You dont have javascript enabled! Please enable it! 1971.10.19 | রিক্রুটমেন্টের ক্ষমতাপ্রাপ্ত জনাব খালেদ মাহমুদ আলীর দলকে সহযোগীতাদানের জন্য যুবশিবির পরিচালকের একটি বিজ্ঞপ্তি - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
রিক্রুটমেন্টের ক্ষমতাপ্রাপ্ত জনাব খালেদ মাহমুদ আলীর দলকে সহযোগীতাদানের জন্য যুবশিবির পরিচালকের একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকার, মুক্তি সংগ্রাম পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন

 

১৯ অক্টোবর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নং-যুপ্রশি/ ২৮২। ১৯.১০.১৯৭১
সহকারী পরিচারক/ ওয়াই আর সি
১৪.১০.১৯৭১ ইং এর আলোচনার পর আমার আরো নিশ্চিত করা দরকার যে COS ও BDF অনুযায়ী ১২.১০.১৯৭১ উল্লেখিত টারিখের চিঠি নং 200I/BDF/A (কপি সংযুক্ত করা হয়েছে) তে জনাব খালেদ মাহমুদ আলীর এর নিন্মোক্ত সত্যায়িত স্বাক্ষর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশের বাহিনীর রিক্রুটমেন্ট সংগঠিত করার জন্য বিবেচিত হবে।
যেকোনো রিক্রুটিং দল যুব প্রশিক্ষণ থেকে যেন প্রদত্ত সকল সুযোগ সুবিধা নিয়ে তার দ্বারা অনুমোদিত হতে পারে।

সত্যায়িত …… স্বাক্ষর
প্রশিক্ষণ সমন্বয়ক

অনুলিপিঃ
কমাণ্ডার ডেল্টা সেক্টর।
সি ও এস
জনাব খালিদ মো. আলী