হচ্ছে,আমরা পাকিস্তানী ডাকটিকেটের উপর বাংলাদেশ অতিমুদ্রন করছি,যা এই খামের উপর ডাকটিকেটের অনুরূপ।ভারতীয় ডাককার্যালয়,যাঁদের সাথে আমাদের সবচেয়ে আন্তরিক ও কার্যকর সম্পর্ক রয়েছে,তাঁরা ভারত সীমান্তে আমাদের ডাক গ্রহণ করছে আন্তর্জাতিক ডাক হিসেবে।
এখন আমরা আমাদের নতুন ডাকটিকেটের জন্য বিশেষ সংস্করণ অনুমোদন করেছি।স্বাধীনতা সংস্করণ-এবং এটা বাংলাদেশে ২৯শে জুলাই প্রচলন করা হবে।
যদি আমি আর কোনও তথ্য সরবরাহ করতে পারি,দয়া করে যোগাযোগ করে বাধিত করবেন।
ধন্যবাদান্তে-
আপনার বিশ্বস্ত
শরীফ আহমেদ
ডাককর্তা
জনাব কেনিথ চ্যাপম্যান
২৪,মেইডেন লেন,
লন্ডন ডব্লিউ.সি.২.

বাংলাদেশ সরকারের প্রথম ডাকটিকেট প্রকাশ

প্রথম সংস্করণ তারিখঃ ২৯শে জুলাই,১৯৭১
বাংলাদেশের ডাকটিকেটের প্রথম সংস্করণটি আন্তর্জাতিকভাবে বিতরণকে অনুমোদন করেছে বাংলাদেশ সরকার,যেটি ১৯৭১ সালের এপ্রিল মাসে পশ্চিম পাকিস্তান থেকে বিভক্ত হয়েছে এবং নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।
আটটি বাংলাদেশী ডাকটিকেটের প্রথম সংস্করণ ২৯শে জুলাই মুক্তি পাচ্ছে।এখানে ১০,২০ ও ৫০ পয়সা এবং ১,২,৩,৫ ও ১০ রুপির ডাকটিকেট আছে।(বিনিময় হার £১=২০ বাংলাদেশী রুপি,পূর্ণ সংস্করণ £১-০৯পয়সা সমতুল্য)।এটি একটি চূড়ান্ত সংস্করণ।
এই ডাকটিকেট প্রতিস্থাপন করবে সেইসব ডাকটিকেটকে যা ২৯শে জুলাই পর্যন্ত বাংলাদেশ অঞ্চলে প্রচলিত ছিল।এগুলো ছিল পাকিস্তানের ডাকটিকেটের উপর বাংলাদেশ অতিমুদ্রন করা।
এই প্রথম সারি ব্যবহৃত হবে অভ্যন্তরীণ ডাক কার্যে এবং বাহ্যিক ডাকমাশুল ভারত সরকার দ্বারা গৃহীত হবে অগ্রবর্তী চালানের জন্য।
বাংলাদেশ সরকারের পক্ষ হতে এই প্রথম সংস্করণে একটি নতুন রাষ্ট্রের মহান স্বাধীনতা সংগ্রামকে চমকপ্রদ ও রঙ্গিনভাবে চিত্রিত করা হয়েছে আটটি ভিন্ন নকশায়।
এই নকশাগুলো বিমান মল্লিকের করা কাজ,একজন বাঙালি গ্রাফিক্স ডিজাইনার,যিনি বিশ্বের সব দেশ হতে জারি করা গান্ধীর ডাকটিকেট নকশার মধ্যে শ্রেষ্ঠ গান্ধী মেমোরিয়াল ডাকটিকেট নকশার জন্য দুটি আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করেছিলেন,যা তিনি ব্রিটিশ ডাক কার্যালয়ের জন্য ১৯৬৯ সালে নকশা করেছিলেন।
নিম্নে বাংলাদেশী ডাকটিকেট শ্রেণীবদ্ধ করা হল।
১০ পয়সা।নীল,টকটকে লাল,বেগুনী রং,বাংলাদেশের মানচিত্র।
২০ পয়সা।হলুদ,টকটকে লাল,গাঢ় সবুজ,নীল রং।১৯৭১ সালের ২৫-২৬শে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ড চিত্রিত করা।
৫০ পয়সা।কমলা,হালকা বাদামী,গাঢ় বাদামী,ধূসর রং,বহন করছে ৭৫ সংখ্যাটি,যা চিহ্নিত করছে ৭.৫ কোটি জনসংখ্যার নতুন একটি দেশ।
১ রুপি।হলুদ,টকটকে লাল,সবুজ,স্বাধীনতার পতাকার সাথে একত্রিত করা বাংলাদেশের মানচিত্র।
২ রুপি।নীল,গাঢ় নীল,ম্যাজেন্টা রং,১৯৭০ নির্বাচন।প্রদর্শিত হচ্ছে একটি ভোটপত্র ও শৈলীকৃত ভোটবাক্স যাতে ফল-১৬৯ আসনের মধ্যে ১৬৭টি আসন বাংলাদেশের,অন্তর্লিখিত। বাক্সের পাশে ৯৮% লিখা বিশেষভাবে লক্ষণীয়।
৩ রুপি।সবুজ,গাঢ় সবুজ,নীল।১০ই এপ্রিল ১৯৭১-এ,স্বাধীন সরকারের ঘোষণাপত্র,চিত্রিত আছে পশ্চিম পাকিস্তানের সাথে সংযোগছিন্ন।
৫ রুপি।আত্তীকৃত স্বর্ণ,কমলা,গাঢ় বাদামী,অর্ধস্বন কালো।বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি।
১০ রুপি।আত্তীকৃত স্বর্ণ,ম্যাজেন্টা,গাঢ় নীল।একটি সমর্থিত বাংলাদেশের ডাকটিকেট।

