You dont have javascript enabled! Please enable it! 1971.06.04 | পূর্বাঞ্চলীয় লিবারেশন জোনে জোন প্রশাসন বাস্তবায়ন স্কীম (বাজেট) সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের সচিবকে লিখিত জোন কর্মকর্তার চিঠি - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
পূর্বাঞ্চলীয় লিবারেশন জোনে জোন প্রশাসন বাস্তবায়ন স্কীম (বাজেট) সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের সচিবকে লিখিত জোন কর্মকর্তার চিঠি মুক্তি সংগ্রাম পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন ০৪ জুন, ১৯৭১

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মেমো নং: : III-এ, ৫/৭১, সি/২২ তারিখ: ০৪.০৭.১৯৭১

প্রতি: জনাব কে আর জারনান
সচিব,
অর্থ মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়: পূর্বাঞ্চলীয় বাজেটে আঞ্চলিক প্রশাসনিক প্রকল্পের বাস্তবায়ন ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেমো নং জিএ/১৪৩(৪), তারিখ ২৮.৫.১৯৭১ অনুযায়ী আঞ্চলিক প্রশাসকের একটি কার্যালয় তৈরি করা হয়েছে। এই কার্যালয় কাজ শুরু করেছে গুটিকয় কর্মচারী নিয়ে, যেটার অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রী বিভিন্ন জনেরর দায়িত্বে ২,০৮,৪৭৫/- রূপি ব্যয় সম্বলিত একটি সম্ভাব্য বাজেটের অনুমোদনও দিয়েছেন। বিভিন্ন পর্যায়ের সরকারী চাকুরিজীবিদের পারিশ্রমিকের ব্যপারে মন্ত্রীসভার সিদ্ধান্তের ফলে বাজেটের উর্ধ্বমুখী সংশোধন প্রয়োজন রয়েছে । কার্যালয়ের জন্য একটি সংশোধিত বাজেট তৈরি করা হয়েছে যেখানে ব্যয় দেখানো হচ্ছে ২,৪২,১২১/-। ডি.ও. নং এলএস/১৩৪, তারিখ ২০.৬.১৯৭১ এর অধীনে এই সংধেশাধিত বাজেটগুলো অর্থ সচিবের কাছে পাঠানো হয়েছে ।

২) এদিকে, পূর্বাঞ্চলীয় স্বাধীনতা কাউন্সিলের সদস্য, অর্থ, জনাব এম আর সিদ্দিকি অনেকগুলো নতুন নিয়োগ দিয়েছেন। এই স্টাফদের এখন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেখাতে হবে এবং পারিশ্রমিক দিতে হবে। একইভাবে, আমাদের কাগজপত্র ও পরিকল্পনার গোপনীয়তা বজায় রাখতে একটি গোপনীয় শাখা থাকা এখন আবশ্য জরুরী হয়ে পড়েছে। এখনকার কার্যালয় পুরোপুরি জনসাধারণের সামনে উন্মোচিত থাকায় এটি একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। গোপনীয় শাখায় দুজন লিপিকার(Stenographer) প্রয়োজন হবে, যারা কাগজপত্র রক্ষণাবেক্ষন করবেন এবং সহকারী হিসেবে কাজ চালাবেন।

৩) যুব শিবির এলাকায় বেশ কিছু নিয়োগ দেওয়া হয়েছে, আরও অনেক প্রস্তাব করা হয়েছে। এই স্টাফদের আঞ্চলিক প্রশাসকের মাধ্যমে নেওয়া হবে নাকি যুব শিবিরের অধিকারে, সেটি এখনও ঠিক করা হয়নি। যৌক্তিকভাবে তারা যুব শিবির পরিচালনার অংশ হওয়া উচিত, এখান থেকেই স্টাফদের অনুমোদন ও বাজেট বরাদ্দ হওয়া উচিত। আপাতত আঞ্চলিক প্রশাসনের শক্তি হিসেবে দেখানো হচ্ছে তাদের। যুব শিবিরের বিপরীতে স্বাধীনতা কাউন্সিল স্টাফ নিয়োগ দিচ্ছে, এটির বিস্তারিত এখনও পাওয়া যাচ্ছে না। যুবশিবিরের
পরিচালক (প্রশাসন) কর্মিগণের একটি তালিকা হেডকোয়ার্টারে পাঠিয়েছেন। নির্ধারিত পদে অধিষ্ঠ হওয়ার আগে প্রথমত: অনুমোদনের প্রয়োজন। দরকারে হেডকোয়ার্টার যুবশিবিরের জন্য পৃথক বাজেট প্রণয়ন করতে পারে। বর্তমান প্রয়োজন মেটানোর লক্ষ্যে আঞ্চলিক প্রশাসনের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ বরাদ্দ করা যেতে পারে।

