শিরোনাম | সূত্র | তারিখ |
যুব শিবির পরিচালনা সংক্রান্ত জোন প্রধানের বিজ্ঞপ্তি | দক্ষিন পূর্ব জোন-২ | ২২ নভেম্বর, ১৯৭১ |
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দক্ষিন পূর্ব জোন-২
বিজ্ঞপ্তি
তারিখ, ২২ নভেম্বর, ১৯৭১
১৪/১১/৭১ তারিখে আঞ্চলিক প্রশাসনিক পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমি জানাইতেছি যে, সকল এমএনএ/এমপিএগন পরিস্থিতিগত কারনে শিবির প্রধান/উপ-শিবির প্রধানের দায়িত্বে অধিষ্ঠিত, তাহারা সকল সংশ্লিষ্ট কাগজপত্রদিসহ তাহাদের অধঃস্তন কর্মকর্তাদের নিকট অব্যবহিতভাবে তাহাদের দায়িত্ব হইতে অব্যাহতি লইবেন এবং বিষয়টি চেয়ারম্যান, যুব উপদেষ্টা কমিটি এর মাধ্যমে চেয়ারম্যান, আঞ্চলিক প্রশাসনিক পরিষদ, দক্ষিন পূর্ব জোন-২ এর নিকট অবহিত করিবেন। সিদ্ধান্ত গৃহীত হয় যে, ভবিষ্যতে যুব অভ্যর্থনা শিবির বিষয়াবলির সহিত সংযুক্ত কোনপ্রকার বিল কোন এমএনএ/এমপিএগনের নামে অঙ্কিত হইবে না।
এই সিদ্ধান্তের সহিত আশু সম্মতি আন্তরিকভাবে কাম্য।
( জেড.এ. চৌধুরী)
চেয়ারম্যান
আঞ্চলিক প্রশাসনিক পরিষদ,
দক্ষিন পূর্ব জোন-২
মেমো নং. ১০৫৯ (৩০) তাং, ২২/১১/৭১
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরন করা হইলোঃ-
শিবির প্রধান/উপ-শিবির প্রধান, বড়ানগর
চেয়ারম্যান, যুব উপদেষ্টা কমিটি
আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা, সম্পাদক (পদাধিকারবলে)
আঞ্চলিক প্রশাসনিক পরিষদ
আঞ্চলিক হিসাবরক্ষণ কর্মকর্তা, দক্ষিন পূর্ব জোন-২