You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
আঞ্চলিক উপদেষ্টা কমিটির একটি নিয়োগপত্রঃ সৈনিকদের আশ্রয়ের ব্যবস্থার জন্য একটা চিঠি। ৫ মে, ১৯৭১

                                           

জোনাল উপদেষ্টা কমিটির অফিস, যুব শিবির

দক্ষিণ পূর্ব জোন ২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিয়োগপত্র

সৈয়দ মতিউল আলম, পিতাঃ সুজত আলী, গ্রামঃ _________, ডাকঘরঃ কুমিল্লা, থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা ১০ই মে, ১৯৭১ থেকে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। পদ্মনগর, বক্সিনগর এ যুব অভ্যর্থনা/ট্রানজিট ক্যাম্পে যোগদানের জন্য বলা হল।

আহমেদ আলী

চেয়ারম্যান

জোনাল উপদেষ্টা কমিটি

যুব অভ্যর্থনা ক্যাম্প

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

—————

প্রেরকঃ ক্যাপ্টেন মাহবুবুর রহমান

সাব-সেক্টর হেডকোয়ার্টার

নির্ভয়পুর

ডিসি নম্বরঃ ১

৫ মে, ১৯৭১

প্রাপকঃ প্রফেসর আবুল কালাম মজুমদার

প্রধান , জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সংঘ

কুমিল্লা।

বিষয়ঃ লাকসাম এলাকায় অবস্থানরত MF-দের  খাদ্য ও আশ্রয়ের জন্য স্থানীয় প্রশাসন।

যেহেতু আপনি কুমিল্লা জেলার আওয়ামী লীগ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন এবং আপনি লাকসামের স্থানীয়, আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি আপনার বসবাসরত এলাকা  এমনভাবে সংগঠিত করুন যেন সেখানে কার্যরত সেনারা খাবার আর আশ্রয় পায়। আপনাকে আরো অনুরোধ করা হচ্ছে আপনার সেচ্ছাসেবকদের মাধ্যমে আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্য । আপনার এই ব্যসবথাপনা আমাদের দেশের জন্য যুদ্ধ করার থেকে কোন অংশে কম বলে গৃহিত হবে না।

আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব যদি আপনি এ ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করেন যার ফলে ঐ এলাকায় আমরা সহজে যাতায়াত ও কার্যক্রম চালাতে সক্ষম হবো ।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!