You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | রৌমারী প্রকল্পের ব্যয় বরাদ্দের খতিয়ান |   রৌমারী প্রকল্প - সংগ্রামের নোটবুক
             শিরোনাম      সূত্র              তারিখ
রৌমারী প্রকল্পের ব্যয় বরাদ্দের খতিয়ান   রৌমারী প্রকল্প            ০৯.১২.৭১

 

রৌমারী উন্নয়ন পরিকল্পনা
পোস্ট ও প্রযত্নেঃ রৌমারী
জেলাঃ রংপুর
বাংলাদেশ

ছয় মাসের সেচকাজের জন্যে ১২ ধাপে বরাদ্দকৃত বাজেট

১. পরিকল্পনা ব্যবস্থাপকের প্রতি টিএ/ডিএঃ

সর্বমোট ১২টি পাম্পের পরিকল্পনা রয়েছে যেখানে ১২ জন ম্যানেজার থাকবেন।
প্রত্যেক ম্যানেজার সপ্তাহে ৫ টাকা হারে টিএ/ডিএ/ট্রেনিং এলাওয়েন্স পাবেন।
* প্রত্যেক সপ্তাহে নগদ পরিশোধিত বেতনঃ ১২*৫=৬০/-
* মাসিক বেতন হবেঃ ৬০*৪= ২৪০/-
* ষান্মাসিক বেতন হবেঃ ২৪০*৬= ১৪৪০/-

২. ১২ জন আদর্শ চাষী ও সাহায্যকারী ব্যক্তিঃ

প্রত্যেক আদর্শ চাষী প্রতি সপ্তাহে ৪/- হারে টিএ/ডিএ/প্রশিক্ষন ভাতা পাবেন। স্বেচ্ছাসেবা থেকেও একই পরিমান অর্থের যোগান পাওয়া যাবে যার কারণে এটি বাজেটের অন্তর্ভুক্ত হবে না।
নোটঃ এই খাতে ছয় মাসে মোট ব্যয়কৃত অর্থঃ ১১৫২.০০/-

৩. পাম্প ড্রাইভারঃ

১২ জন ড্রাইভার নিয়োগ দেয়া হবে এবং তাদের প্রত্যেকে প্রতি মাসে ৮০/- করে পাবে।
*সাপ্তাহিক বেতনঃ নেই
*মাসিক বেতনঃ ৮০*১২=৯৬০/-
*ষান্মাসিক বেতনঃ ৯৬০*৬= ৫৭৬০/-

৪. মেকানিকঃ

২জন ( ১জন মেকানিক, একজন সহযোগী

*সাপ্তাহিক বেতনঃ নেই
*মাসিক বেতনঃ
মেকানিকঃ ১৫০*১=১৫০/-
সহযোগীঃ ৮০*১=৮০/-
মোট= ২৩০/-
*ষান্মাসিক বেতনঃ ২৩০*৬= ১৩৮০/-

৫. সেচকাজ পরিদর্শকঃ

১ জন। মাসিক বেতন ২১০ /- এবং ষান্মাসিক বেতন ১২৬০/-। কিন্তু এটি স্বেচ্ছাসেবার মাধ্যমে করা হবে যার কারনে এটি মোট বাজেটের অন্তর্ভুক্ত নয়।

. সমবায় পরিদর্শক (একজন) মাসিক বেতনঃ

 

১৫০ /-
  ষান্মাসিক বেতনঃ ১৫০*৬=৯০০/-
     
. ভান্ডার রক্ষক (একজন)- মাসিক বেতনঃ ১০০/-
  গার্ড(একজন)- মাসিক বেতন ৭০/-
    মোটঃ ১৭০/-
  ষান্মাসিক বেতনঃ ১৭০*৬=১০২০/-

 

*সাপ্তাহিক- ব্যবস্থাপক

 

  ৬০/-
*মাসিক

 

(ক) ব্যবস্থাপক ২৪০/-

 

  (খ) পাম্প ড্রাইভার ৯৬০/-
  (গ) মেকানিক ও সহযোগী মেকানিক ২৩০/-

 

  (ঘ) সমবায় পরিদর্শক ১৫০/-
  (ঙ) ভান্ডার রক্ষক ১৭০/-
     
    মোটঃ ১৭৫০/-
     
*ষান্মাসিক ১৭৫০*৬=

 

