শিরোনাম | সূত্র | তারিখ |
যুব শিবির পরিচালক জনাব খালেদ মাহমূদ আলীর রিক্রটমেন্ট প্রধান হিসেবে নতুন দ্বায়িত্বপ্রাপ্তি সম্পর্কে একটি বিংপ্তি | বাংলাদেশ সরকার, মুক্তি সংগ্রাম পরিষদ পূর্বাঞ্চলিয় জোন | ১৭ই সেপ্টেম্বার, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নং YCT/২০৯ তারিখ ১৭.০৯.১৯৭১
ডেপুটি ডাইরেক্টর
ইয়ুথ রিলিফ ক্যাম্প
জনাব,
এতদ্বারা আপনাকে জানানোযাচ্ছে যে, জনাব খালেদ মাহমূদ আলী, এম এন এ (ডাইরেক্টর,ইয়ুথ রিলিফ ক্যাম্প ) এখন থেকে রিক্রটমেন্ট এবং মুভমেন্ট কো অর্ডিনেটর হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করবেন এবং আপনাকে সরাসরি তার সাথে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ।
নিবেদক
(ডঃ আবু ইউসুফ)
ট্রেইনিং কো অর্ডিনেটর
অনুলিপি
১)চেয়ারম্যান, লিবারেশন কাউন্সিল, পূর্বাঞ্চলিয় জোন১৬.৯.৭১ এর মিটিং এ গৃহীত সিদ্ধান্ত অনুসারে
২) চেয়ারম্যান, ইয়ুথ রিস্পিশন ক্যাম্প , পূর্বাঞ্চলিয় জোন
৩) জনাব খালেদ মাহমূদ আলী, এম এন এ , ডাইরেক্টর,মোটিভেশন
৪) বি এম ডি
৫) সি ও এস
৬) সেক্টর কমান্ডার
নোটঃ জনাব খালেদ মাহমূদ আলীর সাথে বাংলাদেশ অফিস, কৃষ্ণনগরে যোগাযোগ করা যাবে।