You dont have javascript enabled! Please enable it! 1971.08.23 | যুব ত্রাণ শিবিরের মটিভেটর নিয়োগ সম্পর্কিত চিঠি | বাংলাদেশ সরকার লিবারেশন কাউন্সিল পূর্বাঞ্চলীয় জোন - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
যুব ত্রাণ শিবিরের মটিভেটর নিয়োগ সম্পর্কিত চিঠি বাংলাদেশ সরকার লিবারেশন কাউন্সিল পূর্বাঞ্চলীয় জোন ২৩ আগস্ট, ১৯৭১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তারিখঃ ২৩/০৮/৭১

নম্বরঃ ৪সি/১১৮/(৪)

আদেশ

জনাব নিরোদ বরণ সাহাজী; বি,এ; একজন রাজনৈতিক মটিভেটরকে হাপানিয়া বঙ্গবন্ধু যুব অভ্যর্থনা শিবিরে নিযুক্ত করা হল, যা সব আনুষ্ঠানিকতা শেষে কার্যকর হবে ১৫ আগস্ট, ১৯৭১ থেকে। এতদ্বারা জনাবের বেতন আপাতত ১৫০ ভারতীয় রুপি নির্ধারন করা হল।

এই নিয়োগ সম্পূর্ণ জনস্বার্থে করা হয়েছে।

(অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী)
এম,এন,এ
ডিরেক্টর-১
যুব ক্যাম্প, পূর্বাঞ্চল
বাংলাদেশ সরকার
তারিখঃ ২৩/০৮/১৯৭১

নম্বরঃ ৪সি/১১৮/(৪)

তথ্য ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অনুলিপিঃ

১) প্রধান হিসাবরক্ষক, যুব ক্যাম্প, পূর্বাঞ্চল

২) ক্যাম্প প্রধান, হাপানিয়া বঙ্গবন্ধু যুব শিবির

৩) যুব ক্যাম্প নিয়ন্ত্রন বোর্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর

৪) জনাব নিরোদ বরণ সাহাজী; বি,এ

(অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী)
এম,এন,এ
ডিরেক্টর-১
যুব ক্যাম্প, পূর্বাঞ্চল
বাংলাদেশ সরকার