৪) অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সর্বনিম্ন খরচে একটি নকশা এর মধ্যে প্রস্তুত করা হয়েছে। নকশাটি এখানে পাঠানো হলো। এখানে বাৎসরিক এক লাখ রুপি খরচের পরিকল্পনা করা হয়েছে (কর্মিগণের জন্য ৯৬,০০০ রুপি, আকস্মিক প্রয়োজনের জন্য ৪,০০০ রুপি)

৫) স্বাস্থ্যবিষয়ক তিনজন উপ-পরিচালক নিয়োগ দিয়েছেন পূর্বাঞ্চলের মুক্তিযুদ্ধ সংসদ। তাঁদের একজনকে যুবশিবিরে পাঠানো হয়েছে, একজন চিফ অফ স্টাফের সঙ্গে কাজ করছেন এবং আঞ্চলিক প্রশাসন, স্থানীয় স্বাস্থ্যঅধিদপ্তর ও চিফ অফ স্টাফের সমন্বয়কারকের দায়িত্ব পালন করছে। তৃতীয়জন হাসপাতালের রোগী দের দেখাশোনার পাশাপাশি নানাবিধ কাজ সামলাচ্ছেন। এই তিনটি পদকে অনুমোদন দিতে হবে এবং প্রয়োজনীয় বাজেট ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬) উপ-অঞ্চল নির্মাণ ও সেসব অঞ্চলে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সরকারি পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে ৪ (চার) উপ-অঞ্চল কর্মকর্তাকে এর মধ্যে খোয়াই , কাইলাশহর, সোনামুড়া এবং বেলোনিয়ায় প্রেরণ করা হয়েছে। খোয়াই এবং কাইলাশহরের কর্মকর্তাগণ এরই মধ্যে প্রবল বিক্রমে কাজ শুরু করেছেন, এবং অপর দু’জন মাত্রই পৌঁছেছেন। এই উপ-আঞ্চলিক কর্মকর্তাগণকে তাদের নিজস্ব মালপত্র, থাকার জায়গা ইত্যাদি সরবরাহ করতে হবে। এই খরচগুলো অবশ্যই ন্যুনতম হতে হবে। উপ-আঞ্চলিক কর্মকর্তাগণকে স্থানীয়ভাবে কর্মকর্তার আবাসন, আসবাব, টাইপ মেশিন ইত্যাদি বিনামূল্যে সংগ্রহ করতে বলা হয়েছে। উপ-আঞ্চলিক কর্মকর্তাগণের বাজেট যা না হলেই নয় ধরা হবে।
৭) বর্তমানে আমরা পরিবহণ মাধ্যমগুলোকে উদ্ধার করে তাদের একটি সর্বজনীন স্থানে নিয়ে আসতে চাইছি। এর বাস্তবায়নের জন্য আমাদের একটি পরিবহণ অধিদপ্তরের প্রয়োজন পড়বে, সেই সঙ্গে প্রয়োজনীয় অর্থবরাদ্দ। সেভাবে বিভিন্ন প্রস্তাবনা প্রণয়ন হয়েছে।

৮) এখন পর্যন্ত কর্মকর্তা এবং কর্মিগণের টি.এ. এবং ডি.এ.র জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য নির্দিস্ট অর্থসংস্থানের প্রয়োজন।

৯) জাতীয় এবং প্রাদেশিক সংসদের সদস্যগণ বর্তমানে এপ্রিল’১৯৭১ হতে মাসিক ১৫০ রুপি ভাতা পাচ্ছেন। এই ভাতাব্যবস্থা পূর্বাঞ্চলের মুক্তিযুদ্ধ সংসদের সিদ্ধান্ত। আমাকে বলা হয়েছে এই ব্যাপারে মন্ত্রীসভা একটি সিদ্ধান্ত নিয়েছে । এ লক্ষ্যে পরিবর্তিত বাজেট প্রস্তাবনায় ৩ লাখ রুপি সরবরাহ করা হয়েছে।

