You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
মুক্তিফৌজে ভর্তি সংক্রান্ত সমস্যা নিয়ে লিখিতি স্টাফপ্রধান কর্তৃক দক্ষিণ পূর্ব জোনে লিখিত চিঠি বাংলাদেশ সরকার দক্ষিণ-পূর্ব জোন-২ ১২ অক্টোবর, ১৯৭১

গোপনীয়
জরূরী
ইসিএইচ এইচ কিউ বাংলাদেশ ফোর্স
নং ২০০১/বিডিএফ/এ
১২ অক্টোবর, ১৯৭১
প্রতি : কমান্ডার ডেল্টা সেক্টর আপনাকে এই HQ এর সাথে
তথ্য : জনাব খালেদ মোশাররফ আলি, এম এন এ – এব্যাপারে সদয় যোগাযোগ রাখার
সাউথ ইস্ট জোন-২ জন্য অনুরোধ করা হচ্ছে।
গণপ্রজানতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয় : মুক্তিফৌজে ভর্তি সংক্রান্ত।
গত ৯ সেপ্টেম্বর, ১৯৭১ এর কথোপকথন কমান্ডার ডেল্টা সেক্টর/ইসিএইচ এইচ কিউ বাংলাদেশ ফোর্সেস এর অনুসারে,
১. দেখা যাচ্ছে যে, মুক্তিবাহিনীতে লোক নেয়ার ব্যাপারে বেশ কিছু ভুল বোঝাবুঝি/নির্দেশনার অভাব ঘটছে। মেজর সুবরামানিয়াম সঠিক নিয়ম না মেনে মুক্তিবাহিনী তে সদস্য নিচ্ছেন বলে আমাদের নজরে এসেছে।
২. যদি মেজর খালেদ মোশাররফ কে এই ভর্তি সংক্রান্ত সকল কর্মকান্ডের জন্য দায়িত্ব দেয়া হয় তাহলে তার হাত দিয়ে সকল ভর্তি কার্যক্রম চললে সকলের জন্য মঙ্গল জনক হবে।
৩. নিশ্চিত ভর্তি এবং ভর্তি সময়ে যে কোন ধরণের ভুল বোঝাবুঝি দূর করতে মেজর খালেদ মোশাররফ এম এন এ, যিনি কি না হেড কোয়ার্টার এর সাথে সরাসরি সম্পর্ক যুক্ত, তাকে এই ভর্তি সংক্রান্ত বিষয়ে দায়িত্ব প্রদান করতে অনুরোধ করা হচ্ছে।
স্বাক্ষর
চিফ অফ স্টাফ
গোপনীয়

পরিচালক,
নির্দেশনা ও পরিকল্পনা,
ইয়ুথ ক্যাম্প।