শিরোনাম | সূত্র | তারিখ |
মুক্তিফৌজে অন্তর্ভূক্তিকরণ সম্পর্কে সেনাবাহিনীর সাথে যুবশিবিরের যোগাযোগ | বাংলাদেশ সরকার, লিবারেশন কাউন্সিল পূর্বাঞ্চলীয় জোন | ৪ জুন, ১৯৭১ |
দি চিফ অফ স্টাফস
বাংলাদেশ বাহিনী
বিষয়ঃ মুক্তিবাহিনীর প্রশিক্ষন শিবিরের জন্য নিয়োগ ।
আপনার পত্র নম্বর ৩০৩২/বিডিএফ/জি তারিখ ১৮/০৬/৭১ এর প্রতিউত্তরে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুক্তিফৌজে যোগদানের লক্ষ্যে নিয়োগ বোর্ডের মুখোমুখি হবার পূর্বেই ১৫ দিনের জন্য নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়ক প্রশিক্ষণ দেয়ার জন্য সাব্রুম কাচিমগঞ্জ হতে শুরু করে পুরো সীমান্ত এলাকা জুড়ে যুব শিবির স্থাপনের জন্য জোর প্রস্তুতি চলছে।
যুব শিবির এর জন্য বর্তমান ও প্রস্তাবিদ পদসমূহের তালিকা নিম্নে দেওয়া হলোঃ
(১) শিবির প্রধান
(২) সহকারী শিবির প্রধান
(৩) প্রশাসনিক কর্মকর্তা
(৪) রাজনৈতিক প্রশিক্ষক
(৫) ছাত্র ব্যবস্থাপক
(৬) শারীরিক প্রশিক্ষন কর্মকর্তা
(৭) চিকিৎসক কর্মকর্তা
অনুগ্রহপূর্বক, অন্যান্য উৎস থেকে যুব শিবিরে নিয়োগ বন্ধ করার ব্যাপারে নিশ্চিত করার জন্য সবিনয় নিবেদন থাকলো।
এসডি/- এম আলম
সাধারণ সচিব/সেক্রেটারি জেনারেল
……………………………………………