(এইচ.টি.ইমাম)
আঞ্চলিক প্রশাসক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পূর্ব অঞ্চল।

মেমো নং তারিখ:

জনাব এম নুরুল কাদের, সেক্রেটারি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট-এর কাছে প্রতিলিপি পাঠানো হলো

(এইচ.টি.ইমাম)
আঞ্চলিক প্রশাসক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পূর্ব অঞ্চল।

পূর্ব অঞ্চলের জন্য বাজেটের সারাংশঃ

  আনুমানিক ব্যয় বরাদ্দ

 

 
মৌলিক:    
১. পূর্ব অঞ্চলের আঞ্চলিক দপ্তরের জন্য নির্ধারণকৃত বাজেট, অর্থমন্ত্রি কর্তৃক নির্ধারিত (সংযোজনী-১) ২,০৮,৪৭৫/০০ রুপি
২. খরচের ক্রমোন্নত বিভাগগুলোর জন্য আনুষঙ্গিক বাজেট, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং অর্থমন্ত্রির নির্দেশ মোতাবেক (সংযোজনী-১)) ৩৩,৬৪৬/০০ রুপি
  মোট সংশোধিত বরাদ্দ ২,৪২,১২১/০০ রুপি
     
আনুষঙ্গিক:    
৩. আঞ্চলিক দপ্তরের অতিরিক্ত পদসমূহের জন্য আনুষঙ্গিক বাজেট (সংযোজনী-২) ৫১,০০০/০০ রুপি
৪. উপ-আঞ্চলিক দপ্তরের অতিরিক্ত পদসমূহের জন্য আনুষঙ্গিক বাজেট (সংযোজনী-৩) ২,৪০,০০০/০০ রুপি

 

  কর্মচারি বৃন্দের টি.এ-ডি.এ.’র জন্য আনুষঙ্গিক বাজেট (সংযোজনী-৪) ১৭,০০০/০০ রুপি
    ৩,০৮,০০০/০০ রুপি
৬. এমএনএ এবং এমপিএ বরাদ্দের জন্য আনুষঙ্গিক বাজেট(সংযোজনী-৫) ৩,০০,০০০/০০ রুপি
৭. আঞ্চলিক মুক্তিযুদ্ধ সংসদের আনুষঙ্গিক বাজেট (সংযোজনী-৬) ৪০,২০০/০০ রুপি
৮. যুবশিবির অধিদপ্তরে আনুষঙ্গিক বাজেট (সংযোজনী-৭) ৬৫,২০০/০০ রুপি
৯. সরকারি চাকুরিজীবিদের জীবিকার জন্য প্রয়োজনীয় বাজেট  (সংযোজনী-৮) ৫০,০০,০০০/০০ রুপি
১০. পরিচালক দপ্তর এবং পরিবহণের জন্য প্রস্তাবিত বাজেট (সংযোজনী ৯)                                      

 

১, ৪৪, ৪০০/০০ রুপি
  মোট অতিরিক্ত অনুদান ৫৫,৪৯,১২১/০০ রুপি
    ২,৪২,১২১/০০ রুপি
     
১. অর্থমন্ত্রীরর অনুমোদন অনুযায়ী সংশোধিত বরাদ্দ বাজেট- ……………….. রুপি

 

 

 

 

২. সম্পূরক বাজেট                                    ৩,৮০,০০০/০০

………………  রুপি

৩. অতিরিক্ত অনুদান                                   ৫৫,৪৯, ৮০০/০০
৪. অভ্যন্তরীণ নিরাপত্তা জনিত  কর্মপরিকল্পনার জন্য সম্পূরক বাজেট     , ০০,০০০/০০

 

     
  মোট প্রাক্কলিত ব্যয় ৬১,৯৯,৯২১/০০

                                                               

সংযোজনী

বাংলাদেশের আঞ্চলিক অফিস পূর্বাঞ্চলের (সদর দপ্তর) জন্য ১৯৭১-১৯৭২ সালের সংশোধিত বরাদ্দ বাজেট।

(মে ‘৭১ থেকে এইপ্রিল ‘৭২)

ক্রমিক নাম্বার মূল ব্যয় সম্ভাব্য বরাদ্দকৃত পরিমাণ
  সাধারণ  
 (ক) অফিসার এবং কর্মচারীদের বেতন       ৯৭,২৪৬/০০ রুপি
  (খ) অফিস বিল্ডিংয়ের ভাড়া

