You dont have javascript enabled! Please enable it!

শিরোনাম

সূত্র তারিখ
ভিত্তিফৌজ প্রতিষ্ঠা সম্পর্কিত একটি প্রতিবেদন বাংলাদেশ সরকার, মুক্তি সংগ্রাম পরিষদ পূর্বাঞ্চলীয় জোন ৫ জুলাই, ১৯৭১

 

যুব প্রশিক্ষন. স্মারকলিপি-১

ভিত্তি ফৌজ মোতায়েন

ভিত্তিকর্মী

অনুগ্রহ করে যুব প্রশিক্ষন বিজ্ঞপ্তি নং. ৩ এর সংযুক্তিতে সন্ধান করুন

১. ভিত্তি ফৌজ তিনটি প্রাথমিক/মুখ্য উদ্দেশ্যে দায়িত্ব পালন করেঃ

(ক) আমাদের সামাজিক ভিত্তি শক্তিশালী এবং প্রতিপক্ষের ছেড়ে দেয়া ধ্বংসাত্মক বাহিনী হতে রক্ষা করা,

(খ) আমাদের গেরিলাবাহিনীর জন্য নিরাপদ ঘাঁটি তৈরি করা,

(গ) আমাদের জনগনের নিয়ন্ত্রনাধীন উৎপাদনশীলগ্রামগুলোকেশত্রুনিয়ন্ত্রনাধীনঅনুৎপাদীশহরসমূহহতেবিচ্ছিন্নকরেঅর্থনৈতিকসংগ্রামতীব্রকরেতোলা।

২. ভিত্তি ফৌজের কাজের অসুবিধা অনুসারে বাংলাদেশের গ্রামসমূহকে তিনটি শ্রেনী-পরিষদে বিভক্ত করা যেতে পারেঃ

(ক) শত্রু অধিকৃত – অত্যন্ত সঙ্কটপূর্ণ

(খ) যোগাযোগের প্রধান মাধ্যমসমূহে শত্রু টহল

(গ) টহলমুক্ত – সামান্যতম দুরূহ

৩. ভিত্তি ফৌজের সম্প্রসারণ আরম্ভ করা উচিত (ক) শ্রেনীবিভক্ত গ্রামসমূহে, প্রথমত সেখানে আমাদের অবস্থান দৃঢ় করা (খ) অতঃপর ভিত্তি ফৌজের এলাকা বিস্তার এবং পরিশেষে (গ) প্রয়োজন অনুযায়ী মুক্তি বাহিনীর প্রাথমিক/প্রারম্ভিক সাহায্যে শ্রেনীবিভক্ত গ্রামসমূহে কাজ করার মাধ্যমে ।

৪. প্রছন্ন থাকার উদ্দেশ্যে ভিত্তি ফৌজ কর্মীদের নীতি ছিল, উপরিপর্যায়ে মোতায়েনের জন্য তাদেরকে নিজস্ব গ্রামে অথবা স্বাচ্ছন্দ্যপূর্ণ নিকটবর্তী এলাকায় কাজ করতে হবে (৩ নং প্যারা)। সাধারন প্রশিক্ষন কর্মসূচিতে স্থানীয় নেতাবৃন্দ কর্তৃক চূড়ান্ত নির্দেশে এধরণের নিয়োগ নিশ্চিত করা হবে । (যুব প্রশিক্ষন বিজ্ঞপ্তি নং. ৩) ।

৫. ভিত্তি ফৌজের অধিকাংশ কাজ কর্মীদের সমস্যা দ্রুত সমাধানে মৌলিক একত্বতার দ্বারাই স্বতন্ত্রভাবে সম্পন্ন করা সম্ভব । সমন্বিত নেতৃত্ব ও নিয়ন্ত্রণ অবশ্য যুদ্ধকালীন কার্যক্রমের গোয়েন্দা তথ্য সংগ্রহে এবং মুক্তিফৌজের সহায়তায় এধরণের গোয়েন্দা তথ্যের পূর্ণ সদ্ব্যবহারে অপরিহার্য । সাধারণ প্রশিক্ষন কর্মসূচির ষষ্ঠ স্তরে নির্বাচিত গ্রুপলিডারগণ প্রয়োজনীয় কিছু অতিরিক্ত প্রশিক্ষনের মাধ্যমে ভিত্তি ফৌজের গোয়েন্দা নেটওয়ার্কের প্রধান কর্তা হবেন ।

পরিচালক

সমন্বয় পরিকল্পনাএবং কার্যক্রম,

যুবশিবির

যুব প্রশিক্ষণ শিবির

প্রশিক্ষণের সাধারণ কর্মসূচি এবং

ভিত্তি শ্রমিকদের উন্নয়ন

সকল জড়িত সদস্যদের অনুরোধ করা হচ্ছে যেন প্রতি গ্রুপ শিক্ষানবিসদের জন্য নিম্নোক্ত কর্মসূচি পালনের সার্বিক প্রচেষ্টা চালানো হয়ঃ-

ধাপ-১ ১ম-৩য় দিন : শিক্ষানবিসদের যুব প্রশিক্ষণ শিবিরে আগমন ( অভ্যর্থনা শিবির এবং অন্য জায়গা হতে)

