You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | ত্রাণ শিবির থেকে মুক্তি ফৌজে ভর্তিকরণ সম্পর্কিত একটি চিঠি - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
ত্রাণ শিবির থেকে মুক্তি ফৌজে ভর্তিকরণ সম্পর্কিত একটি চিঠি ২০ সেপ্টেম্বার, ১৯৭১

 

 

ডেপুটি ডাইরেক্টর অফিস , ইয়ুথ রিলিফ ক্যাম্প,
ত্রিপুরা
নং যুঅশি/B/ ৭১-৭২/১ আগরতলা, ২০ সেপ্টেম্বার, ১৯৭১

বরাবর
প্রশিক্ষন সমন্বয়ক,
যুব ত্রাণ শিবির,
বাংলাদেশ অফিস,
আগরতলা।

সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য নিয়োগকৃতদের বিধি

১। অত্র অফিস ২৪ সেপ্টেম্বর – ৪ অক্টবরের সেনাবাহিনী প্রশিক্ষণ কর্মসূচী পেয়েছে। প্রশিক্ষন সমন্বয়ক এর সাথে টেলিফোনে যোগাযোগের সকল চেষ্টাই ব্যার্থ হয়েছে। যেহেতু নিয়োগ ২৪ সেপ্টেম্বরের আগেই শুরু করতে হবে তাই আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো,

ক) জনাব মান্নান অথবা তার প্রতিনিধির সুপারিশ ক্রমে ২০০০ জনকে , অর্থাৎ ঢাকা থেকে আগত ১৮০০ কারখানা শ্রমিক এবং চাঁদপুর থেকে আগত ২০০ কারখানা শ্রমিকে সরাসরি রিসিপ্সন ক্যাম্প থেকে নিম্নলিখিত তারিখে পাঠানোর অনুরোধ করা হলো।

৫৫০ জন, ২৪ সেপ্টেম্বর, পালাটানা
২৫০ জন, ২৬ সেপ্টেম্বর পালাটানা
৩০০ জন, ২৮ সেপ্টেম্বর পালাটানা
৫৫০ জন, ৪ অক্টোবর পালাটানা
৩৫০ জন, ৪ অক্টোবর পালাটানা

খ) ১০০০ জন, জনাব মান্নান এর অর্থায়নে ৫০০ জন এবং ক্যাপটেন ইয়ালিম চৌধুরীর অর্থায়নে ৫০০ জন- অভ্যর্থনা শিবির থেকে নিম্ন লিখিত তারিখে সরাসরি পাঠানো যেতে পারে –

১০০০ জন লায়লাপুরে প্রেরণ (ডি-সেক্টর কর্তৃক তারিখ দেওয়া হবে )

২। রাজনৈতিক ছাড়পত্র এবং বিশদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনি দায়িত্বপালন করবেন । এই পত্রটি লিখিত আদেশের কাজ করবে । প্রয়োজনীয় স্থান, তারিখ ও পরিবহনের জন্য ডি সেক্টরের সাথে যোগাযোগ করুন ।
৩. নিয়োগ কার্যক্রমের বাকি বিষয়গুলোর জন্য অবিলম্বে কার্যালয়ে যোগাযোগ করুন। অনুগ্রহ করে আপনার কর্তৃপক্ষে অবহিত করুন that in case you are detailed 011 other jobs other than প্রশিক্ষণ সমন্বয়কারী যে এটি একটি পূর্ণকালীন চাকুরী এবং এমন নিযুক্ত ব্যক্তিকে প্রতিদিন অন্তত একবার যোগাযোগের জন্য কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। উক্ত উদ্দেশ্যে আপনার জন্য একটি পরিবহনের ব্যবস্থা করা হবে।

স্ব/আর.ভি.সুবারমানিয়াম
মেজর

অনুলিপি প্রেরিত হবে:
ডি সেক্টর সদর

উপরের কাজটি দরকার ছিল যেহেতু নিয়োগের জন্য সময় খুব স্বল্প এবং আমার নিকট প্রশিক্ষণ সমন্বয়কারী সহজলভ্য নয়।