You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
যুব শিবির প্রেরিত বিভিন্ন সামগ্রীর হিসাব বাংলাদেশ সরকার, লিবারেশন কাউন্সিল, পূর্বাঞ্চলীয় জোন ৮ অক্টোবর, ১৯৭১

 

সরবরাহ বিভাগের কার্যালয়
সরবরাহ কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পূর্বাঞ্চল
নং…..২৫২/ তারিখ: ৮/১০/১৯৭১

প্রতি,
সভাপতি মহোদয়
অর্থ কমিটি, ইয়থ ক্যাম্পস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পূর্বাঞ্চল।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে,আপনার প্রদত্ত ০৪-১০-৭১ ইং তারিখের মেমো নম্বর-৭৬৬ অনুসারে জানাইতেছি যে,উক্ত (আগরতলা জাদুঘর) ভান্ডারের কেবলমাত্র ১৩০টি (একশত ত্রিশ) ভিন্ন ভিন্ন দ্রব্যের মোড়ক দ্বারা পরিচালনা করা যাইতেছে, যাহা কলকাতা হইতে বাংলাদেশ সরকার দ্বারা প্রেরিত,তন্মধ্যে ৭৪টি (চুয়াত্তর) মোড়ক বিতরণ গ্রহণ করেন মেজর সুব্রমনিয়াম।ভারতীয় সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের প্রধানের অনুসারে উহা প্রশিক্ষণ শিবিরে বিতরণ করা হইয়াছে ।জাদুঘরে গ্রহণকৃত অবশিষ্ট ৫৬টি (ছাপ্পান্ন)মোড়কের মধ্যে ৩২(বত্রিশ)টিরও বেশি মোড়ক অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর(এমএনএ,ব্যবস্থাপনা পরিচালক,প্রশাসন) তত্ত্বাবধানে বাংলাদেশের সামরিক বাহিনী এবং যুব রিসিপশন/হোল্ডিং( দখলকৃত) শিবিরে বিতরণ করা হইয়াছে।যুব শিবিরে শ্রী কে পি ডানা (সেক্রেটারি,সেন্ট্রাল কাউন্সিল)র সাথে বাংলাদেশের সংগ্রামের বিষয়ে আলোচনারত।

১.মোড়কগুলোর বিস্তারিত তথ্যঃ
১.মোজা – ৩টি মোড়ক – ২০০০ জোড়া
২.পিটি জুতা -১০ ওয়াগন বাক্স – ১০০০জোড়া
৩.লুঙ্গি – ৫ বোঁচকা- ২০০০ পিস
৪.বিছানাচাদর – ৭ বোঁচকা – ২০০০ পিস
৫.সসপ্যান- ১২বোঁচকা – ৮২ পিস
৬.পানির ড্রাম – ৫ বোঁচকা – ২৫পিস
৭.এয়ার বালিশ – ১৪ ওয়াগন বাক্স ৫৬ মোড়ক – ২০০০পিস
২.উপরিউক্ত বয়ান অনুযায়ী বিতরণের বিবরণ প্রবন্ধের সাথে প্রেরিত হইলো।
প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত তথ্যাদি সরবরাহ করা যাইতে পারে পরবর্তী লিখিত বিবৃতিতে।

বিনীত
গাজি গোফরান
ডেপুটি ডিরেক্টর (সরবরাহ)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পূর্বাঞ্চল।

নং শিবির এর নাম মোজা জুতা লুঙ্গি বিছানার চাদর সরবরাহ পানির ড্রাম বালিশ মন্তব্য
      ২   ৩   ৪   ৫   ৬   ৭   ৮   ৯   ১০
বকশি নগর ৮০০     ৩০টি ২৫টি     ২৫টি  
হাতিমারা ৭০০     ২৫টি ২৫টি ১নং   ২৫টি  
গোমতী (ডি,সি, পাড়া)৮০০     ৩০টি ২৫টি ১নং   ২৫টি  
হিজনা (“)৮০০     ৩০টি ২৫টি ২নং   ২৫টি  
ইসামতি (“) ৮০০     ৩০টি ২৫টি ২নং   ২৫টি  
ছাত্র সংগঠন       ১৫০টি ৫নং   ৫০টি  
শ্রীনগর ৯০০     ২৫টি ৩৫টি ২নং ১টি ৩০টি  
তিতাস (হাপানিয়া) ৬৫০     ৩৫টি ২০টি ২নং   ২০টি  
১০ ব্রম্ভপুত্র (হাপানিয়া)৬৫০     ২৫টি ২০টি ১নং   ২০টি  
১১ যমুনা(“)৬৫০     ২৫টি ২০টি ২নং   ২০টি  
১২ গোমতি(“)৬৫০     ২৫টি ২০টি ১নং   ২০টি  
১৩ বঙ্গবন্ধু(মারাটিলা)৬৫০                
১৪ বাংলা শার্দুল(“)৬৫০     ২৫টি ২০টি ২নং   ২০টি  
১৫ জয় বাংলা(“)৬৫০     ২৫টি ২০টি ৩নং   ২০টি  
১৬ সোনার বাংলা(“)৬৫০     ২৫টি ২০টি ২নং   ২০টি  
১৭ যুব প্রশিক্ষন শিবির-১(ডিসি পাড়া)৫০০ ৫৫জোড়া ৪৭জোড়া ৫০টি          
১৮ — শিবির-২(“)৫০০ ৫০জোড়া ৪৫জোড়া ৪২টি ৬২টি ৩নং ১টি ৬০টি  
১৯ — শিবির৩(“)৫০০ ৪০ “ ৪০ “ ১০০টি ৬০টি৫ ৩নং ১টি ৬০টি  
২০ —- ৫০০   ৩০টি ২০টি ২নং ১টি ২০টি  
২১ বারামুরা ৮০০   ৩০টি ২৫টি ১নং ১টি ২৫টি  
 ২২ হরিনা ১১০০              
২৩ রাজনগর ১১০০   ৫৫টি ৩৫টি ১নং ১টি ৩৫টি  
২৪ খিনপুর ২০০   ২০টি ১৫টি ১নং ১টি ১৫টি  
২৫ করিমগঞ্জ ৬০০   ৫০টি ৩০টি     ৩০টি  
২৬ ধর্মনগর ২০০              
২৭ উদয়পুর ৬০০   ৩৫টি ৩০টি ২নং ১টি ৩০টি  
২৮ বিলইয়া ২০০   ২০টি ১৫টি ২নং   ১৫টি  
২৯ ছোট্টখোলা ৫০০              
৩০ কইলাশাহার ৫০০   ৩০টি ৪০টি     ২০টি  
৩১ মতিনগর ১০০০   ৬০টি ৪০টি ৩নং ১টি  ৩০টি  
৩২ নাসিমা(বারামুরার নিকটে) ২৫০   ২৫টি ২০টি ২নং   ২০টি  
৩৩ কাঁঠালিয়া ২৫০   ১০টি ১০টি ১নং   ৫টি  

                                       গাজী গোফরান

০৭.১০.১৭

                                      উপ-পরিচালক(সরবরাহ) 

    বাংলাদেশ সরকার   

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!