You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
কনভেনশনের জন্য নির্ধারিত দুজন প্রতিনিধির নামসহ কিডারমিনষ্টার শাখার সভাপতির চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ১৫ অক্টোবর,১৯৭১


বাংলাদেশ অ্যাকশন কমিটি
৭২ কোভেন্ট্রি স্ট্রিট, কিডার মিনস্টার
টেলি নং-৬২০১১

তারিখ: ১৫ অক্টোবর,৭১

সেক্রেটারি
অধিবেশন কমিটি
১১ গোরিং স্ট্রিট,লন্ডন ই সি ৩

জনাব,
আমি কিডার মিনস্টার ওরস এর বাংলাদেশ অ্যাকশন কমিটির সর্বসম্মতিক্রমে গৃহীত সমাধানের একটি কপিসহ প্রযোজনীয় সকল কাপজপত্র পাঠিয়ে দিচ্ছি।

১৫ অক্টোবর, ৭১ এ বাংলাদেশ অ্যাকশন কমিটি কিডার মিনস্টার এর একটি বৈঠক হয়েছে। এই বৈঠকের জরুরি বক্তব্য ছিল প্রতিনিধিদের লন্ডনের অধিবেশন কমিটিতে পাঠিয়ে দেওয়া যার কোন ব্যতিক্রম নেই।

সবাইকে যথাক্রমে ৮ অক্টোবর, ৭১ এবং ১৪ অক্টোবর, ৭১ এ অধিবেশন কমিটির চিঠি দ্বারা বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়েছে।

এই বৈঠক জনাব এস. এম. আইয়ুব এর সভাপতিত্বে লন্ডন বৈঠকে গৃহীত সমসধানের প্রশংসা করেছে।

যেহেতু লন্ডনের অধিবেশন কমিটি প্রত্যেকটি সমাধান গ্রহণ করেছে, সেহেতু আমি দু’জন প্রতিনিধির নাম প্রেরণ করছি, যারা লন্ডনের অধিবেশন কমিটির কাছে কিডার মিনস্টার শাখার বাংলাদেশ অ্যাকশন কমিটিকে সম্পূর্নরূপে উপস্থাপন করে।

উপরন্তু, আমি আরও আপনার নজরে আনতে চাই যে, এই কমিটি মধ্যভূমি প্রদেশের মধ্য দিয়ে লন্ডনের অধিবেশন কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে ইচ্ছুক নয়। প্রতিনিধিদের সাথে এলাকার অমনোভাবের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা যেতে পারে।

আশা করি, কনভেনশনাল কমিটিতে প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্তির অনুরোধ সফল হবে।

ধন্যবাদ।

প্রতিনিধিদের নাম ঠিকানা

১। সৈয়দ আলবাব হোসেন ৭২ কনভেন্ট্রি স্ট্রিট, কিডার মিনস্টার, ওরকস
টেলি নং: ৬২০১১

২। সৈয়দ আফরুজ হোসেন ২৮ গিলগাল,স্টুরপোর্ট অন সেভার্ন ওরকস
বাংলাদেশ এ্যাকশন কমিটি কিডার মিন্সটার এর সভাপতি
(সৈয়দ মুজতবা হাসান)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!