You dont have javascript enabled! Please enable it! 1971.10.02 | মুক্তিফৌজ রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়ম রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কিত যুবশিবির মটিভেটর প্রধানের চিঠি | বাংলাদেশ সরকার - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
মুক্তিফৌজ রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়ম রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কিত যুবশিবির মটিভেটর প্রধানের চিঠি বাংলাদেশ সরকার, লিবারেশন কাউন্সিল পূর্বাঞ্চলীয় জোন ২ অক্টোবর, ১৯৭১

 

রিক্রুটমেন্ট কো-অর্ডিনেটরের কার্যালয়
পূর্বাঞ্চলীয় জোন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নং. যুশি/২৪১ তাং. অক্টো. ‘৭১

এটি লক্ষ্য করা হয়েছে যে, নিয়োগদান পরিচালকবৃন্দ থেকে পূর্বের কর্তৃপক্ষে সম্পন্ন করা হয়েছে, যুব অভ্যর্থনা শিবির ও যুব প্রশিক্ষণ শিবির থেকে যুবক নিয়োগদান সংক্রান্ত কার্যালয় অনুশাসন নং. যুপ্রশি/১২৩, তাং, ২৫.৮.৭১ এর উল্ললঙ্ঘন, এটি উপরন্তু স্মরণ করা হয়েছে যে ভবিষ্যতে নিয়োগ সমন্বয়কারী কর্তৃক অনুমোদিত নিয়োগ টিম ব্যতীত কোন নিয়োগ সম্পন্ন করা না হয়।

এটি উপরন্তু স্পষ্ট করা হয়েছে যে ভবিষ্যতে সকল নিয়োগদান, viz. বাংলাদেশের নিয়মিত বাহিনীসমূহ, গেরিলা বাহিনী প্রভৃতি শুধুমাত্র যুব প্রশিক্ষণ শিবির থেকেই সম্পন্ন করা হবে এবং প্রশিক্ষণ পরিচালককে উপরোল্লিখিত অনুমোদিত ব্যতীত এমন নিয়োগদানের অনুমতি না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

যুব ত্রাণ শিবিরগুলোর সহ. পরিচালকগণ দয়া করে তথ্যের জন্য সাক্ষাৎ করবেন।

খালেদ মো. আলী, MNA
(পরিচালক, প্রণোদনা, যুব শিবির)
নিয়োগ সমন্বয়কারী, পূ. জোন
তাং. ২রা অক্ট. ৭১।

নং. যুশি/২৪১
তথ্যের জন্য অনুলিপি করুণ:
১………… বাংলাদেশ বাহিনী।
২. চেয়ারম্যান, স্বাধীনতা পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন।
৩. চেয়ারম্যান, নিয়ন্ত্রণ বোর্ড ; যুব শিবির, মুজিবনগর।
৪. সকল শিবির প্রধান,পূর্বাঞ্চলীয় জোন।
৫. সকল সেক্টর কমান্ডার, পূর্বাঞ্চলীয় জোন।
৬. সকল পরিচালক, পূর্বাঞ্চলীয় জোন।
৭. সকল রাজনৈতিক মৈত্রী কর্মকর্তা। খালেদ মো. আলী, MNA (পরিচালক, প্রণোদনা, যুব শিবির) নিয়োগ সমন্বয়কারী, পূর্বাঞ্চলীয় জোন। বাংলাদেশ সরকার।