 # ৪০০.০০ রুপি প্রতি মাসে।

৪,৮০০/০০ রুপি
  (গ) অফিস বিল্ডিংয়ের বিদ্যুৎ বিল

#৭৫.০০ রুপি প্রতি মাসে

৯০০/০০ রুপি
  (ঘ) টেলিফোন বিল বাবদ
#১২৫.০০ রুপি প্রতি মাসে
১৫০০/০০ রুপি
  (ঙ) অফিসের ফার্নিচার বাবদ ব্যয় ১০,০০০/০০ রুপি
  (চ) স্টেনসিল কাগজ এবং প্রতিলিপিকরণ কাগজ সহ অফিসের অন্যান্য সম্ভাব্য প্রয়োজনীয় সামগ্রী ১০,০০০/০০ রুপি
     
২. পরিবহণ  
  (ক) সাতটি যানবাহনের জন্য পেট্রোল এবং মেশিন অয়েল ক্রয় বাবদ

#১৭৫.০০রুপি প্রতি দিন।

৬৩,৮৭৫/০০ রুপি
  (খ) রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসিং বাবদ

#৫০০ রুপি প্রতি মাসে।

৬,০০০/০০ রুপি

(গ) গ্যারেজ / ওয়ার্কশপ ভাড়া                                     …১৮০০/০০ রুপি

  @ ১৫০/০০ রুপি প্রতিমাসে

(ঘ) সরকারী যানবাহনের রেজিস্ট্রেশন ও বীমা           … ৩৬০০/০০ রুপি

@ প্রতিটি যান ৩০.০০ রুপি  প্রতিমাসে (১০০ টি যান).     ১০৭৬৭৫/০০ রুপি

২ বিবিধ

 (ক) সরকারি সম্পদ ও সরঞ্জামাদির চলাচল           … ১০০০০/০০ রুপি

১০.০০ রুপির ব্লক প্রভিশন                                       … ১০,০০০/০০ রুপি

                                  সর্বমোট                              :……২,৪২,১২১ রুপি

(দুই লক্ষ বেয়াল্লিশ হাজার একশো একুশ রুপি মাত্র)

পরিশিষ্ট-II

আঞ্চলিক দপ্তর সমুহে অতিরিক্ত পদের জন্য পরিপুরক বাজেট

পদের নাম                                               অনুমিত খরচ

১)সহকারী অর্থ সচিব,@ ৫০০ রুপি  (একটি পোস্ট)               ৬.০০/০০ রুপি

২) তিনজন সহকারী সাস্থ্য সচিব. @ ৫০০ রুপি                         ১৮.০০/০০

৩)ত্রান অফিসার,৩ পদ  @ ৩০০ রুপি প্রতিমাসে                      ১০.৮০০/০০                                

                                                

৪) রিসেপশন-কাম-সিকিউরিটি অফিসার @ ৩০০ রুপি প্রতিমাসে ৩.৬০০/০০

৫) স্টেনোগ্রাফার ৩ পদ কনফিডেনশিয়াল সেক্টরের জন্য@৩০০/০০ রউপি প্রতিমাসে                                                                                          ১০.৮০০/০০

৬) পিওন, ১ পদ @ ১৫০/০০ রুপি প্রতিমাসে                                   ১.৮০০/০০

                                           মোট:                                                   ৫১.০০/০০

 

পরিশিষ্টIII

উপ আঞ্চলিক দপ্তরসমুহের জন্য পরিপুরক বাজেট

অফিসের মাথাপিছু কর্মীর বেতন

 (উপ আঞ্চলিক অফিসের নোট দ্রষ্টব্য).                  ১.৭০০/০০

দুর্যোগ ব্যাবস্থাপনা                                                         ৩০০/০০

যোগাযোগ                                                                          ৩০০/০০

 Rs.                                                                                           200/00

Rs.                                                                                             2.500/00 p.m.x 12=

Rs.                                                                                            30.000/00 per

annum for each office

Estimated Annual cost for 8 sub-Zonal offices Rs                . 2.40.3000/00                               

                                         সংযোজনি

টি এবং ডি এর জন্য বাড়তি বাজেট

T.A. জন্য বরাদ্দ Block ডি, কর্মকর্তা @ বেতনের 10% জন্য উ T.A., D.A জন্য অনুমোদিত হতে পারে                                                                         … …17,000 টাকা / 00

