You dont have javascript enabled! Please enable it!

শিরোনাম সূত্র তারিখ
পূর্বাঞ্চলীয় শিবিরের তালিকা বাংলাদেশ সরকার, লিবারেশন কাউন্সিল পূর্বাঞ্চলীয় জোন ১৮ অক্টোবর, ১৯৭১

 

সহকারে

(ক্যাম্প প্রধানগণ)

  ক্যাম্পের অবস্থান

(প্রস্তাবিত ক্যাম্প অবস্থান)

ক্যাম্প প্রধান
ক) চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম

 

 

 

 

 

খ) নোয়াখালী

 

 

গ) কুমিল্লা

 

 

 

 

 

ঘ) সিলেট

 

 

 

 

ঢাকা ও কুমিল্লার জন্য

আগরতলায় ট্রানজিট ক্যাম্পসমুহ

 

১.হারিয়ানা

২. শ্রীনগর অথবা খাইরুদ্দিন আহমেদ।

হাড়িশামুক(ওবায়দুল মজুমদার. MNA)

৩.উদয়পুর(প্লাটানা)

 

১.ছোটাখোলা

২.রাজনগর

 

 

১. কাঁঠালিয়া(বারামুরা)

২.হাতিমারা(কামালনগর)

৩.বুনাগড়(ছায়মারা)

৪.মালাগাঁর

 

১.আসরামবাড়ি(খোয়াই)

২.খাইলাশহর

 

৩ . ধর্মনগর

৪.পাথরকান্দি(করিমগন্জ)

 

১.কংগ্রেস ভবন

২.নারসিংগড়

৩.বেলতলী

৪.মোহনপুর

৫.কামালপুর

এম. এ. মান্নান. এএন.

 

 

 

ক্যাপ্টেন. এস. আলি. MNA

 

খাজা আহমেদ. MNA

এ. হানিফ. MNA

 

 

জালাল আহমেদ. MPA

এম. এ. রশিদ. MPA

প্রোফেসর এ. রউফ

ক্যাপ্টেন সৌকত

 

মোস্তফা শহিদ. MPA

আজিজুর রহমান. MPA

মানিক চৌধুরী. MNA

তানজুর আলী. MPA

জনাব আব্দুল মালিক

 

ফজলুর রহমান. MNA

দেওয়ান আব্দুল আব্বাস. MNA

কাজি ফজলুর রহমান. MPA

জনাব আলতাফুর রহমান. MPA

 

 

 

ক। বিভিন্ন জেলার নবীন বরন ক্যাম্প

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, পূর্বাঞ্চল কর্তৃক অনুমোদিত

১. উদয়পুর (II)- জনাব আব্দুল্লাহ হারুন, এমপিএ

২. শৈলাছড়া(পার্বত্য চট্টগ্রাম) – জনাব সাইদুর রহমান 33                                          

২. নিয়মিত প্রশিক্ষণ ক্যাম্প সমূহঃ

এলাকাঃ প্রস্তাবিত শিবিরের সংখ্যাঃ বিদ্যমান শিবিরের সংখ্যাঃ ক্যাম্প প্রধান

ডেপুটি ক্যাম্প প্রধান

(ক) গোকূলনগর (এখন সার্বিক দায়িত্বে আছেন জনাব শামসুল হক এমপিএ)

 

ক) স্যামুয়েল হক এম.পি.এ

ওয়াইজুদ্দিন (★ ক্যাম্প নং)

খ) দেওয়ান আবুল কাশেম এম.এন.এ

(খ) প্যাড ম্যানেজার ৩/৬ শূন্য হামিদুর রহমান

প্রতিটি ক্যাম্পের ব্যাবস্থাপনা কমিটি যে সকল বিষয়ে

(১) ‘ক্যাম্প চিফ’ মুক্তি পরিষদ কর্তৃক নিযুক্ত হইবে।

(২) ‘dy ক্যাম্প চিফ’ মুক্তি পরিষদ কর্তৃক নিযুক্ত হইবে।

(৩) ‘ক্যাম্প সুপারভাইজার’ ডিরেক্টর এ্যাডমিরাল দ্বারা মনোনীত হয়ে ‘ক্যাম্প চিফ’ কর্তৃক নিযুক্ত হবে।

(৪) ‘রাজনৈতিক প্রশিক্ষক’ প্রশিক্ষণ এবং সমন্বয় পরিচালক দ্বারা মনোনীত হয়ে ‘ক্যাম্প চিফ’ কর্তৃক নিযুক্ত হবে।

(৫) ‘শারীরিক প্রশিক্ষক’ ‘ক্যাম্প চিফ’ কর্তৃক নিযুক্ত হবে।

(৬) ‘মেডিকেল অফিসার’ (স্বাস্থ্য) উপ-পরিচালক দ্বারা মনোনীত হয়ে ‘ক্যাম্প চিফ’ কর্তৃক নিযুক্ত হবে।

(৭) ‘ক্যাম্প প্রশাসক’ (যেখানে নিযুক্ত) স্থানীয় সরকার দ্বারা।

(৮) ‘অস্ত্র প্রশিক্ষক’ (যেখানে  নিযুক্ত) স্থানীয় সরকার দ্বারা।

স্বাক্ষরঃ —————

পরিচালক

সমন্বয়, পরিকল্পনা এবং প্রোগ্রামিং

যুব শিবির

১৮.১১.৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!