You dont have javascript enabled! Please enable it!
       শিরোনাম      সূত্র      তারিখ
বাংলাদেশে যুদ্ধরত মুক্তিবাহিনীর সাহায্যের জন্য প্রবাসী বাঙালীদের কাছে প্রচারিত একটি আবেদনপত্র বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ লন্ডন   ডিসেম্বর, ১৯৭১

জরুরী আবেদন
মুক্তিবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে শত্রুমুক্তির জন্য আজ জীবন-মরণ সংগ্রাম করে যাচ্ছেন। আমরা প্রত্যক্ষ সংগ্রামে অংশ নিতে না পারলেও তাদেরকে টাকা-পয়সা দিয়ে সংগ্রামকে জয়যুক্ত করার জন্য নিয়মিত সাহায্য করে যাচ্ছি।
টাকা-পয়সা ছাড়াও আজ যেসব জিনিস মুক্তিবাহিনীর নিত্যপ্রয়োজনীয় আমরা নিম্নলিখিত সেই প্রয়োজনীয় জিনিসগুলি সরাসরি বিনা খরচে বাংলাদেশে পাঠাবার ব্যাবস্থা করেছি। প্রবাসী বাঙালি ভাইদের কাছে অনুরোধ তাঁরা যেন সম্ভবমত নিম্নলিখিত জিনিসগুলো অতি সত্বর নিচের ঠিকানায় পাঠিয়ে দেন।
মুক্তিবাহিনীর জন্য যেসব জিনিস পাঠাবেন
নতুন কাপড়: পুলওভার, সোয়েটার ও কম্বল
খাদ্যদ্রব্যঃ টিনে ভর্তি মুক্তিবাহিনী মাংস, মাখন। চীজ, বিস্কুট ও ফলমূল।
উপরোক্ত জিনিস আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে
বাংলাদেশ মিশন, ২৪ পেমব্রিজ গার্ডেন্স, লন্ডন, ডব্লিউ-২ ঠিকানায় পাঠাবেন।

বিস্তারিত জানার জন্য টেলিফোন ০১-৪০৫-৫৯১৭ নম্বরে বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ, ৩৫ নং গ্যামেজেস বিল্ডিংস, ১২০ নং হার্বোন, লন্ডন, ই সি ১ অফিসে সন্ধ্যা ৭টার আগে যোগাযোগ করুন।
বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
লন্ডন ই সি ১।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!