আকারঃ২৫.৫ মি.মি.*৩৮.৫ মি.মি.
ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টার্স লিমিটেড এর মাধ্যমে নিরাপত্তা কাগজে সাদারঙে প্রলিপ্ত জলছাপমুক্ত,প্রস্তর হতে মুদ্রণ প্রক্রিয়ায় ছাপা হয়েছে।
ছিদ্রকরণঃ ১৪ভি২এক্স ডব্লিউ/এক্স।
ব্রিটেনে,এই ডাকটিকেটগুলো বাংলাদেশ ফিলাটেলিক এজেন্সী সরাসরি অভিহিত মূল্যে বিক্রয় করবে কেবলমাত্র ডাকটিকেট-সংগ্রহ-সংক্রান্ত বাণিজ্যিককে।ডাকটিকেটের ফরমাশ,সাথে প্রেরিত অর্থের £১.০৯ পয়সা প্রতি সেট,উপরন্তু প্রতি নিবন্ধনের ফরমাশ পিছু ২৫পেনি এবং ডাকমাশুল পাঠাতে হবেঃ বাংলাদেশ ফিলাটেলিক এজেন্সী,চভাম,ওকিং সারী।

RT জন স্টোনহাউজ থেকে
এম পি
20 জিলিংহ্যাম স্ট্রিট,
লন্ডন, এস ডব্লিউ 1.
হাউজ অব কমনস
লন্ডন হাউস, SWI
11 আগস্ট, 1971
প্রিয় মওদুদ
এই সাপ্তাহিক ছুটির দিনে আপনার সাথে কথা বলে অত্যন্ত পুলক বোধ করছি। যদিও লাইন টি ত্রুটিপুর্ন ছিল। আমি আনন্দিত যে, এমন কিছু এরেঞ্জমেন্ট আপনি ডাকটিকিটের জন্য করেছেন, তা অত্যন্ত সন্তোষজনক। আপনাকে একটা বিষয় বলি, গত রোববার, নিউইয়র্ক টাইমস পত্রিকায়, আমি একটা প্রবন্ধ দেখলাম।তারা একটা ভয়াবহ ইস্যুর অবতারনা করেছে। তারা অভিযোগ করেছে যে এই স্ট্যাম্প আসল নয়। এই নিবন্ধটি নিশ্চিত ভাবে বলতে চেয়েছে যে, বাংলাদেশ স্ট্যাম্প এর অক্ষরের উপর ভারতীয় ঠিকানা পরিষেবা চিহ্ন বিদ্যমান। এবং এর দ্বারা বিদেশী গন্তব্যস্থল উতরান না ও হতে পারে। আপনি জানেন যে, ইতোমধ্যে হাউস অব কমন্স থেকে ইতোমধ্যে আমার নামেে একটি খাম এসেছে। আপনি যদি পারেন, তবে একি ঠিকানায় কয়টি খাম পাঁঠিয়ে দিন।
Mr. Marcus Samuel,
Philatelic Journal,
C/o. Robson Lawe,
50 Pall Mall, London, S. W. 1.

Mr. Arthur D. Stansfield,
Philatelic Exporter,
P. O. Box 4, Edgware, Middlesex.

Mr. A. L. Michael,
Stanley Gibbons,
Strand, London, W. C. 2.

Mr. Arnold R. Strong
, G. B. Journal, Plumtree Cottage,
Aspley End, N r. Hitchine, Hertfordshir. Mr. Russell Bennett,

Stanley Gibbons Monthly,
Drury House
, Russell Lane, London, W. C. 2.

Mr. Peter Ibbotson,
Philatelist,
446 Strand, London,
W. C. 2. ………. ……………..

Mr. Robson Lowe,
50 Pall Mall, London, S. W. I.

Mr. L. Chapman,
42 Maiden Lane, London, W. C. 2.

Mr. W. Newport,
42 Maiden Lane, London, W. C. 2.

Mr. L. R. Lehmann
, Inter-Governmental Philatelic Corporation,
225 West 34th Street, Pennsylvania Building, N. Y. 1, U. S. A.

The Editor
, New York Times,
New York, U. S. A.

Mr. David Lidman,
New York Times,
New York, U. S. A.

