শিরোনাম | সূত্র | তারিখ |
মুক্তিফৌজ প্রশিক্ষণের ব্যবস্থা সম্পর্কিত একটি চিঠি | বাংলাদেশ সরকার লিবারেশন কাউন্সিল পূর্বাঞ্চলীয় জোন | ২১ সেপ্টেম্বর, ১৯৭১ |
গোপনীয়
মেজর আর.ভি.সুবারমানিয়াম
YRC/B/71-72
আগরতলা, ২১ সেপ্ট. ৭১
আমার প্রিয় ড. ইউসুফ,
গতরাতে বাংলাদেশের শ্রমিক নেতা, জনাব মান্নান আমার নিকট এসেছিলেন এবং আমাকে জিজ্ঞেস করেছিলেন কখন আমি সেনা প্রশিক্ষণের জন্য ২০০০ মানুষ নিতে পারবো এবং কোন শিবিরে তাদের রাখবো। আমি চিন্তা করেছিলাম, আমি তাদেরকে তিস্তা এবং মহুরিতে রাখবো যেহেতু এই শিবিরগুলো পূর্ণ ছিল না,এবং তাকে তদানুসারে মেনে চলতে বলেছিলাম। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি যে শিবিরগুলোর তিন চতুর্থাংশ পূর্ণ এবং ২০০০ মানুষ গ্রহণ করতে পারবে না। আমি তার ও আপনার সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু আপনাকে পাওয়া সম্ভব হয়নি। এখন টেলিফোনটিও বিকল হয়ে গিয়েছে।
অনুগ্রহ করে জনাব মান্নানকে বলবেন, তার রিক্রুটগন যেন আমার নির্দেশনা অনুযায়ী এবং আপনাকে দেওয়া আমার ২০ সেপ্ট.,৭১তারিখের চিঠিতে উল্লিখিত তারিখমত উপযুক্ত আনুষ্ঠানিকতার পর পালাটানা শিবিরে যোগ দেয়। এটি পূর্বের সব পরিকল্পনার বিপরীতে শেষ মুহুর্তের তাড়াহুড়োর কারণে হয়েছে।
আন্তরিকতার সাথে,
আপনার অত্যন্ত আন্তরিক
স্বা/আর.ভি.সুবারমানিয়াম
মেজ.
উপপরিচালক
ড. আবু ইউসুফ,
প্রশিক্ষণ সমন্বয়কারী,
বাংলাদেশ(পূর্বাঞ্চলীয় জোন)।