                    মোট বেতন-97,246য00 টাকা. অনুমোদন অনুসারে বাজেট  +    51,000 / 00. (অনুমান) + 20,400 / 00. টাকা সাব জোনাল অফিসের জন্য =1,70,000 / 00 প্রায়

সংযোজনী

M.N. এমপিদের  আনুমানিক বরাদ্দকৃত বাজেট

125 MNAs এবং M.P.As              @ টাকা. 200/00 বিকাল xl25 রুপি.                 250000=

25,000×12                                                    300000/00

                                                                                                           

                                                                                                                     সংযোজনি০৬

 

জোনাল লিবারেশন কাউন্সিল সম্পূরক বাজেট বার্ষিক আনুমানিক

  1. বাড়ি ভাড়া বিদ্যুৎ ইত্যাদি @ টাকা. 400/00 বিকাল 4,800/00
  2. স্টেনোগ্রাফার                   300/00 বিকাল @ টাকা                         3,600/00
  3. চাপরাসি -1              @ টাকা. 150/00 বিকাল                      1,800/00

                                                              ২০x125=2500/x 12                           30,000/00

                                                                                                                       ………………..

                                                                                                     মোটঃ        40,200/00

 সংযোজনীসাত

ইয়ুথ ক্যাম্পে অধিদপ্তরের প্রধান কার্যালয় সম্পূরক বাজেট

সেকশনের নাম প্রধান মন্ত্রির আনুমানিক খরচ বার্ষিক খরচ

প্রশাসনিক সেকশন                           1,000/00 টাকা                            12,000/00 টাকা

এডমিনিস্ট্রেশন সেকশন                       1,400/00 টাকা                          14,8000/00টাকা

মেডিকেল  সেকশন                             900/00      টাকা                         10,800/00টাকা

অ্যাকাউন্টসসেকশন                          600/00  টাকা                              7,200/00  টাকা                                

মুভমেন্ট সেকশন                                 1,000/00 টাকা                         12,000/00টাকা

কর্নেলচৌমোহনি  অফিস.                     1,600/00   টাকা                           19,2000/00টাকা

                                               

আনুষ্ঠানিকঅনুমোদনব্যতিরেকেডেপুটিডিরেক্টরেরনিয়োগকৃতপদগুলোরবর্ণনা

 

নাম পদবী বরাদ্দ/ বেতন
প্রশিক্ষণশাখা    
প্রফেসরদেবব্রতদত্তগুপ্ত সহকারী সমন্বয়কারী ৳ ৩০০/০০
প্রফেসরশাফিকাদরি (রাজনৈতিক) ৳ ২০০/০০
স্টেনোগ্রাফার

(দাপ্তরিকনাম)

প্রগ্রেস অফিসার অফিস স্ট্যান্ডার্ড
নথি, কেরানি (দাপ্তরিকনাম)   স্ট্যান্ডার্ড
আর্দালি (দাপ্তরিকনাম)   স্ট্যান্ডার্ড
প্রশাসন শাখা    
গাজী গোফরান সাপ্লাই অফিসার ৳ ২০০/০০
পরিমল বোস সহকারী সাপ্লাই অফিসার ৳ ১৭৫/০০
নিলাই সাপ্লাই অ্যাসিস্ট্যান্ট ৳ ১৭৫/০০
দুলাই সাপ্লাই অ্যাসিস্ট্যান্ট ৳ ১৭৫/০০
কাজল স্টোরস্‌ অ্যাসিস্ট্যান্ট স্ট্যান্ডার্ড
স্টেনো টাইপিস্ট (দাপ্তরিক নাম) অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট  
চিকিৎসা শাখা    
সেকান্দার হেলথ অ্যাসিস্ট্যান্ট ৳ ১৭৫/০০
হিসাব শাখা    
ডি.ডি.এ/সি (এম.এইচ. চৌধুরী)   ৳ ২৫০/০০
এ/সি অফিসার   ৳ ২০০/০০
এ/সি অ্যাসিস্ট্যান্ট   স্ট্যান্ডার্ড
মুভমেন্ট শাখা    
ডিডি’স অ্যালাওয়েন্স মুভমেন্ট অ্যাসিস্ট্যান্ট ৳ ২০০/০০
শহীদ -ঐ- স্ট্যান্ডার্ড
মাহবুব -ঐ- স্ট্যান্ডার্ড
হাবীব -ঐ- স্ট্যান্ডার্ড
শিরাজ -ঐ- স্ট্যান্ডার্ড
কোল. চৌমুহনী অফিস  
লতিফ লিয়াজোঁ অফিসার ৳ ২৫০
জহিরুল হক অফিস অ্যাসিস্ট্যান্ট স্ট্যান্ডার্ড
সালাউদ্দিন আফসার -ঐ- স্ট্যান্ডার্ড
আবু তাহের -ঐ- স্ট্যান্ডার্ড
ফখরুদ্দিন -ঐ- স্ট্যান্ডার্ড
আর্দালি (দাপ্তরিক নাম) -ঐ- স্ট্যান্ডার্ড
টাইপিস্ট (দাপ্তরিক নাম) -ঐ- স্ট্যান্ডার্ড