আরো ভাল হয় যদি প্রতিটি খামের মধ্যে আপনি একটি কভার গ্রহণ করতে প্রাপকদের জিজ্ঞাসা করেন, এইটা নিশ্চিত হতে যে বাংলাদেশের ঠিকানা পরিষেবা কার্যক্রম সফলভাবে পরিচালনা হচ্ছে কিনা। এই নোটে আপনি এটিও নিশ্চিত করতে পারেন যে, স্ট্যাম্প বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ এলাকায় ঠিকাণা পরিষেবার জন্য ব্যবহার করা হচ্ছে।
শুভকামনা
জনাব মওদুদ আহমদ
বাংলাদেশ মিশন
9 cireus Avenue, কলকাতা-১৯

প্রিয় জন,
সেপ্টেম্বর ১৩ এবং ১৬ তারিখে গৃহিত আপনার পত্রের জন্য ধন্যবাদ।
২. আপনার একটি লন্ডন ডাকঘরের সিলমোহরকৃত পত্র বাংলাদেশের ডাকটিকেট এসে পৌছেছে। ।এর মানে, ব্রিটিশ ডাকসেবা ধীরে ধীরে আমাদের ডাকমাসুল গ্রহণ করছে এবং কে জানে মহামান্য রয়েল ডাকমাসুল পরিবর্তে বাংলাদেশ স্ট্যাম্প দ্বারা অর্থ সংগ্রহ শুরু করবেন।
৩. আপনার প্রস্তাব অনুযায়ী আমি ডিক হার্ডিকে একটি চিঠি পাঠাব কিন্তু অবশেষ পোষ্টিং এর জন্য জনাব মিশ্রাকে রাখতে হবে।
৪. আপনার সংবাদপত্রের কেটে রাখা অংশ পাঠানো সুন্দর ছিল যা আমরা আশা করি ভবিষ্যতে গ্রহণ অব্যাহত থাকবে।আপনাকে কি সেপ্টেম্বর ১৩ এ peter hazelhurst এর প্রাণবধ যা কভার পাতার সামনে ৫ কলামে আচ্ছাদিত এবং তার পরবর্তী প্রেরিতক আচ্ছাদিন পাঠানো সম্ভব? পিটার এখন এখানে এবং আমি তাকে যতটা সম্ভব অনেক প্রেরিতক পাঠাতে চেষ্টা করছি।আমাদের প্রচেষ্টা যদিও পরে দূর্ভোগ পোহাবে কারণ ব্রিটিশ সংবাদপত্র শিল্পবিরোধ। শুভকামনা।
শুভেচ্ছান্তে,
মওদুদ আহমদ
Rt. Hon John Stone house
,M.P 20 Gillingham street
London,S.W.1

তারিখ: নভেম্বর ১, ১৯৭১
প্রিয় জন,
আপনার ২৫ অক্টোবরের চিঠির জন্য ধন্যবাদ। জনাব মিশ্রার পাঠানো চিঠিগুলো আপনি বাংলাদেশ স্টাম্পের সাথে গ্রহন করেননি দেখে আমি দুঃখ পেয়েছি। একিসময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের চিঠি প্রেরনের বিষয়ে আলোচনা হয়েছিল। আন্তর্জাতিক ডাক বিভাগের নিয়মের কারণে তারা বলেছে যে, তাদের পক্ষে আগের মত ব্যাবস্থা বজায় রাখা সম্ভব হবে না। যাইহোক, নতুন ব্যাবস্থা তৈরি হচ্ছে এই ব্যাপারটি মেটানোর জন্য কিন্তু ঈশ্বর জানেন তাতে কত সময় লাগবে। যদিও স্বাধীন এলাকার ডাক বিভাগ খুব ভালোভাবেই কাজ করে। রাওমারি এলাকাতে একটি ডাক এলাকা স্থাপন করা হয়েছে ৮ জন ডাক কর্মকর্তা ও সহকারী কর্তকর্তা নিয়ে। এটি ৫০০০০ মানুষসহ উত্তরের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। রাওমারির ডাকঘর সদরদপ্তর হিসেবে এবং দাঁতভাঙ্গা, টাপুচার শোলমারি, যাদুচর, রাজীবপুর, মোহনগঞ্জ এবং মাকুনচর শাখা ডাকঘর। জনাব সাদকাত হোসাইন এমএনএ, আহবায়ক, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, ডাকঘর রাওমারি, জেলা রংপুর, বাংলাদেশ হলেন এই এলাকার সরকারের রাজনৈতিক মুখপাত্র। আমি উনাকে বলে দিয়েছি যে উনি আপনার সাথে যোগাযোগ রাখবেন কিন্তু যখন লিখবেন দয়া করে মানিকচর, আসাম, ভারত যোগ করে দিবেন। আশা করি আপনার চিঠি উনার কাছে পৌছে যাবে।
শুভেচ্ছা ও অনেক বেশি শুভকামনার সাথে
আপনার অনুগত
( মওদুদ আহমেদ)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!