You dont have javascript enabled! Please enable it! 1971.10.14 | কনভেনশন সম্পর্কে ভিন্ন মতাবলম্বীদের বক্তব্য সম্বলিত চিঠি | ক্যাম্পেন কমিটির দলিলপত্র - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কনভেনশন সম্পর্কে ভিন্ন মতাবলম্বীদের বক্তব্য সম্বলিত চিঠি ক্যাম্পেন কমিটির দলিলপত্র ১৪ অক্টোবর,১৯৭১

এস.এম. আইয়ুব

০১-৮৮৯ ৪৪৭৪
৩৩, দাজিরিয়ার রোড লন্ডন এন ২২ ১৪ অক্টোবর ১৯৭১

প্রিয় বন্ধু,
আমি আমার সভাপতিত্বে ১১ অক্টোবর সোমবার কনওয়ে হল, লন্ডন ডব্লিউ সি ২ এ সংঘটিত বৈঠকের কার্যবিবরণী আলোচনা করছি। লন্ডনের ভিতর ও বাহিরের ১৪ টি সক্রিয় দল থেকে ৪০ জনেরও বেশি বাঙালি কর্মী বৈঠকে অংশগ্রহণ করে এবং সর্বসম্মতিক্রমে আলোচিত সমাধান গ্রহণ করে।
আপনি যদি নথিপত্রে ব্যক্ত করা অধিকাংশ সমাধানের সাথে একমত হয়ে থাকেন, তাহলে আমরা আশা করব যে, আপনার কমিটি নথিতে প্রদর্শিত সমস্যাগুলোকে গুরুত্বসহকারে নেবে এবং সরাসরি ১১ গোরিং স্ট্রিট, লন্ডন ইসি৩ ঠিকানায় প্রতিনিধি সভার কমিটিকে উক্ত আলোচ্য বিষয়গুলোর বিপরীতে আপনার কমিটির মতামতসহ এ বিষয়ে চিঠি প্রেরণ করবে।
যুক্তরাজ্যে গণতান্ত্রিক ও স্বাভাবিক জীবনযাপনকে সামনে রেখে বাংলাদেশের কর্মকান্ড নিশ্চিতের মাধ্যমে অ্যাকশন কমিটির জাতীয় অধিবেশনের জন্য প্রচারণা কমিটির একজন সদস্য হিসেবে যোগদান করা সম্ভব হলে আমরা খুশি হব
আমরা আশা করি, আপনি আমাদের সাথে একমত হবেন যে, সময়ের সাথে সাথে জনমনে ভীতি বেড়েই চলেছে। এই প্রক্রিয়া রোধ করা না গেলে আমাদের যুক্তরাজ্য গমন অপোষনীয় ক্ষতির সম্মুখীন হবে।
আপনার দ্রুত প্রত্যুত্তর সহজতর করতে আমরা একটি ফর্ম পাঠাচ্ছি। বিষয়টির প্রতি আপনার জরুরি মনোযোগ প্রত্যাশা করি।
যেকোন ধরনের বিস্তারিত তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করতে সংকোচবোধ করবেন না।

শুভেচ্ছান্তে।
আপনার একান্ত,
এস.এম. আইয়ুব
প্রচারণা কমিটির পক্ষ থেকে

ফর্ম
সেক্রেটারি
কনভেনশন কমিটি
১১ গোরিং স্ট্রিট
লন্ডন ই সি ৩

আমাদের কমিটি ১১ অক্টোবর লন্ডনের বৈঠকের সাথে সম্পূর্ণ একমত। এটি আমাদেরও অভিমত যে, অ্যাকশন কমিটিগুলোর প্রস্তাবিত কেন্দ্রীয় দলের সংবিধান কমিটিগুলোর একটি বিশেষভাবে মিলিত সম্মেলনে রচনা করা উচিত। শুধুমাত্র এমন একটি সংবিধান গৃহীত হওয়ার পরই কর্মকর্তা, পরিচালনা পর্ষদ প্রমুখ নির্বাচন করার জন্য জাতীয় অধিবেশন হওয়া উচিত।

আপনাম নাম————————–টেলিঃ নং————————নাম এবং অ্যাকশন কমিটির বিশেষ বিবরণ—————————————————————————————————————————————————————————————————————————-

_________________________________________