১০,৫০০/-
*দেনা L.S ৯০০০০/-
    মোটঃ ১,০০,৫০০/-
  Sd

ফজলে রাব্বি

for

Secretary

০৯.১২.৭১

প্রতি,
সেক্রেটারি,
রওমারি উন্নয়ন পরিকল্পনা,
রওমারি,রংপুর,
বাংলাদেশ।

বিষয় : ১/১২/৭১ থেকে ১২/১২/৭১ পর্যন্ত প্রশিক্ষণ প্রকল্প প্রসঙ্গে।

প্রশিক্ষণ পাঠ: নিয়মিত প্রশিক্ষণ পাঠ প্রকল্প অনুসারে  অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীবৃন্দ  : শিক্ষার্থীরা তত্ত্বীয়  ও ব্যবহারিক উভয় পাঠেই নিয়মিত এবং উদ্দ্যমের সাথে অংশ গ্রহণ করছে।কিন্তু ০৬/১২/৭১ এ দেশের স্বাধীনতা যুদ্ধ থেকেই গ্রামাঞ্চলে না থেকে চাকুরীর জন্য শহরাঞ্চলকে বেছে নিবে।তাদের আচরণ দেখে মনে হয় যে, দেশের উন্নয়নের জন্য স্বেচ্ছাশ্রমের সুযোগ নিবে না।কারণ,তারা তাদের পরিবারের জন্য কিছু উপার্যন করতে চায়। শিক্ষার্থীদের এই মানুষিকতা গুরুত্বে সাথে বিবেচনায় নিতে হবে।
শিক্ষার্থীদের প্রশিক্ষণ পাঠে উপস্থিতি সন্তোষজনক ছিল।( গড় উপস্থিতি ৯৭%)
অসম্পূর্ন জ্ঞানের কারণে প্রশিক্ষণ পাঠে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছিল না।
১ম দল ৪৪ জন নিয়ে ২৬/১২/৭১ তারিখে শুরু হয়,শেষ হয় ২৯/১২/৭১ এ।

প্রশিক্ষক  : বর্তমানে পাঁচ প্রশিক্ষক আছে। তাদের মধ্যে দুইজন নিয়মিত আর বাকি তিন জন খন্ডকালিন। আমাদের আরও আট জন প্রশিক্ষকের প্রয়োজন।

     (ক) কৃষি বিজ্ঞান                                               ২ জন

    (খ) বয়স্ক শিক্ষা                                                  ২ জন

    (গ) গ্রামীণ স্বাস্থ্য, শৌচ,সৌন্দর্য বিষক।            ২ জন

    (ঘ) গ্রামীণ সংস্থা ও সহযোগিতা বিষয়ক।        ২জন

কৃষি বিজ্ঞান : ফসল তোলা শেষ না হওয়ার কারণে এখনও পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব হচ্ছে না। পরিকল্পনার আওতায় ১২ টি পাম্প খুব শীঘ্রই সংগ্রহ করা হবে বলে আশা করছি।

বয়স্ক শিক্ষা :- খুব শীঘ্রই আটটি শিক্ষা কেন্দ্র চালু হতে যাচ্ছে।কেন্দ্র গুলো চালু হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। ছাত্র সংখ্যা ১৬০ জন।

গ্রাম্য সংস্থা  :-  চৌদ্দ গ্রাম্য পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে।
(পঞ্চায়েত)

রাস্তা সংস্কার:- রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেছে এবং এপর্যন্ত ১ কিলোমিটারের কাজ শেষ করা হয়েছে।

মৎস আহরণ :-  ‘জেলে সঙ্ঘ’ গঠন করা হয়েছে এবং উন্নয়ন সংস্থা থেকে সঙ্ঘকে জালের আলকাতরা সরবরাহ করা হয়েছে।

জনসাধারণ :- শিক্ষার অভাব এখানকার জনসাধারণের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে। এই অভিশাপ দূর করতে আমাদের সচেষ্ট হতে হবে। স্বেচ্ছাসেবকরা তাদের কাজের প্রতি নিবেদিত হলেই, কেবল আনন্দের মাধ্যমে জনসাধারণের উন্নয়ন ঘটানো সম্ভব।

আন্দোলনকে গতিশীল এবং প্রেরণা যোগাতে ‘JAR! PARTY ‘ গঠন করা হবে। আন্দোলনের সাফল্যের সাথে সাথে বাংলাদেশ সরকারের আদেশ, নির্দেশ ও দর্শনের সাথে আমাদের সংযোগ ঘটানো দরকার।

প্রয়োজনীয় জিনিষপত্রঃ

                  (ক) ২০ টি বাংলাদেশের পতাকা।

                  (খ) ২ টি “BANGLADESH ON DOCUMENT ” বই।
      
                  (গ)আমাদের মহান নেতা শেখ মজিবুর রহমানের চিন্তা-চেতনা ও দর্শন সম্পর্কিত ১০০ টি পোস্টার।

                  (ঘ) উন্নয়ন কাজের চলচ্চিত্র।

আমি উন্নয়ন সংস্থার সদস্য হিসেবে চলমান প্রশিক্ষণের সাথে যুক্ত হতে পেরে গর্বিত।

          “জয় বাংলা”                                                                           sd/

       Daicd: Rowmari.                                                (PRIF.B.N.MAJUMDAR)
     ১০ই ডিসেম্বর, ১৯৭১।                                                   প্রশিক্ষণ পরিচালক 
                 sd/                                                                      রওমারি উন্নয়ন সংস্থা
             সভাপতি,                                                              পোস্ট অফিস – রওমারি।
  এ্যাড.মোঃ ফজলে রাব্বি                                                        জেলা  – রংপুর।
    রওমারি উন্নয়ন সংস্থা                                                                বাংলাদেশ।

             ১০/১২/৭১