সংযোজনী

সরকারি চাকুরিজীবিগণের বেতনভাতার আনুষঙ্গিক বাজেট

আনুমানিক সরকারি আধাসরকারি কর্মচারির সংখ্যা

প্রথম শ্রেণি

১৫০

দ্বিতীয় শ্রেণি

৪০০

তৃতীয় শ্রেণি

১৮০০

 

১,৮০০/০০

কর্মকর্তার শ্রেণি আনুমানিক মাসিক খরচ আনুমানিক বাৎসরিক খরচ  
প্রথম শ্রেণির অফিসারে নির্ধারিত ভাতা @ ৳২৫০  ১৫০ = ৳৩,৭৫,০০০/০০  
দ্বিতীয় শ্রেণির অফিসারে নির্ধারিত ভাতা @ ৳২০০ ৪০০ = ৳৮০,০০০/০০  
তৃতীয় শ্রেণির অফিসারে নির্ধারিত ভাতা @ ৳১০০  ১৮০০ = ২,৭০,০০০/০০  
  মোট টাকা ৩,৮৯,৩০০/০০ পি.এম

৳ ৩,৮৯,৩০০/০০  ১২

= ৪৬,৭১,৬০০/০০

 
আকস্মিক প্রয়োজনের জন্য সংরক্ষিত অর্থ এখনও তালিকায় তোলা হয়নি ৩,২৮,৪০০/০০
মোট ৫০,০০,০০০/০০

সংযোজনী

প্রস্তাবিত পরিবহণ অধিদপ্তরের জন্য আনুষঙ্গিক বাজেট

কর্মচারিগণের বেতন   আনুমানিক বাৎসরিক ব্যয়
১. তিনজন কর্মকর্তা (১জন ব্যবস্থাপক, ২জন উপ-ব্যবস্থাপক) @ ৫০০/০০ পি.এম. ৳ ১৮,০০০/০০
২. গ্যারেজ ভাড়া @ ৫০০/- ৳ ৬,০০০/-
৩. মিনিস্টেরিয়াল স্টাফ-২ @  ২৫০/- ৳ ৬,০০০/-
৪. মেকানিকস-৩ @  ৩০০/- ৳ ১০,৮০০/-
৫. ২০০টি গাড়ি মেরামতের জন্য এককালিন বরাদ্দ @ ৫০০/- প্রতি ১০০ গাড়ির জন্য

৳৫০০ ২০০

 

 

৳ ১,০০,০০০/-

৬. দু’জন নৈশপ্রহরি @ ১৫০/- পি.এম.  
  সর্বমোট ১,৪৪,৪০০/০০

                                                               

দশম সংযোজনী

অভ্যন্তরীন নিরাপত্তা প্রকল্প

 

. ২৮ জন এলাকাভিত্তিক অনুমোদিত প্রতিনিধি        @ মাসিক ২০০/টাকা                        = ৫,৬০০/টাকা
২. স্থায়ী কারিগরী সহকারী/ ভ্রমণ ভাতা                      @ মাসিক ৫০/  টাকা জনপ্রতি  = ১,৪০০/  টাকা
৩. ২ জন কার্যনির্বাহক                                                   @ মাসিক ৫০০/  টাকা                    = ১,০০০/  টাকা
= ৮,০০০/  টাকা  
৮,০০০/  টাকা X ১২                                                                                                                                      = ৯৬,০০০/  টাকাবাৎসরিক
অনিশ্চিত পরিকল্পনা                                                                                                                                                        = ৪,০০০/  টাকা  
সর্বমোটঃ১,০০,০০০/  টাকা