You dont have javascript enabled! Please enable it! 1971.10.15 | কনভেনশন সম্পর্কে ভিন্ন মতাম্বলীদের পক্ষে আহ্ববায়কের প্রতি চিঠি | এ্যাকশন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কনভেনশন সম্পর্কে ভিন্ন মতাম্বলীদের পক্ষে আহ্ববায়কের প্রতি চিঠি এ্যাকশন কমিটির দলিলপত্র ১৫ অক্টোবর, ১৯৭১

এস. এম. আইয়ুব

৩৩, ড্যাজমার রোড
লন্ডন, এন. ২২
১৫ অক্টোবর, ১৯৭১
আহ্বায়ক,
অধিবেশন কমিটি,
১১, গোরিং স্ট্রিট, লন্ডন ইসি৩

প্রিয় শুভাকাঙ্ক্ষী,
আমি ১১ই অক্টোবর আমার সভাপতিত্বে কনওয়ে হলের সমাবেশে গৃহীত সিদ্ধান্তের একটি কপি সংযুক্ত করছি।
মিটিংটি দুই দিনের নোটিশে অনুষ্ঠিত হয়েছিল। তথাপি এতে ১২ টি স্থানীয় কমিটির বহু সংখ্যক কর্মী অংশগ্রহণ করেছিলেন, যথা:
১. এনফিল্ড
২. কলচেস্টার
৩. আক্সব্রীজ
৪. বেলহাম
৫. ওয়েস্টমিনস্টার
৬. বেসওয়াটার
৭. হেনডন
৮. নর্থ ওয়েস্ট লন্ডন
৯. বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন
১০. ইসলিংটন
১১. ত্রাণ কমিটি (ইস্ট লন্ডন)
১২. ছাত্রসংগ্রাম কমিটি।
অতএব, এটি নিশ্চিতভাবেই অনুমান করা যায় যে, স্থানীয় কার্যকমিটির মধ্যে সভায় গৃহীত সুপারিশের জোরালো সমর্থন রয়েছে।
অতএব আমরা আশা করি যে, আপনি এই উপস্থাপনায় আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং অতি শীঘ্রই আপনার উত্তর জানাবেন, যাতে করে আমরা প্রস্তাবিত সম্মেলনে, কার্যকর অংশগ্রহণের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারি।

বিনীত
এসডি/-
এস এম আইয়ূব