You dont have javascript enabled! Please enable it! 1971.10.23 | অনুষ্ঠিতব্য কনভেনশনের জন্য মিডল্যান্ড অঞ্চলের কমিটিসমূহের প্রতিনিধিদের সংখ্যা ও নামসহ লিখিত চিঠি | এ্যাকশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
অনুষ্ঠিতব্য কনভেনশনের জন্য মিডল্যান্ড অঞ্চলের কমিটিসমূহের প্রতিনিধিদের সংখ্যা ও নামসহ লিখিত চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ২৩ অক্টোবর,১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অ্যাকশন কমিটি
(মিডল্যান্ড অঞ্চল)

৯৩ স্ট্যাফোর্ড রোড
স্পার্ক ব্রুক বার্মিংহাম বি১১ আইআইআরই ২৩.১০.১৯৭১

আহ্বায়ক
অধিবেশন কমিটি
১১ গোরিং স্ট্রিট,লন্ডন. ই সি ই ৩

জনাব,

আপনার অনুরোধ/চিঠির সাথে একমত পোষণ করে ৮/১০/৭১ তারিখে আমরা মিডল্যান্ড অঞ্চলে সকল কমিটি মিলে একটি সভার আয়োজন করেছিলাম। এবং আসন বরাদ্দ করা হয়েছিল মিডল্যান্ড অঞ্চলের সকল কমিটির উপস্থিতি ও আংশিক সম্মতির উপর।

আমরা নিম্নলিখিত তালিকাসমূহ পাঠিয়ে দিচ্ছি

কমিটি বরাদ্দকৃত আসনসংখ্যা
১।কনভেন্ট্রি ৩
২।লেইসেস্টার ২
৩।লাফবোরো ২
৪।নর্থহ্যাম্পটন ২
৫।ওয়েলিংবোরো ১
৬।নটিংহাম ১
৭।ডার্বি ম্যান্সফিড ১
৮।ওরচেস্টার ১
৯।কিডারমিনস্টার ২
১০।ব্ল্যাকহেলথ ২
১১।উলভারহ্যাম্পটন ১
১২।ওয়েনেসবারি ২
১৩।ওরল্যাস্টন ১
১৪।ওয়ালসল ২
১৫।ওয়েস্টব্রমউইচ ২
১৬।টিপটন ২
১৭।স্মেথউইক ৪
১৮।বার্মিংহাম(বি ডি এ সি) ___৪৪___
মোট ৭৫

ওয়েস্টব্রমউইচ : (১) জনাব আব্দুল জলিল, ৭৯, হ্যামিল্টন রোড, বিহাম-২১, (২) জনাব আয়াস মিয়া, ৬৮, বিচার্স রোড, বিহাম-২১

ওরচেস্টার : (১) জনাব মুজাহিদ আহমেদ, ৭৪, ওয়ায়েল্ড লাইন, ওরচেস্টার
লাফবোরো : (১) জনাব এ আহমেদ ১০২. ফ্রিহোল্ড স্ট্রিট, লাফবোরো
(২) জনাব এস এ হাই

নর্থহ্যাম্পটন : (১) জনাব এ এইচ চৌধুরী, ৭ মার্কপার্ক, নর্থহ্যাম্পটন
(২)জনাব আব্দুল আহাদ

ওয়েলিংবোরো : (১) জনাব ইসরাইল আলী, ৩২, চার্চ সি ওয়েলিংবোরো

স্মেথউইক : (১) জনাব মদোরিস আলী, ১০৪, লুইসহ্যাম রোড, স্মেথউইক,স্টাফস
(২) জনাব মুসলাউদ্দিন, ৩৩, মিডলম্যান রোড,স্মেথউইক,স্টাফস
(৩) জনাব আশাবুর রহমান জয়গিরদার, ১২৫, অক্সফোর্ড
রোড, স্মেথউইক, স্টাফস
(৪) জনাব মনুহর আলী, ২৬, সেন্ট্রাল প্লেস, স্মেথউইক স্টাফস

নটিংহাম : (১) জনাব এম এ ইউসুফ চৌধুরী, ১৭৭, আলফেরটন রোড,নটিংহাম

ডারলাস্টন- ||
ওয়েনেসবারি- | |
কভেন্ট্রি- | |
লেস্টার- | |
ডারবি/মারসফিল্ড | পরে পাঠানো হবে |
কিডারমিনস্টার- | |
ব্ল্যাকওয়েলথ- | |
উলভারহ্যাম্পটন- | |
ওয়ালসল- | |

—————————————