You dont have javascript enabled! Please enable it! 1971.09.14 | অর্থনৈতিক উপ-পরিষদ গঠন সম্পর্কিত নির্দেশ | বাংলাদেশ সরকার লিবারেশন কাউন্সিল, পূর্বাঞ্চলিয় জোন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
অর্থনৈতিক উপ-পরিষদ গঠন সম্পর্কিত নির্দেশ বাংলাদেশ সরকার লিবারেশন কাউন্সিল, পূর্বাঞ্চলিয় জোন ১৪ই সেপ্টেম্বার, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তারিখ ১৪ই সেপ্টেম্বর, ৭১
গণপ্রজাতন্ত্রীবাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীকতৃক আমাকে সম্বোধিত মেমো নং ৬৩৯ তাং ১১-৯-৭১ এবং ৫-৯-৭১ এ নির্বাচিত প্রতিনিধি সভায় গৃহীতরেজল্যুশন অনুযায়ী, রিসেপশন ট্রানজিট ও তরুণ-তরুণীরা জন্য হোল্ডিং শিবির এরসাধারণ বিষয়াদি ও আর্থিক ব্যয় দেখাশোনা করার জন্যআমি এতদ্দ্বারা নিম্নক্ত সদস্যদের দ্বারাএকটি বডি গঠন করার জন্য মনোনীত করছি।
1. জনাব আহমেদ আলী, চেয়ারম্যান,
2. জনাব গাজী গোলাম মোস্তফা,
3. জনাব মোহা. ইলিয়াস.
4. জনাব খালেদ মোহাম্মদ আলী.
5. জনাব আবদুল্লাহ হারুন.
6. পরিচালক-১, যুব শিবির.
7. পরিচালক -২, যুব শিবির.

স্বাঃ / -জহুরআহমেদ চৌধুরী.
চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের পর্ষদ.
গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকার, পূর্ব জোনের.

মেমো নং YC / ২০৬তাং ১৪.০৯.৭১
অনুলিপি
1) স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
2) চেয়ারম্যান, বোর্ড অব কন্ট্রোল, যুব শিবির প্রয়োজনেসংশ্লিষ্ট সকল পক্ষকে কপি করার অনুরোধ করা হলো
3) প্রশাসক জোন-১
4) প্রশাসক. জোন -২,
5) প্রশাসক জোন-৩
6) প্রশাসক জোন-৪

জহুর আহমেদ চৌধুরী.
চেয়ারম্যান,
মুক্তিযুদ্ধের পর্ষদ.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
পূর্ব জোনের.