You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
যুব শিবিরে পর্যালোচনা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার, লিবারেশন কউন্সিল, পূর্বাঞ্চল জোন ১২ অক্টবর,১৯৭১

 

যুব শিবির সমুহ

গ্রুপ ক্যাপ্টেন খন্দকার এর সঙ্গে পর্যালোচনা কমিটির মিটিং এ সিদ্ধান্ত সমুহঃ-
ডি সি ও এস ৬-৯-৭১
১।বেসের কাজটি আউটলাইন হিসাবে আমাদের যুব প্রশিক্ষনের পুরা উদ্যোগের গুরুত্বপুর্ন অংশ।
২। বুদ্ধিমান ,অনুপ্রানিত তরুন যে যুবাদের বেসে কাজের জন্য নির্বাচিত করা হবে তাদের বেজের কাজে সম্ভাব্য উৎকৃষ্ট কর্মী হিসাবে চিহ্নিত করে উৎসাহিত করা হবে ।
৩। যারা স্বশস্ত্র বাহিনীতে যোগ দিবেনা ,তাদেরকেও বসিয়ে না রেখে এই কাজে লাগান উচিৎ ,তাদের পক্ষে যতট সম্ভব কাজ করার জন্য ।যতক্ষন কেও ইচ্ছাকৃতভাবে স্বশস্ত্র যুদ্ধে যেতে না চায় ততোদিন তাকে বেস কর্মী হিসবে রাখাতে কোন ক্ষতি নাই।
৪।সকল বেজ কর্মী অস্ত্রহীন থাকবে ।
৫। তারা সেক্টর কমান্ডারের অধীনে এবং নির্দেশে বাইরে কাজ করতে যাবে ।
৬। যখন একজন বেজ কর্মী তার বিচারে একটি নিরাপদ বেস নির্মান করবে সে জন প্রতিনিধির মাধ্যমে অথবা আ,লীগ কর্মীর মাধ্যমে সেক্টরে জানাবে।
৭। সকল বেজ কর্মীকে ধারাবাহিক কর্মপন্থা সম্পর্কে চুড়ান্ত নির্দেশনা দেওয়া উচিৎ।এইব্যাপারে D.C.O.S পরামর্শ কমিটি কতৃক কৃতজ্ঞতার সংগে গৃহীত হয়েছে ।
(এ ,ইউসুফ)
D.C.O.S সদয় অবগতির জন্য চেয়ারম্যান ,পর্যালোচনা কমিটি
নং যু,প্র,শি ২৫১ ৮,১০,৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!