You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | দক্ষিণ পূর্ব জোন-১ এর অনুষ্ঠিতব্য সভার প্রস্তাবাবলীর অংশ বিশেষ | বাংলাদেশ সরকার দক্ষিণ পূর্ব জোন -১ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
দক্ষিণ পূর্ব জোন-১ এর অনুষ্ঠিতব্য সভার প্রস্তাবাবলীর অংশ বিশেষ বাংলাদেশ সরকার দক্ষিণ পূর্ব জোন -১ ১০ অক্টোবর ১৯৭১

 

জনাব খাজা আহমেদ,এমএনএ এর সভাপতিত্বে ১০-১০-১৯৭১ তারিখ শান্তির বাজারে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব অঞ্চল-১ এর জোনাল কাউন্সিল কার্যবৃত্ত থেকে গৃহীত।
……………………………

পরিষদ মনে করে হেড কোয়ার্টার জোনের চরম শেষের অংশ উদয়পুরে স্থানান্তর যুক্তিযুক্ত হবে না। পর্যাপ্ত নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সকলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত পরিষদ জোনের হেড কোয়ার্টার সাব্রুম থেকে মনু ঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কর্মক্ষম উদ্দেশ্যে সমগ্র ফেনীকে সেক্টর-১ এর সঙ্গে জুড়ে দেয়া হবে।

স্বাঃ /-
কে. আহমেদ
রাষ্ট্রপতি
১২/১০/৭১
মেমো নং SEZI/ZC/73, ডিটি ১৯-১০-১৯৭১.
অনুলিপি পাঠনো হয়েছে:
(১) প্রতিরক্ষা সচিব,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নিমিত্তে।

সম্পাদক
জোনাল কাউন্সিল,
সাউথ ইস্ট জোন -১