You dont have javascript enabled! Please enable it!
বাংলাদেশের বিশেষ প্রতিনিধি আবু সাঈদ চৌধুরির কাছে লিখিত নর্দাম্পটন অ্যাকশন কমিটির সম্পাদকের একটি চিঠি বাংলাদেশ অ্যাকশন কমিটি ৩০ অক্টোবর, ১৯৭১

প্রেরকঃ বাংলাদেশ অ্যাকশন কমিটি

২১, ক্যাস্টিলিয়ান স্ট্রিট,

নর্দাম্পটন।

৩০ অক্টোবর, ১৯৭১

প্রাপক

জনাব এ এস চৌধুরী,

বাংলাদেশের বিশেষ প্রতিনিধি

১১ গোরিং স্ট্রিট

লন্ডন ইসি ৩

জনাব,

আমি আপনার ২১ সেপ্টেম্বর, ১৯৭১ তারিখে পাঠানো চিঠির প্রসঙ্গে লিখছি। আমি অত্যন্ত দুঃখিত যে, আমরা সম্প্রতি কোন তহবিল সংগ্রহ করতে পারিনি। আপনার অবগতির জন্যে জানাচ্ছি যে, স্বাধীনতা আন্দোলনে কার্যকরী ও সক্রিয় ভূমিকা পালনের নিমিত্তে পূর্ববর্তী অ্যাকশন কমিটি ভেঙে নতুন নর্দাম্পটন অ্যাকশন কমিটি গঠন করা হচ্ছে।

আপনি জেনে খুব আনন্দিত হবেন যে, ইতোমধ্যে আমরা কাপড়-চোপড় (পায়জামা ও শার্ট) এবং অর্থ সংগ্রহ শুরু করে দিয়েছি। সংগৃহিত জামা-কাপড় খুব শীঘ্রই আপনার কাছে পাঠিয়ে দেয়া হবে।

এখানে নর্দাম্পটনে আমার সহকর্মী বাংলাদেশিরা আপনার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছে। অনুগ্রহ করে আমাদের জানাবেন আপনি কবে, কখন পরিদর্শনে আসতে পারবেন, যেন তদানুসারে একটি সভার আয়োজন করা যায়। আমি নিশ্চিত করে বলতে পারি যে, আপনার আগমন আমাদের লোকদের বিশ্বাস ও আস্থাকে সতেজ করবে এবং এই উদ্যম দিয়ে তাঁরা দেশের স্বার্থে স্বাধীনতা যুদ্ধে  আরো উদারভাবে কাজ করতে পারবে। এখন থেকে আমাদের কার্যক্রম সাপ্তাহিকভাবে চলবে।

আপনার অবগতির জন্যে “নতুন নর্দাম্পটন অ্যাকশন কমিটি”-র সদস্যদের নামের তালিকা নিচে উল্লেখ করে দিলামঃ

১. সভাপতিঃ জনাব এ এইচ চৌধুরী

২. সহ-সভাপতিঃ জনাব  ইসরাইল আলি

৩. সাধারণ সম্পাদকঃ জনাব বি মিয়া

৪. যুগ্ম সম্পাদকঃ জনাব ইরশাদ হোসাইন

৫. কোষাধ্যক্ষঃ জনাব আব্দুল আহাদ

অফিসের নতুন ঠিকানাও উপরে দিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে উপরের ঠিকানাটি সংগ্রহে রাখবেন।

বি মিয়া

সাধারণ সম্পাদক।

<৪,১০১,১৭৬-১৮৪>
প্রেরকঃ বাংলাদেশ অ্যাকশন কমিটি
২১, ক্যাস্টিলিয়ান স্ট্রিট,
নর্দাম্পটন।
৩০ অক্টোবর, ১৯৭১
প্রাপক
জনাব এ এস চৌধুরী,
বাংলাদেশের বিশেষ প্রতিনিধি
১১ গোরিং স্ট্রিট
লন্ডন ইসি ৩

জনাব,
আমি আপনার ২১ সেপ্টেম্বর, ১৯৭১ তারিখে পাঠানো চিঠির প্রসঙ্গে লিখছি। আমি অত্যন্ত দুঃখিত যে, আমরা সম্প্রতি কোন তহবিল সংগ্রহ করতে পারিনি। আপনার অবগতির জন্যে জানাচ্ছি যে, স্বাধীনতা আন্দোলনে কার্যকরী ও সক্রিয় ভূমিকা পালনের নিমিত্তে পূর্ববর্তী অ্যাকশন কমিটি ভেঙে নতুন নর্দাম্পটন অ্যাকশন কমিটি গঠন করা হচ্ছে।
আপনি জেনে খুব আনন্দিত হবেন যে, ইতোমধ্যে আমরা কাপড়-চোপড় (পায়জামা ও শার্ট) এবং অর্থ সংগ্রহ শুরু করে দিয়েছি। সংগৃহিত জামা-কাপড় খুব শীঘ্রই আপনার কাছে পাঠিয়ে দেয়া হবে।
এখানে নর্দাম্পটনে আমার সহকর্মী বাংলাদেশিরা আপনার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছে। অনুগ্রহ করে আমাদের জানাবেন আপনি কবে, কখন পরিদর্শনে আসতে পারবেন, যেন তদানুসারে একটি সভার আয়োজন করা যায়। আমি নিশ্চিত করে বলতে পারি যে, আপনার আগমন আমাদের লোকদের বিশ্বাস ও আস্থাকে সতেজ করবে এবং এই উদ্যম দিয়ে তাঁরা দেশের স্বার্থে স্বাধীনতা যুদ্ধে আরো উদারভাবে কাজ করতে পারবে। এখন থেকে আমাদের কার্যক্রম সাপ্তাহিকভাবে চলবে।

আপনার অবগতির জন্যে “নতুন নর্দাম্পটন অ্যাকশন কমিটি”-র সদস্যদের নামের তালিকা নিচে উল্লেখ করে দিলামঃ

১. সভাপতিঃ জনাব এ এইচ চৌধুরী
২. সহ-সভাপতিঃ জনাব ইসরাইল আলি
৩. সাধারণ সম্পাদকঃ জনাব বি মিয়া
৪. যুগ্ম সম্পাদকঃ জনাব ইরশাদ হোসাইন
৫. কোষাধ্যক্ষঃ জনাব আব্দুল আহাদ

অফিসের নতুন ঠিকানাও উপরে দিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে উপরের ঠিকানাটি সংগ্রহে রাখবেন।

বি মিয়া
সাধারণ সম্পাদক।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!