শিরোনাম | সূত্র | তারিখ |
যুবপ্রশিক্ষণ কেন্দ্রসমূহের প্রয়োজনীয় খরচাদির মঞ্জুরী সংক্রান্ত যুব শিবির পরিচালকের একটি বিজ্ঞপ্তি | মুক্তি সংগ্রাম পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন | ১ অক্টোবর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নং. যুপ্রশি/২৩৬, তারিখ ১.১০.১৯৭১
ভারপ্রাপ্ত শিবির,
যুব শিবির(প্রশিক্ষণ)
আয়োজক কর্তৃপক্ষ অনুগ্রহ করে শিবিরগুলোর অধিকাংশ খরচ অনুমোদন করেছেন। আশা করা যায় যে সকল খরচের অনুমোদন খুব শীঘ্রই পাওয়া যাবে। যা হোক না কেন, পূর্বের মত সরবরাহ ও অন্যান্য বিলম্ব কাটিয়ে উঠার জন্য কিছু জরুরী/তাৎক্ষনিক খরচগুলো মেটাতে কার্যালয় থেকে পরিশোধ করার ভিত্তিতে এটি দরকার হতে পারে।
এই পরিস্থিতিতে আপনার অতীতের অগ্রীমের একাউন্ট গ্রহণ, সেইসাথে সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত/অনুমোদিত কার্যালয়ে আপনার ভবিষ্যৎ ফরমাশ উপস্থাপন করার পূর্বে গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে।
এটি উপপরিচালক, যুব রিলিফ শিবির এর সম্মতিক্রমে প্রকাশ করা হল।
(আবু ইউসুফ)
পরিচালক, প্রশিক্ষণ।
তথ্যের জন্য অনুলিপি:
চেয়ারম্যান, পূর্বাঞ্চলীয় জোন কাউন্সিল, চেয়ারম্যান,
যুব অভ্যর্থনা শিবির কমিটি, পূর্বাঞ্চলীয় জোন,
চেয়ারম্যান, যুব শিবির, বাংলাদেশ সরকার
অনুলিপি প্রেরণ:
১. উপপরিচালক, যুব রিলিফ শিবির, অনুগ্রহের সাথে যাতে তিনি অনুগ্রহ করে শিবির প্রশাসকদের তদানুসারে অবহিত করবেন।