শিরোনাম |
সূত্র | তারিখ |
অভিনন্দনের জবাবে শেখ মুজিব কতৃক আমেরিকাস্থ পাকিস্তান লীগের সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন | রফিক উদ্দিন আহমেদকে লিখিত শেখ মুজিবের চিঠি
|
১৯ জানুয়ারী, ১৯৭১ |
শেখ মুজিবর রহমান
৬৭৭ ,ধানমন্ডি আবাসিক এলাকা
রোড নং – ৩২
ঢাকা ,টেলিফোন – ২৪২৫৬১
তাং – ১৯ – ১ -৭১
প্রিয় আহমেদ ,
দেশের সাধারণ নির্বাচনে সাফল্য লাভের পর আমার দলকে অভিনন্দন জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।জনগণ ছয় দফা দাবির উপর রায় দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে যার ফলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি সমাজ গঠনে যেখানে প্রতিটা অঞ্চল এবং প্রতিটা মানুষ সমান বিচার পাবে । জনগণের রায়কে সম্মান দিতে আমাদের ব্যার্থ হলে চলবে না।
শুভকামনা রইল।
শেখ মুজিবর রহমান
জনাব রফিক ইউ আহমেদ
চেয়ারম্যান ; সাংস্কৃতিক এবং সামাজিক কমিটি
আমেরিকাস্থ পাকিস্তান লীগ ,
ইনকর্পোরেশন, ২৬৬৭ ব্রডওয়ে
নিউইয়র্ক ,
এন ওয়াই ১০০২৫