শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশ আন্দোলন সমর্থনকারী জনৈক বৃটিশ নাগরিকের প্রতি এ্যাকশন কমিটির আহ্বায়কের চিঠি | এ্যাকশন কমিটির দলিলপত্র | ১৮ অক্টোবর, ১৯৭১ |
অক্টোবর ১৮, ১৯৭১
জনাব ব্রায়ান এম. কে
২১, শফিল্ড ড্রাইভ
ড্যারফিল্ড
বার্ন্সলে
ইয়র্ক।
জনাব কে,
আমি খুবই আনন্দিত যে, আমাদের ব্রিটেনের শ্রম পার্টি সম্মেলনের সভায় আপনি অংশগ্রহণ করছেন। আমরা খুবই উৎসাহিত হয়েছি আমাদের প্রয়োজনে আপনি সাহায্য করতে সম্মত হয়েছেন বলে।
বাংলাদেশে এখনও এই দেশের তরুণদের যথেষ্ট মনোযোগ পায়নি। এই দেশের তরুণ সমাজতাত্ত্বিকদের নিকট আমাদের প্রয়োজন প্রচার ও ব্যাখ্যার করে কিভাবে আমরা একটি জাতীয় প্রচারণায় যেতে পারি তার সাহায্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে অনেক সাহায্য করতে পারেন।
আপনি আমাদেরকে আপনার এলাকায় একটি সভার কোন সম্ভাবনা যদি থাকে, যেখানে আমি আমার একজন কর্মীকে প্রেরণ করতে পারি হয় একটি সমাবেশে ভাষণ দেয়ার জন্য নয়ত আপনার এলাকার একটি তরুণ সমাজতাত্ত্বিক দলের সাথে কথা বলার জন্য, সে বিষয়ে ধারণা দিলে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হব। আপনার মতামত জানার জন্য উন্মুখ হয়ে আছি। এদিকে, আমরা আপনাকে বাংলাদেশের পাশাপাশি এখানকার উন্নয়ন সম্পর্কেও অবগত করতে থাকব।
নিবেদক
এম. এ. এইচ. ভূঁইয়া