You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সুত্র তারিখ
বহির্বিশ্ব প্রচার বিভাগের সম্প্রসারণ সম্পর্কে একটি সরকারী পরিকল্পনা পররাষ্ট্র মন্ত্রণালয় ——— ১৯৭১

 

 

বহির্বিশ্বে প্রচার বিভাগের সম্প্রসারণ

স্বাধীনতা যুদ্ধ জয়ের জন্য আমাদের দুইটি প্রধান পদক্ষেপ নিতে হবেঃ
(র) যুদ্ধক্ষেত্রে আমাদের প্রচেষ্টা বৃদ্ধি করা।
(রর) দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে প্রচার সংগঠিত করা।

দেশের অভ্যন্তরে প্রচার এখন অনেক সংগঠিত। ইতিমধ্যে “জয় বাংলা” এবং “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” তাদের কাজ ফলপ্রসূ ভাবে করে যাচ্ছে। এই কাজ চমৎকার সফলতা এনেছে এবং আশা করা যায় আরো সাফল্য আসবে।
বিদেশী প্রচারণার কথা মাথায় রেখে আমাদের প্রচারণা আরো গতিশীল করতে বহির্বিশ্বে প্রচার বিভাগের সম্প্রসারণ এবং সুসংগঠিতকরন প্রয়োজন।
বিশ্ব প্রচার মাধ্যমে যে আনুকূল্য আমরা পাচ্ছি তা তুলে ধরা প্রয়োজন। ভারতে এবং বহির্বিশ্বে আমাদের কূটনৈতিক তৎপরতার শক্তি বৃদ্ধিকরার লক্ষ্যে আমাদের প্রচার যন্ত্র যাতে সুষ্ঠু ও সবলভাবে কাজ করতে পারে এই লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উক্ত ব্যপার মনে রেখে নি¤œলিখিত কাঠামো প্রস্তাব করা হচ্ছে।
১) এই কার্যক্রমের নাম হবে “বহির্বিশ্ব প্রচার বিভাগ”। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও এর সার্র্বিক কার্যকলাপ চলবে কলকাতা মিশনের মাধ্যামে।
২) তাহের উদ্দীন ঠাকুর, এমএনএ । উক্ত বিভাগের একজন উপদেষ্টা হবেন।
৩) এর প্রধান কার্যকলাপ নি¤œরূপ:
ক) আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রামান্যচিত্র এবং ফটোগ্রাফসহ সকল প্রকার প্রকাশনা এ বিভাগের দায়িত্বে থাকবে।
খ) এই বিভাগ বহির্বিশ্বের জন্য একটি ইংরেজি বুলেটিন প্রকাশ করবে। আমাদের মুক্তিযুদ্ধের কার্যক্রমের সাথে সম্পর্কিত খবর, নির্মমতা , গণহত্যা সহ আন্তার্জাতিক সংবাদ প্রতিবেদন, নেতাদের ব্ক্তৃতা ও বিবৃতি হবে এর বিষয় বস্তু।
গ) বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশী সংস্থার সাথে এটি সম্পর্ক ও সংযোগ রক্ষা করবে এবং এদের প্রয়োজনীয় চাহিদা পূরণের দায়িত্ব গ্রহণ করবে।
ঘ) এই সংস্থাটি বিদেশী বার্তা সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখবে। এছাড়াও ভারত এবং বিদেশী সংস্থাগুলোর জন্য প্রচারণা উপাদান এবং আন্তর্জাতিকভাবে প্রদানের জন্য বিবৃতি তৈরী করার কাজ করবে। প্রত্যেক সংবাদিকের উপর একটি নির্ভুল রিপোর্ট তৈরী করতে হবে যাতে তার পূর্ব পরিচয়, বাংলাদেশের ব্যাপারে ব্যক্তি গত এবং প্রাতিষ্ঠানিক অভিমত থাকবে। তার পূর্ববর্তী কাজ সমূহের কিছু ইঙ্গিত ও ব্যাখ্যাও এতে অন্তর্ভুক্ত করতে হবে।
ঙ) এটি বিভিন্ন সংবাদ সম্মেলন ও প্রেস কনফারেন্সে সংগঠিত করবে।
চ) এটি মূলত প্রেস ব্রিফিং এবং প্রেস সম্মেলন আয়োজন করে।
ছ) এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং অল ইন্ডিয়া বেতারের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করে।
জ) এটি আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং সভার সাথে যোগাযোগ রাখে এবং একইভাবে সেসব আয়োজন করে মূলত দাতা দেশ ও সংস্থা গুলোতে। এটি বাংলাদেশে একটি বিশ্ব সম্মেলন এবং বিশ্ব বুদ্ধিজীবীদের নিয়ে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের শাস্তি প্রদানের জন্য একটি বিশেষ আদালতের আয়োজন করেছে।
ঝ) এটি প্রচারণা চালানোর জন্য পর্যাপ্ত উপকরণ দিয়ে বিদেশে বাংলাদেশ সরকারের তথ্যকেন্দ্র গুলোকে সমৃদ্ধ করে।
৪। এখানে সমন্বয় সাধন এবং দৈনন্দিন কর্মকাণ্ড সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য একজন শাখা পরিচালক অথবা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা থাকে।
৫। এখানে একটি গবেষণা দল রয়েছে যারা বিভিন্ন পরিকল্পিত কর্মকাণ্ড সম্পাদন করে থাকে।
৬। এখানে একটি সম্পাদনা পরিষদ রয়েছে যারা প্রকাশনা অনুমোদন করেন এবং এর উপদেষ্টারা হলেন সমিতির প্রাক্তন সদস্যরা

