শিরোনাম | সূত্র | তারিখ |
ইন্দিরা গান্ধীর লন্ডন সফর উপলক্ষে বাংলাদেশের স্বীকৃতির দাবীতে ৩০ অক্টোবর আয়োজিত একটি গনমিছিলের প্রচারপত্র | বাংলাদেশ স্টিয়ারিং কমিটি | অক্টোবর ,১৯৭১ |
মিসেস গান্ধীর লন্ডন আগমন উপলক্ষে
বাংলাদেশের স্বীকৃতির দাবীতে
বিরাট গণ-মিছিল
স্থানঃ হাইড পার্ক স্পির্কাস কর্নার
সময়ঃ বেলা দেড় ঘটিকা (১-৩০ মিঃ)
তারিখঃ শনিবার ৩০শে অক্টোবর, ১৯৭১
গণমিছিলঃ হাইড পার্ক স্পীর্কাস কর্নার হইতে আরম্ভ করিয়া ব্রুক স্ট্রিট ক্লারিজেস হোটেল
হইয়া হ্যানোভার স্কোয়ারে শেষ হইবে।
সভায় বক্তৃতা করিবেনঃ
বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিচারপতি আবু সাঈদ চৌধুরী, বৃটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য ও বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগের ৪ জন এম-এম-এ ও এম-পি-এ এবং বিভিন্ন আঞ্চলিক কমিটি প্রতিনিধিবৃন্দ।
প্রতিটি বাঙালি ভাইকে উক্ত মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিনীত
আহ্বায়ক,
বাংলাদেশ স্টিয়ারিং কমিটি
১১নং গোরিং স্ট্রিট, লন্ডন, ই সি ৩।