You dont have javascript enabled! Please enable it! 1971.10.17 | কনভেনশন সম্পর্কে ভিন্ন বক্তব্য জানিয়ে নিউটন শাখা এ্যাকশন কমিটির সম্পাদকের চিঠি | এ্যাকশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কনভেনশন সম্পর্কে ভিন্ন বক্তব্য জানিয়ে নিউটন শাখা এ্যাকশন কমিটির সম্পাদকের চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ১৭ অক্টোবর, ১৯৭১

যুক্তরাজ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
জনগণের অ্যাকশন কমিটি
লিউটন (বেডস) ইউনিট

৫, কেনিলওরথ রোড
লিউটন
বেডস
১৭ অক্টোবর, ১৯৭১
ফোন: লিউটন ২৬৯৯৪

আহ্বায়ক,
অ্যাকশন কমিটির পরিচালনা সংসদ
ব্রিটেনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষে,
১১, গোরিং স্ট্রীট
লন্ডন, ই. সি. ৩।

জনাব,
আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করেছি যে, আমাদের ৯ সেপ্টেম্বর, ১৯৭১ তারিখের চিঠির উত্তর আপনি দেন নি, যা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুক্তরাজ্যে আমাদের আন্দোলনের ধারাবাহিতা বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমনকি চিঠিটি স্বীকৃতও হয় নি এবং যার ফলে আমাদের কমিটি, যেটি দৃঢভাবে সংগঠিত হয়েছে, তা এখন ধ্বংসের পথে এবং যদি এই ধরনের কিছু ঘটে, আপনি এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হবেন।

ইতিমধ্যে আমরা জেনেছি যে, একটি কেন্দ্রীয় কমিটি গঠন করার জন্য একটি জাতীয় সম্মেলন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি প্রস্তাবিত কমিটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যদি না, আপনি একটি সভা আহ্বান করেন যা আমরা ইতিমধ্য প্রস্তাব করেছি, আঞ্চলিক কমিটির প্রধানদের সাথে পরামর্শক্রমে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য যা কিনা বিভিন্ন আঞ্চলিক উপ-সংসদের প্রতিনিধিদের কাছ থেকে আসতে পারে এবং সব উপকমিটিকে স্পষ্ট ধারণা দিতে হবে, যাতে করে শান্তিপূর্ণভভাবে ও একটি গণতান্ত্রিক উপায়ে একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করা সম্ভব হতে পারে।

আমরা বুঝতে পেরেছি যে কিছু কমিটি অবগত নয় সংবিধান কি হবে এবং কিভাবে কমিটির প্রতিনিধিত্ব করা হবে। খসড়া সংবিধানের কপি সব কমিটির মধ্যে বন্টন করা হবে তাদের প্রস্তুত করতে অনুচ্ছেদ, ধারা ও অন্যান্য বিষয়ে বিতর্ক করার জন্য।

আমরা আশা করি যে, যুক্তরাজ্যে বাঙালি ঐক্যের নিমিত্তে আপনি এই চিঠিতে গুরুত্ব আরোপ করবেন।

জয় বাংলা

নিবেদক
sd/-
(মোহাম্মদ বোরহান উদ্দিন)
সম্পাদক

প্রতিলিপি: বিচারপতি জনাব এ. এস. চৌধুরী
যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার
২৪, পেমব্রিজ গার্ডেনস
লন্ডন ডব্লিউ ২
তথ্য এবং উহার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য।