You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
রওমারী প্রকল্পের স্বেচ্ছাসেবকদের সভার কার্যবিবরণী রওমারী প্রকল্প ০১.১১.৭১

বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

গত ১লা ডিসেম্বর, ১৯৭১ ইং তারিখ, বিকেল ৩টা ৩০ মিনিটে সার্কাস এভিনিউতে রৌমারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে কর্মরত স্বেচ্ছাসেবকদের মধ্যকার একটি সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিতদের মধ্যে ছিলেনঃ
১. জনাব মাহবুব আলম
২. ড: আনিসুজ্জামান
৩. প্রফেসর খালেদ
৪. জনাব আবু জাফর
৫. জনাব মকসুদ আলি
৬. জনাব আবুল কাশেম
৭. জনাব আলিমুজ্জামান
৮. জনাব মুনিরুজ্জামান চৌধুরী
৯. মিসেস সেলিনা বানু
এবং
১০. মিসেস স্বপ্না দেব ( আমন্ত্রিত )
জরিপঃ
জরিপ চলাকালীন কমিউনিটি ডেভেলপমেন্টের সমস্ত খুঁটিনাটি আলোচনার আওতায় আনতে হবে।

স্থানীয় পর্যায়ে সাড়াঃ
আলোচ্য সভা প্রফেসর মজুমদার এবং অন্যান্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিখোঁজ হবার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে। উল্লেখ্য, তিনি চলে যাবার পর থেকে প্রফেসর বিমল মজুমদার এর কাছ থেকেও কোনরূপ সংবাদ পাওয়া যায় নি। সভা থেকে আলোচ্য ইস্যুতে আরো কিছুদিন অপেক্ষা করবার সিদ্ধান্ত নেয়া হয়।

পরিচয়পত্রঃ
প্রকল্পে কর্মরত এবং প্রকল্পের কাজে বাহিরে থাকা স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র প্রদান করা হবে।

রৌমারীর স্থানীয় মানুষের কাছ থেকে প্রাপ্ত সাড়াঃ
যদি রৌমারীর স্থানীয় মানুষদের কাছে আশানুরূপ সাড়া না পাওয়া যায় তবে প্রকল্পের কাজ অন্যত্র সরিয়ে নেয়া হবে।

আপদকালীন সময়ঃ

১. অর্থঃ
সভায় প্রকল্পের জন্যে একটি এডহক ফান্ডের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয় কিন্তু কোন নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হয়নি।

২. ইয়ুথ ক্যাম্পঃ

যেহেতু যুব প্রশিক্ষন কেন্দ্রের বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে, এই প্রশিক্ষিত তরুণদের কিভাবে
কাজে লাগানো যায় তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে সভায় যা কি না এই তরুণদের পরবর্তী প্রকল্পে ব্যবহারের দ্বার খুলে দেবে।

৩. বয়ষ্ক শিক্ষা কার্যক্রমঃ

বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ যুব প্রশিক্ষণ ক্যাম্পের চেয়ারম্যান এর কাছে একটি সার্বিক শিক্ষা কার্যক্রম পেশ করা হতে পারে।
.
৪. ডঃ মনিরুজ্জামান পশুপালন এর ওপর একজন প্রশিক্ষক এর খোঁজ করবেন। জনাব আলম কৃষি সংক্রান্ত একজন প্রশিক্ষক খুঁজে পাবার চেষ্টা করবেন।

৫. প্রশিক্ষণ এর সময়সূচী নির্ধারণঃ
সভায় এই মর্মে সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে যে প্রশিক্ষণ কর্মসূচী মোট ৭২ ঘন্টার মোট ১২ দিনব্যাপী চলবে। প্রশিক্ষকগণ নিজ নিজ বিষয়ের পাঠ্যক্রম ৭ দিন এর মাঝে তৈরী করবেন।

প্রাথমিক পর্যায়ের পুস্তক এবং তালিকাসমূহঃ

প্রাথমিক পর্যায়ের বই এবং তালিকাগুলো বারবার পরীক্ষিত হবে এবং একটি রিপোর্ট পরবর্তী সভায় উপস্থাপন করতে হবে।

স্বেচ্ছাসেবকদের পরবর্তী সভা ৮ ডিসেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!