শিবির কার্যক্রমের জন্যে – নিবন্ধন, উপ-দল গঠন

 

২। ৪র্থ -১৭তম (২ সপ্তাহ) : ভিত্তি-কাজ(base work)। প্রেরণাদায়ী প্রশিক্ষণ
৩। ১৮তম-১৯তম : সৈন্যবাহিনীর নিয়োগ এবং পাঠানো স্থগিতকরণ
  ২০তম : ভিত্তি-শ্রমিক (ভিত্তি ফৌজ) শপথ। (বন্ধ(enclosed )শপথ-ফর্ম দ্রষ্টব্য)
৪। ২১তম-৩৪তম (২ সপ্তাহ) : ভিত্তি-শ্রমিকদের সুশৃঙ্খল প্রশিক্ষণ*
৫। ৩৫তম-৩৭তম : স্থানীয় নেতা কর্তৃক ব্রিফিং*

( আওয়ামী লীগ এবং ছাত্র কর্ম(action) কমিটি স্বত্বনিয়োগ। দলনেতা নির্বাচন।

৬। ৩৮তম-৩৯তম : ভিত্তি ফৌজ স্বত্বনিয়োগ নিবন্ধন এবং প্রশংসাপত্র (বন্ধ (enclosed) দ্রষ্টব্য)
  ৪০ তম : ছাড়পত্র (passport)

* কোর্স চলাকালীন যেকোন সময়ে , এক থেকে দুই সপ্তাহের হালকা সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

** শিবির প্রশাসক কর্তৃক নেতাদের তারিখ এবং স্থান অবহিত হবে।

পরিচালক

সমন্বয়সাধক, পরিকল্পনা এবং কর্মসূচি,

যুব শিবির।

৫-০৭-৭১

                                                               

শিক্ষাফরম – ১

বাংলাদেশ ভিত্তিফৌজ বাহিনীর

শপথপত্র (২ কপি)

আমি ……………………………………………… বয়স ………………………………………

পিতা ……………………………………………… গ্রাম …………………………………………………

থানা …………………………………………… জিলা …………………………… সর্বশক্তিমানের নামে শপথ গ্রহণ করতেছি যে, স্বাধীন বাংলাদেশে জনকল্যাণের মুক্তিমন্ত্রে দীক্ষিত হইয়া আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে বাংলাদেশ ভিত্তিফৌজ বাহিনীর কর্মশৃঙ্খলায় আবদ্ধ হইলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুপ্রেরনায় এই মন্ত্র সাধনের সকল কাজ সগর্বে এবং নির্ভয়ে প্রাণদানের জন্য আমি সদা প্রস্তুত থাকিব।

 শপথগ্রহণকারী …………………………                                                 স্বাক্ষর ……………

তারিখ ……….

(শিক্ষা শিবির কর্তৃপক্ষ পূরণ করিবেন)

শিক্ষা শিবিরের নাম ……………………………………… শিক্ষন কাল …………………………………

শিক্ষা শিবিরের ক্রমিক সংখ্যা ………………………………………

রেজিস্ট্রেশন খাতা নং ………………………………………

ভিত্তিফৌজ কর্মী হিসেবে গৃহীত না হইলে, না হইবার কারন …………………………………

ভিত্তিফৌজ কর্মী হিসেবে গৃহীত হইলেঃ

ভিত্তিফৌজ বাহিনীর ক্রমিক সংখ্যা ……………………………….. কর্মসংস্থান ………………………

১। গ্রাম ……………………… থানা …………………………… জিলা …………………………

২।       ,,                          ,,                                    ,,

৩।       ,,                          ,,                                    ,,

কর্মীর স্বাক্ষর ……………………………………

তারিখ ……………………………………

২ কপি ভিত্তিফৌজ সদর দফতরের জন্য।           

                গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

২৮ – ০৭ – ৭১

Ref: YT/29 (Adm)/1.

প্রফেঃ দেবব্রত দত্ত গুপ্ত ডেপুটি সমন্বয়কারী হিসেবে নিযুক্ত হলেন, ১৫-৭-৭১ থেকে যুব প্রশিক্ষণ সম্পাদন করবেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি প্রতি মাসে ৩৫০/- টাকার একটি বিশেষ ভাতা গ্রহণ করবেন।

( আবু ইউসুফ)

পরিচালক,

প্রশিক্ষণ সমন্বয়কারী,

যুব শিবির।                                                                                       

গণ প্রজাতন্ত্রীবাংলাদেশ সরকার.

২৮.৭.৭১

সুত্র: YT / ৩০(প্রসাশন) / ১

অধ্যাপক শফি কাদরীকে জেলা সমন্বয়কারী (এম) এর শূন্যপদের বিপরীতে রাজনৈতিক প্রশিক্ষক(সিনিয়র)  হিসেবে নিযুক্ত করা হল যা ১৫.৫.৭১ থেকে কার্যকর হবে এবং মুক্তিযুদ্ধ পরিষদ

দ্বারা অনুমোদিত। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি মাসিক ২০০/ – (টাকা) সাময়িক ভাতা পাবেন।

আবু ইউসুফ

পরিচালক

প্রশিক্ষণ সমন্বয়কারী

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!