শিরোনাম | সূত্র | তারিখ |
যুব শিবির পরিচালক, প্রশিক্ষণ সমন্বয় কর্মকর্তার কাছে প্রেরিত যুব শিবির রিক্রুটমেন্ট প্রধানের একটি চিঠি | বাংলাদেশ সরকার, মুক্তিসংগ্রাম পরিষদ পূর্বাঞ্চলীয় জোন | ১৯ অক্টোবর, ১৯৭১ |
প্রেরক: খালেদ মোহা: আলী
পরিচালক, প্রণোদনা।
নতুন সদস্য সমন্বয়ক এবং
সৈন্য চালনা সমন্বয়ক।
নং:MRC/283 তারিখ: ১৯ জুন ১৯৭১
প্রতি:
ড. আবু ইউসুফ
প্রশিক্ষক সমন্বয়ক
বিষয়: নতুন সৈনিক ভর্তি
শ্রদ্ধেয় জনাব,
আমাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আমি স্বাক্ষরিত অনুমতি সহ রিক্রুটিং টিম পাঠিয়েছিলাম, যুব শিবির গুলো থেকে প্রশিক্ষণার্থী সংগ্রহের জন্য কিন্তু সংশ্লিষ্ট পরিচালকদের উদ্বিগ্নতা তাদের অখুশি করেছিল। পরে আমি চারিলাম যুব শিবিরে গিয়েছিলাম নতুন প্রশিক্ষণার্থী সংগ্রহের জন্য, কিন্তু সেই একই অচলবস্থার অভিজ্ঞতা হলো যার কারণ সংশ্লিষ্ট শিবির পরিচালকেরাই ভালো জানবেন।
পরে আমি অভ্যর্থনা শিবির হতে নতুন সদস্য ভর্তি করতে ভাধ্য হলাম যাতে করে থানা ভিত্তিক কোটা পুরন করে প্রশিক্ষণ ত্বরান্বিত করা যায়। আমি আরো মনে করছি যদি এই সমস্যা অচিরেই সমাধান করা না যায় তবে আমাদের প্রশিক্ষণ ক্ষতিগ্রস্থ হবে।
এটা আপনার সদ্য অবগতির জন্য।
আপনাকে ধন্যবাদ আপনার সংশ্লিষ্টতার জন্য।
আপনার অনুগত
কে.এম.আলী