বৈদেশিক প্রচার বিভাগ

উপদেষ্টা

পরিচালক

প্রকাশনা এবং               ডকুমেন্টারি এবং             বিদেশী সংস্থার সাথে চলচিত্র             বৈদেশিক

গবেষণা গ্রন্থাগার      আলোকচিত্র ইত্যাদি   এবং চিঠিপত্র যোগে মৈত্রী স্থাপন      প্রেস ব্রিফিং

 

 

৩ সদস্য বিশিষ্ট

সম্পাদকের বোর্ড

ব্যক্তিগত প্রয়োজন                                              ব্যক্তিগত প্রয়োজন

৪ জন গবেষণা কর্মী                                              কর্মকর্তা -১                              কর্মকর্তা -১

২ জন মাঠ প্রতিনিধি                                              প্রযোজক -১                            প্রেস কর্মকর্তা -১

ফটোগ্রাফার -১                         প্রেস সমন্বয়ক -১
বাসস্থান
এই বিভাগের মিশনের জন্য এই প্রাঙ্গণের যেকোন অংশে কমপক্ষে দুইটি কক্ষ প্রয়োজন।জনাব এম.আলীর বিভাগে এসকল প্রয়োজনীয়তার জন্য কোন খালী কক্ষ নেই, এমনকি পররাষ্ট্র সচিবের কক্ষেও তা সম্ভব নয়। সম্পূর্ণ গবেষক দল তাদের নিয়মিত কাজ শুরু করে দিয়েছে এবং কাজ চালিয়ে নেওয়ার জন্য তাদের ন্যূনতম সম্পাদনা এবং সুযোগ সুবিধা প্রয়োজন
প্রয়োজনীয় কর্মী
১ জন স্টেনো- টাইপিস্ট, ৩ জন ডেস্ক কেরানি, ২ জন অফিস পিয়ন, ১ জন টাইপিস্ট।

অফিসের প্রয়োজনীয় সরঞ্জাম
১ টি ট্র্যান্সিস্তর, ২ রকম লেখনী, ১ টি ক্যাসেট টেপ-রেকর্ডার, ১ টি টেলিফোন, মনিহারী দ্রব্যাদি এবং অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র।

গবেষক দল এবং সাপ্তাহিক ইংরেজি বুলেটিনের কর্মী ভাতা এবং জীবিকা ভাতার বাজেট।

১. কর্মকর্তা এবং প্রয়োজক                  প্রতি মাসে ৩৫০/- করে ৩x৩৫০= ১০৫০/-

 

২. গবেষণা কর্মী                                          প্রতি মাসে ৩০০/- করে ১২x৩৫০= ৩৬০০/-

    মাঠ প্রতিনিধি

    প্রেস সমন্বয়ক এবং অন্যান্য

 

৩. স্টেনো- টাইপিস্ট, কেরানি                  প্রতি মাসে ২০০/- করে ৫x২০০= ১০০০/-

     এবং অন্যান্য কর্মী

 

৪. পিয়ন                                                       প্রতি মাসে ১৫০/- করে ২x১৫০= ৩০০/-

                                                                                                     ৫৯৫০/-

                                               

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!