শিরোনাম | সূত্র | তারিখ |
সংগৃহীত চাঁদার হিসাবসহ রশিদ বই ফেরতদানের জন্য স্টিয়ারিং কমিটির আহ্বায়কের আহ্বান | এ্যাকশন কমিটির দলিলপত্র | ১ অক্টোবর, ১৯৭১। |
যুক্তরাজ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য অ্যাকশন কমিটির নির্বাহী কমিটি
১১ গোরিং স্ট্রীট
লন্ডন ই সিথ্রি
টেলি: ০১-২৮৩৫৫২৬/৩৬২৩
জয় বাংলা
জরুরী আবেদন
বাংলাদেশ ফান্ডে টাকা আদায়ের জন্য গ্রেট বৃটেনের জন্য যে সমস্ত শাখা কমিটি বা ব্যক্তি বাংলাদেশ স্টিয়ারিং কমিটি থেকে ছাপানো রশিদ বই নিয়েছেন তাদের সবাইকে অবিলম্বে চাঁদার হিসাবসহ সমস্ত বই স্টিয়ারিং কমিটি অফিসে ফেরত দিবার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তুতি ও তৎপূর্বে হিসাবনিকাশ পরিষ্কার করার জন্যই রশিদ বইসমূহ এবং তার হিসাব ফেরত নেওয়া প্রয়োজন বিধায় স্টিয়ারিং কমিটির এক জরুরীসভা উক্ত সিদ্ধান্তগ্রহণ করেছেন।
এ ব্যাপারে স্টিয়ারিং কমিটি আপনাদের সর্বপ্রকার সহযোগিতা কামনা করছে।
আজিজুল হক ভুঞা
আহ্বায়ক
স্টিয়ারিং কমিটি
১লা অক্টোবর, ১৯৭১।