You dont have javascript enabled! Please enable it! 1971.11.15 | ভিত্তি ফৌজে নিযুক্তকরন সম্পর্কে মেজর মিত্রের কাছে লিখিত যুব শিবির পরিচালকের একটি চিঠি | দক্ষিন পূর্ব জোন-২ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
ভিত্তি ফৌজে নিযুক্তকরন সম্পর্কে মেজর মিত্রের কাছে লিখিত যুব শিবির পরিচালকের একটি চিঠি দক্ষিন পূর্ব জোন-২ যুব প্রশিক্ষন পরিচালনা বোর্ড ১৫ নভেম্বর, ১৯৭১

 

যুব (প্রশিক্ষন) পরিচালকের দপ্তর
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দক্ষিন পূর্ব জোন-২

মেমো নং. ওয়াইটিসি /৩৪৩ তাং ১৫ নভেম্বর, ১৯৭১

প্রেরক- ডঃ আবু ইউসুফ
পরিচালক, প্রশিক্ষন
যুব শিবির

প্রিয় মেজর মিত্র,

এই পত্র মারফত আমার কর্মচারী জনাব আনোয়ার হোসেনকে আপনার সংগে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি ভি.এফ. অভিষিক্তকরনের সংগে জড়িত, যে বিষয় গতকাল আলোচনা হয়েছে।

আমি আশা করি এর মাধ্যমে সংখ্যাগরিষ্ট যুবককে ঈদের আগেই অভিষিক্ত করার কাজ তরান্বিত হবে।

শুভেচ্ছা সহ,
ধন্যবাদান্তে

পরিচালক
কো-অর্ডিনেশন, প্ল্যানিং
এন্ড প্রোগ্রামিং
যুব শিবির